রাজ্যের কৃষি দপ্তরের 7 হাজার শূন্য পদে কর্মী নিয়োগ | New Job Vacancy 2022

Banglasuggestion

 

 

 

 

New Job Vacancy:- নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের 7 হাজার শূন্য পদে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ নিয়ে। আগামী ৭ জুলাই ২০২২ তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে। আপনারা কিভাবে এখানে আবেদন করবেন সম্পূর্ণ অফিসিয়ালি আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দেবো এই একটি পোস্টের মাধ্যমে।

প্রথমেই আপনারা অফিশিয়াল আপডেট এ চলে যাবেন। ওই অফিসিয়াল আপডেট এ গেলে আপনারা দেখতে পারবেন একটি হেডলাইন যেটি একটি দৈনিক সংবাদ পত্রিকা থেকে উঠে এসেছে। যেখানে লেখা রয়েছে রাজ্যের সরকারি দপ্তরে ইন্টার্ন নিয়োগ নির্দিষ্ট পোর্টাল চালু হতে পারে ৭ জুলাই।

এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে স্নাতকোত্তর যুবক-যুবতীদের ইন্টার্নশিপ করার সুযোগ দিতে নির্দিষ্ট একটি ‘পোর্টাল’ চালু হতে চলেছে। ওই পোর্টাল তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে, আগামী ৭ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন ওই পোর্টালের। ইন্টার্নশিপ করতে আগ্রহীদের এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে। প্রসঙ্গত, স্নাতকোত্তর যুবক-যুবতীদের রাজ্যের বিভিন্ন দপ্তরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার প্রস্তাবটি গত ১৯ জুন মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেয়েছে। সূত্রের খবর, স্নাতকস্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাওয়া উত্তীর্ণরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

অন্যান্য→ পশ্চিমবঙ্গে ভিডিও অফিসে মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Asha Kormi Job Recruitment 2022

→ কৃষি প্রযুক্তি সহায়ক দপ্তরে নিয়োগ; উচ্চমাধ্যমিক পাশেই সরকারি চাকরি (KPS Recruitment 2022)

টাটা স্টিল ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট ২০২২ | ১৭, ৫০০ বেতনের টাটা স্টিলের নতুন চাকরির বিজ্ঞপ্তি

গোটা বিষয়টি শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে হলেও, ইন্টার্নশিপের জন্য প্রার্থী বাছাই করবে মুখ্যসচিবের নৃেত্বতাধীন একটি বোর্ড। প্রতি বছর ছ’হাজার জনকে ইন্টার্ন হিসেবে বাছাই করা হবে। প্রতি মাসে তাঁরা ছ’হাজার টাকা সাম্মানিক পাবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইন্টার্নশিপের মেয়াদ দু’বছরের জন্য হলেও, ইচ্ছে করলে তারপরেও করা যাবে। ইন্টার্নশিপ সফল ভাবে শেষ করা প্রার্থীরা সংশ্লিষ্ট দপ্তরে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ওই সূত্রটি জানিয়েছে, ইন্টার্ন নিয়োগের ক্ষেত্রে কৃষি দপ্তর নোডাল এজেন্সি হলেও, রাজ্যের সব দপ্তরেই করা যাবে ইন্টার্নশিপ।

তা আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আপডেটটি উঠে এসেছে ৭ই জুলাই এর পত্রিকায়। আপনারা ওই পত্রিকায় গিয়ে একটু দেখে নেবেন।

এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই কিন্তু গ্রাজুয়েশন ডিগ্রী কমপ্লিট থাকতে হবে এবং সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের 60% নাম্বার থাকতে হবে। এখানে কিন্তু সরাসরি আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা যেকোনো ছেলে ও মেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন।

আপনাদের যদি আমাদের আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে আপনার সাথে সাথে তারাও এই ফর্মটি আবেদন করতে পারেন।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম আরো নতুন নতুন চাকরির আপডেট পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটিকে।[/su_note]

Back to top button