কে কি নামে পরিচিত বিষয়ক মজাদার জিকে | Bengali GK Question | WBP Mains, Railway Group D | Banglasuggestion
Who is Known by What Name Bengali GK Question | WBP Main exam | Banglasuggestion
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে আবারও স্বাগত জানায়। আজ আমাদের এই পোস্টে আমরা আলোচনা করব যে কোন কবি কি নামে পরিচিত (Bengali GK Question) । আশা করছি আমাদের আজকের এই জিকে প্রশ্ন এবং উত্তর আপনাদের ভালো লাগবে।
আজকের এই পোস্টের বিভিন্ন কবি কে কী নামে পরিচিত এই নিয়ে যে প্রশ্ন এবং উত্তর তা আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাবলু বিপি এক্সাম লেডি কনস্টেবল এক্সাম প্রভৃতি এক্সামে আপনাদের সাহায্য করবে এবং আপনাদের সাধারন নলেজ কেউ বাড়িয়ে তুলতে অনেক সাহায্য করবে তো আমরা নিচে কোন কবি কি নামে পরিচিত তা নিয়ে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম।
1.মহাকবি নামে কে পরিচিত ?
A. ভারবি
B. কালিদাস
C. বিদ্যাপতি
D. বাল্মীকি
উঃ মহাকবি নামে কালিদাস পরিচিত।
2. ভোরের কবি কাকে বলে ?
A. বিহারিলাল চক্রবর্তী
B. কালিদাস
C. সুভাষ মুখােপাধ্যায়
D. রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ ভোরের কবি বিহারিলাল চক্রবর্তীকে বলে।
3. অভিনব জয়দেব কাকে বলা হয় ?
A. কৃষ্ণদাস
B. গােবিন্দদাস
C. বিদ্যাপতি
D. জ্ঞানদাস
উঃ অভিনব জয়দেব বিদ্যাপতিকে বলা হয়।
4. পদাতিক কবি কাকে বলে ?
A. সমর সেন
B. সুভাষ মুখােপাধ্যায়
C. অমর সেন
D. সুধীন্দ্রনাথ দত্ত
উঃ পদাতিক কবি সুভাষ মুখােপাধ্যায়কে বলে।
5. বিদ্রোহী কবি কে ?
A. কাজী নজরুল ইসলাম
B. জসীমউদ্দীন
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. মধুসূদন দত্ত
উঃ বিদ্রোহী কবি হলেন কাজী নজরুল ইসলাম।
6. আদিকবি কাকে বলে ?
A. বেদব্যাস
B. বাল্মীকি
C. কালিদাস
D. রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ আদিকবি বাল্মীকিকে বলে।
7. বাংলা সাহিত্যের কিশাের কবি কাকে বলা হয় ?
A. প্রমথ চক্রবর্তী
B. আহসান হাবীব
C. কাজী নজরুল ইসলাম
D. সুকান্ত ভট্টাচার্য
উঃ বাংলা সাহিত্যের কিশাের কবি সুকান্ত ভট্টাচার্যকে বলা হয়।
8. ছন্দের জাদুকর কাকে বলে ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. প্রমথ চৌধুরী
C. সত্যেন্দ্রনাথ দত্ত
D. শামসুর রহমান
উঃ ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তকে বলে।
9. কান্ত কবি কাকে বলা হয় ?
A. বিহারিলাল চক্রবর্তী
B. রজনীকান্ত সেন
C. মুকুন্দরাম চক্রবর্তী
D. মালাধর বসু
উঃ কান্ত কবি রজনীকান্ত সেনকে বলা হয়।
অন্যান্য জিকে:- 20 Geography Important GK in Bengali | ২০টি ভূগোল বিষয়ক গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন | WBP, Railway Group D
10. কথাশিল্পী কাকে বলে ?
A. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. মধুসূদন দত্ত
D. সুকান্ত ভট্টাচার্য
উঃ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে।
11. চারন কবি নামে কে পরিচিত ?
A. ইশ্বর চন্দ্র গুপ্ত
B. নজরুল ইসলাম
C. মুকুন্দ দাস
D. রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ চারন কবি নামে মুকুন্দ দাস পরিচিত।
12. পল্লীকবি নামে পরিচিত কে ?
A. মধুসুদন দত্ত
B. জসীমউদ্দীন
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. জীবনানন্দ দাশ
উঃ পল্লীকবি নামে পরিচিত হলেন জসীমউদ্দীন।
13. কবি কঙ্কন নামে কে পরিচিত ?
A. মুকুন্দরাম চক্রবর্তী
B. মালাধর বসু
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D. গােবিন্দ দাস
উঃ কবি কঙ্কন নামে মুকুন্দরাম চক্রবর্তী পরিচিত।
14. রায়গুণাকর নামে কে পরিচিত ?
A. ভারতচন্দ্র রায়
B. মুকুন্দ দাস
C. জসীমউদ্দীন
D. ঈশ্বর গুপ্ত
উঃ রায়গুণাকর নামে ভারতচন্দ্র রায় পরিচিত।
15. রুপসী বাংলার কবি কে ?
A. জীবনানন্দ দাশ
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. জসীমউদ্দীন
D. কোনােটিই নয়
উঃ রুপসী বাংলার কবি হলেন জীবনানন্দ দাশ।
16. মধুকবি নামে কে পরিচিত ?
A. জসীমউদ্দীন
B. মাইকেল মধুসূদন দত্ত
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. উৎপল দত্ত
উঃ মধুকবি নামে মাইকেল মধুসূদন দত্ত পরিচিত।
17. গুণরাজ খান নামে কে পরিচিত ?
A. ভারতচন্দ্র রায়
B. জীবনানন্দ দাশ
C. মালাধর বসু
D. কোনােটিই নয়
উঃ গুণরাজ খান নামে মালাধর বসু পরিচিত।
18. স্বভাব কবি কে ?
A. সুভাষ মুখােপাধ্যায়
B. সুকান্ত ভট্টাচার্য
C. গােবিন্দ দাস
D. কোনােটিই নয়
উঃ স্বভাব কবি হলেন গােবিন্দ দাস।
19. সাহিত্য সম্রাট কে ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উঃ সাহিত্য সম্রাট হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
20. বিশ্বকবি নামে কে পরিচিত ?
A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B. সুকান্ত ভট্টাচার্য
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উঃ বিশ্বকবি নামে রবীন্দ্রনাথ ঠাকুর পরিচিত।
[su_note note_color=”#e2e2e0″ text_color=”#0e0e0d” radius=”0″]বন্ধুরা আমাদের আজকের এই লেখা টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার অবশ্যই নিচের কমেন্ট বক্সে একটি ছোট্ট কমেন্ট করে যাবেন যাতে আপনাদের এই ছোট্ট কমেন্ট আমাদের লেখার উৎসাহটা আরো বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং আপনাদের যদি এখানে কোন প্রশ্নের উত্তর নিয়ে সংশয় থাকে এবং মনে হয় যে ভুল উত্তর দেওয়া হয়েছে আমাদের দ্বারা তো আপনারা সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে আমরা আপনাদের মনে সংশয় ভুল উত্তরটি কে সঠিক করে দেওয়ার যথাযথ চেষ্টা করব।[/su_note]