CBI কি? কিভাবে একজন সিবিআই অফিসার হওয়া যায়?

Banglasuggestion

সিবিআই কি? এবং সিবিআই এর কাজ কি? সিবিআই কিভাবে হয়? সিবিআই চাকরি করতে গেলে কি কি করতে হয়? এবং এর স্যালারি কত? এখানে চাকরি করতে গেলে কত উচ্চতার প্রয়োজন হয়? মেডিকেল টেস্ট কেমন ভাবে হয় ?কটা এক্সাম দিতে হয়? এই প্রশ্নগুলো আমাদের অনেকের মধ্যেই জাগে। এই প্রশ্নের উত্তর দূর করতে আমাদের আজকের এই আলোচনা। তো যারা সিবিআই হতে চাও তাদের জন্য আমাদের আজকের আর্টিকেলটি খুবই উপকারে আসবে।

সিবিআই (CBI) এর পুরো নাম কি (What is CBI Full Form)?

CBI এর পুরো নাম:- সিবিআই কি এটি জানার আগে আমাদের জানতে হবে সিবিআই এর পুরো নাম কি তো সিবিআর পুরো নাম হলো সেন্ট্রাল বিউরো ইনভেস্টিগেশন (Central bureau investigation)।

সিবিআই এর কাজ কি (What is the function of CBI? )?

অল ওভার ইন্ডিয়াই ক্রিমিনালদের উপরে কাজ করে থাকে এই সিবিআইরা। এই সিবিআইদের কিন্তু কোন নির্দিষ্ট পোশাক নেই। কারণ এদের যদি কোন নির্দিষ্ট পোশাক থাকতো তাহলে হয়তো আমরা খুব সহজেই বুঝে যেতাম যে ইনি সিবিআই অর্থাৎ এনারা গোপনে কাজ করে থাকে এবং এদের কাজের বিভিন্ন রকমের ভাগ রয়েছে।

কতগুলো পদ রয়েছে (How many posts are there)?

সিবিআই অনেকগুলি পদ রয়েছে যেমন –
1. Constable
2. Head Constable
3. SSI
4. Sub Inspector
5. Inspector
6. DSP
7. additional
8. SP
9. SSP
10. DIG
11. Joint director
12. Additional director
13. Speacial Director
14. Director

তো এই ১৪ টি পোস্ট এখানে রয়েছে। এতগুলি পোস্ট হওয়ার জন্য এখানে একটি সুবিধা রয়েছে যে কোন একটি পোস্টে চাকরি করায় যদি প্রমোশন হয় তাহলে উঁচু কোন পোস্টে যাওয়া যায়।

অন্যান্য চাকরির খবর→ WB Job News: বিশ্বভারতীতে নতুন শিক্ষক নিয়োগ, বেতন রয়েছে ১ লক্ষ টাকা

→ BSF Job 2022: 1312টি শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগ

সিবিআই কিভাবে জয়েন করবেন (How to join CBI)?

সাধারণত সিবিআই জয়েন চার ভাবে করা যায়। প্রথম প্রসেসের নাম হলো থ্রু ডিপার্টমেন্ট। এক্ষেত্রে কেউ যদি স্টেট পুলিশে কাজ করে এবং সেখানে যদি প্রচুর তার নাম ডাক হয় এবং সে যদি বড় বড় ক্রিমিনালদের সাথে ডিল করে থাকে এবং সেই ডিপার্টমেন্টে তার যদি প্রচুর নাম হয়ে থাকে তাহলে সে এতে জয়েন করতে পারবে।

এছাড়াও কেউ যদি ব্যাংকিং ডিপার্টমেন্ট কাজ করে থাকে অথবা কোন ইনকাম ট্যাক্স এর ডিপার্টমেন্ট এ কাজ করে থাকে এবং কাস্টম অফিসারের কাজ করে থাকে তাহলে তারাও এই সিবিআই তে জয়েন্ট করতে পারে।

এছাড়াও UPSC এক্সাম দিয়ে কয়েকদিন আইপিএস পোস্টে কাজ করার পর সিবিআই এর SP পদে পোস্ট পাওয়া যায় এবং SSC CGL এবং SSC CHSL দিয়েও সিবিআই পদে চাকরি পাওয়া যায়। এখানে একটা নোটিশ আছে যে SSC CHSL এর ক্ষেত্রে টুয়েলভ পাসের পর এখানে আবেদন করা যায় এবং এখানে কিন্তু সিবিআই এর যে সমস্ত ক্লার্ক গুলো রয়েছে সেখানে চাকরি পাওয়া যায়।

সিবিআই অফিসার হতে গেলে কত উচ্চতার প্রয়োজন হয় (How much height is required to become CBI)?

