পশ্চিমবঙ্গে বিডিও অফিসের তরফ থেকে সিভিল ডিফেন্সে নিয়োগের নতুন ফর্ম ২০২২ | West Bengal Civil Defense
West Bengal Civil Defense Recruitment:- নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বিডিও অফিসের সিভিল ডিফেন্সের ট্রেনিং নিয়ে। রাজ্যের বিডিও অফিস গুলিতে সিভিল ডিফেন্সের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং ট্রেনিং শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই চাকরির ক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাবেন। এই ট্রেনিং গুলি দেয়া হচ্ছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এমারজেন্সি ফর যেগুলি হয়ে থাকে সেখানে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে এই ট্রেনিং সার্টিফিকেট। তো সম্পূর্ণ বিনামূল্যে এই ট্রেনিং করে আপনারা কিন্তু পেতে পারেন এই ট্রেনিং সার্টিফিকেটগুলো। ট্রেনিং করার জন্য আপনাদের কিভাবে ফরম ফিলাপ করতে হবে এবং কোথায় ফর্ম ফিলাপ করতে হবে এবং কতদিনের জন্য এখানে ট্রেনিং করানো হবে সবকিছু আমরা আমাদের আজকের এই আর্টিকেলে বলে দেবো।
আমি আপনাদের জানিয়ে রাখি যে অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু এটা বলা আছে যে ট্রেনিং টি শুধু মাত্র বিডিও অফিসের আন্ডারে করানো হবে সিভিল ডিফেন্সের জন্য।
বয়স সীমা:- এখানে ট্রেনিং করতে হলে আপনাদের বয়স সীমা হচ্ছে ১৮ থেকে ৪০ বছর অর্থাৎ আপনি যদি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এখানে ট্রেনিং করতে পারবেন। এবং আপনারা এক্ষেত্রে আপনাদের বয়সের হিসাবটা করবেন ১/৭/২০২২ এই তারিখ অনুসারে।
বন্ধুরা এই অফিসিয়াল নোটিফিকেশনে এটা বলা আছে যে আপনাদের ট্রেনটি করতে হলে আপনাদের ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত হতে হবে। এবং আপনারা এক্স আর্মি অথবা রিটায়ার্ড মেডিক্যাল প্রফেশনাল এবং আপনারা যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের বয়সের চার পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের বয়সের হিসাব করবেন ১/৭/২০২২ এই হিসাব অনুসারে।
অন্যান্য বিজ্ঞপ্তি:- জুলাই মাসে প্রকাশিত সেরা চাকরির খবর – July Month New Job Updates 2022
আপনাদের এখানে এটাও বলে দিয়েছে আপনাদের যেখানে ট্রেনিং করানো হবে আপনাদের সেখানে সেই এলাকার অথবা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:- শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে শুধুমাত্র আপনারা যদি সপ্তম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনার এখানে ট্রেনিং কি করার সুযোগ পেয়ে যাবেন। আপনাদের এখানে এটাও বলে দিতে আপনাদের কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি দুই দিক থেকে আপনাদের পুরো সুস্থ থাকতে হবে। এর আগে আপনাদের যদি কোন ভলেন্টিয়ার অর্গানাইজেশন এর উপরে ট্রেনিং করে থাকেন অথবা কোন এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। সুতরাং আপনারা এখানে যদি এই ভলেন্টিয়ার অর্গানাইজেশনের এক্সপেরিয়েন্স না থেকে থাকে তাহলেও আপনারা এখানে ট্রেনিং করার সুযোগ পেয়ে যাবেন।
এই ট্রেনিং টি করার জন্য আবেদন পত্র সে আবেদন পত্র কিন্তু ইতিমধ্যে নেওয়া শুরু হয়ে গেছে। ১৭/৬/২০২২ তারিখ থেকে কিন্তু এখানে আবেদনপত্র নেওয়া শুরু হয়ে গেছে। এই আবেদন পত্রটি চলবে ৮/৭/২০২২ অর্থাৎ ৮ ই জুলাই পর্যন্ত। আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে আমি নিচে এর লিংক দিয়ে দিচ্ছি।
→ রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি পদে নিয়োগ; বেতন ১৬০০০ টাকা; অষ্টম শ্রেণী পাশ চাকরি
আপনারা চাইলে নিচের লিংকে ক্লিক করে নিচের দিকে একটু scroll করলে একটি ফর্ম দেখতে পাবেন এবং ওই ফর্মটি আপনারা পিডিএফ আকারে একটি এফ ভালো হবে বের করে হাতে-কলমে ভালোভাবে ফিলাপ করে এটা আপনাদের গিয়ে জমা দিয়েছে আপনার এখানে ট্রেনিং এর সুযোগ পেয়ে যাবেন এবং এখানে আবেদনপত্রের শেষ তারিখ ৮/৭/২০২২ দেওয়া রয়েছে এবং আপনারা এই দিনে সকাল ১১ টা থেকে চারটি পর্যন্ত এই আবেদনপত্র জমা দিতে পারবেন। এভাবে আপনাদের এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
ট্রেনিং টি কতদিনের জন্য করানো হবে:- বন্ধুরা আপনাদের এই ট্রেনিং টি ১২ দিন করানো হবে। সুতরাং আপনারা এখানে শুধুমাত্র বারো দিন ট্রেনিং করার পরেই এখানে সেই সার্টিফিকেট পেয়ে যাবেন।
আপনারা হয়তো জানেন যে বিভিন্ন সিভিল ডিফেন্স এর কাজে আসে আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের অগ্রগামী ফোর্স নেওয়া হয়েছিল যেখানে কিন্তু মাধ্যমিক পাশের পাশাপাশি আপনাদের সিভিল ডিফেন্স এর সার্টিফিকেট চাওয়া হয়েছিল এবং এই পরীক্ষায় কিন্তু কাটা ও ভীষণ কম দিয়েছিল। হয়তো আপনারা অনেকেই মাধ্যমিক পাস আছেন কিন্তু আপনাদের মাধ্যমিক পাস থাকলেও এই সিভিল ডিফেন্সের সার্টিফিকেটটি আপনাদের কাছে নেই। আপনারা কিন্তু এই সুযোগটা একদমই হাতছাড়া করবেন না। সার্টিফিকেটটা কিন্তু আপনাদের বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল ডিফেন্স লাইনে আপনাদের অগ্রাধিকার দিয়ে দেবে।
বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখি যে এই অফিসের নোটিশটি কিন্তু গভারমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঝাড়গ্রাম থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা আপনারা যদি এখানে শুধু ঝাড়গ্রামের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন।
Official Notice:- https://bit.ly/3yn4iHY
আশা করছি আপনাদের আজকের এই চাকরির আপডেটটি ভালো ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম আরো নতুন নতুন চাকরির আপডেট পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]