পুরুষ

Hight: 165 cm

Chest: 76 cm

Distant vision: 6/6, 6/9

Near vision: 0.6, 0.8

মহিলা

Hight: 150 cm

শিক্ষাগত যোগ্যতা

SSC CGL : Graduation

SSC CHSL : 12 th pass

Age: 18-27

এক্সাম কটা প্যার্টেনে হবে?

সিবিআই হতে গেলে কিন্তু তিনটে এক্সাম দিতে হয়। টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3। টিয়ার ওয়ান এর ক্ষেত্রে চারটি সাবজেক্ট থাকে এবং প্রতিটা সাবজেক্ট থেকে ২৫টি করে কোশ্চেন দেয় এবং প্রতিটি প্রশ্নের মান 2 করে থাকে অর্থাৎ মোট ২০০ নম্বরের এখানে পরীক্ষা হয় এবং সময় থাকে ৬০ মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিন থাকবে। এখানে যে চারটি সাবজেক্টের পরীক্ষা হবে সেই চারটি সাবজেক্ট হলো GA, ম্যাথ, ইংলিশ এবং রিজনিং।

এরপর হবে টিয়ার টু। টিয়া টু ১০০ নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ টোটাল পরীক্ষা হচ্ছে ৩০০ তে। এই ৩০০ তে পরীক্ষায় যদি কেউ ২৩০ এর উপরে পায় তাহলে সে টিআর থ্রি এর জন্য সিলেক্ট হবে। টিআর থ্রি তে টাইপিং স্পিডের উপর পরীক্ষা নেওয়া হবে। এই টাইপিং টেস্ট এর ক্ষেত্রে কিন্তু ইংরেজি অথবা হিন্দি এই দুটির মধ্যে যেটাতে সুবিধা মনে হবে সেটাতেই এখানে টাইপিং করতে পারবেন। এক্ষেত্রে ৩৫ টা ওয়ার্ড পার মিনিট টাইপিং করে দেখাতে হবে। যদি কেউ এই টাইপিংটা করে দেখাতে পারে তাহলে সেখানে সিলেকশন হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু কোন নম্বর নেই।

সিবিআই অফিসার কি কি কাজ করে থাকে (What does CBI do) ?

সিবিআই সাধারণত এন্টি কারাপশন এর উপর কাজ করে থাকে, অর্থনীতিতে যদি কোন গোলমাল হয় সেক্ষেত্রে কাজ করে থাকে, স্পেশাল ক্রাইম এর উপর কাজ করে থাকে, এবং সাইবার ক্রাইম এর উপরও কাজ করে থাকে।

মেডিকেলে কি কি হবে?

এতগুলো ধাপ পেরি আসার পর কিন্তু মেডিকেল টেস্ট হবে তো মেডিকেল টেস্ট খুব একটা বেশি কঠিন নয় যদি শরীরে বড় কোন কিছু ক্ষতি না থাকে তাহলে মেডিকেল টেস্টে কোন প্রবলেম বা অসুবিধা হবে না। অনায়াসে এটা যে কেউ পাশ করে যেতে পারবে।

মাইনে: সিবিআর ক্ষেত্রে মাইনে কিন্তু ৬৫০০০ থেকে শুরু হয়। এক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক আছে যে এখানে কিন্তু বারো মাসের নয় বরং তেরো মাসের মাইনে দেওয়া হয়। কারণ এ ক্ষেত্রে অনেক সপ্তাহের রবিবার করেও কাজ করতে হয়।

সিবিআই এর কিন্তু প্রচুর কাজের চাপ থাকেবে, নিজস্ব একটা পাওয়ার থাকবে, এবং এখানে কিন্তু প্রচুর গ্রোথ রয়েছে এবং অল ওভার ইন্ডিয়াতে যে কোন জায়গায় ট্রান্সফার করতে পরে।

Back to top button