পশ্চিমবঙ্গে মৎস্য দপ্তরে কর্মচারী নিয়োগ 2022 | West Bengal job New Vacancy | West Bengal Fisheries Department Job
West Bengal Fisheries Department Job 2022 | পশ্চিমবঙ্গে মৎস্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ
সুসংবাদ! সুসংবাদ! সুসংবাদ! পশ্চিমবঙ্গের প্রত্যেক ছেলে মেয়েদের জন্য রয়েছে একটি বিরাট বড় সুখবর। এই সুখবরটি হল যে পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তরের নতুন কর্মী নিয়োগ চলছে। আমরা সবাই জানি ভারত তথা পশ্চিমবঙ্গে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো গ্র্যাজুয়েশন পাশ করে আছো কিন্তু কোন চাকরি পাচ্ছ না অথবা অনেকেই আছো যারা চাকরি সন্ধান করছ তো তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে পুরোপুরি অনলাইনে এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন।
সবার প্রথমে জানতে হবে যে অফিসিয়াল নোটিফিকেশনটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে। তো এই অফিসিয়াল নোটিফিকেশনটি সেন্ট্রাল ইনল্যান্ড ফিসারিস রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। কলকাতা অফিসের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং advertise number কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া থাকে তো আপনারা চাইলে অফিসের নোটিফিকেশনটিও দেখে আসতে পারেন। এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে ২ আগস্ট ২০২২। এডভারটাইজ নাম্বার অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে।
চাকরির আপডেট:- BSF Recruitment 2022: HS পাশে BSF এ 323 টি শূন্যপদে কর্মী নিয়োগ
কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে?
এখানে কিন্তু একটি প্রজেক্ট এর ক্ষেত্রে কর্মী রিক্রুট করানো হচ্ছে। পোস্টের নাম হলো এক্সটেনশন ট্রেনার অর্থাৎ এক্সটেনশন ট্রেনার পোস্টে কর্মী রিক্রুট করানো হচ্ছে। এখানে কিন্তু এক বছরের চুক্তিভিত্তিক পোস্টে রিক্রুট করানো হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?
এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনি যদি জুওলজিতে এমএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু প্রত্যেক মাসে ১৮০০০ টাকা করে আপনাদের সেলারি দেওয়া হবে।
বয়সসীমা এবং ইন্টারভিউয়ের তারিখ কত?
এখানে ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে কর্মী রিক্রুট করানো হচ্ছে অর্থাৎ আপনি যদি ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে ২২ শে আগস্ট ২০২২। অর্থাৎ ২২ আগস্ট ২০২২ এ সকাল সাড়ে দশটা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে। এখানে ভেনু দেওয়া রয়েছে যেটি আপনার অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখে নেবেন।
চাকরির খবর:- আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের সেরা ১৫টি চাকরির খবর । Top 15 Jobs in August 2nd Week
চাকরির খবর:- রাজ্যে মিলিটারি সার্ভিসে 6600+ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | MES JOB Update
এখানে কিভাবে আবেদন করবেন ?
আপনি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে এখানে ইন্টারভিউ এর জন্য অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্কুল ডাউন করার পর আপনারা নিচে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন। এই এপ্লিকেশন ফর্মটি আপনারা a4 পেজে বের করে হাতে করানো সুন্দর করে ফিলাপ করবেন। ফিলাপ করার পর এর সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্ট এড করতে হবে এবং এড করার পর একটি সিঙ্গেল পিডিএফ বানাতে হবে।
এই সিঙ্গেল পিডিএফ আপনারা ওই অফিসিয়াল নোটিফিকেশন একটি মেইল এড্রেস দেখতে পারবেন তো ওই মেইল এড্রেসটাই আপনাদের এই পিডিএফ টি মেল করে দিতে হবে আগামী ১৯ আগস্ট বিকেল পাঁচটার আগে। এভাবে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আপনারা ইন্টারভিউএ অংশগ্রহণ করতে পারবেন। আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্টের জেরক্স এবং আসল কপি ক্যারি করে নিয়ে যাবেন। ওই অফিসের নোটিফিকেশনে কিন্তু ভেনু দেওয়া রয়েছে তো ওই ভেনুর এড্রেসে আপনারা সকাল সাড়ে দশটার আগে চলে যাবেন।
এভাবে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া টি সম্পূর্ণ হবে এবং এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যেকোনো ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার পর কিন্তু আপনারা সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন। আপনারা যদি এখানে আবেদন করার জন্য উৎসুক হয়ে থাকেন তাহলে আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ফর্মটি ফিলাপ করে মেইল করে দিয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন।
জরুরী লিংক
Official Notice:- https://bit.ly/3p4U5vB
জরুরী তথ্য
আমরা চাকরির অফার বা চাকরির সহায়তার জন্য কোনো প্রার্থীর সাথে সরাসরি যোগাযোগ করি না। আমাদের এই পোর্টাল কখনই চাকরির জন্য কোনো প্রার্থীর থেকে টাকা চার্জ করে না। চাকরির জন্যে জাল কল বা ইমেল থেকে সতর্ক থাকুন। যেকোনো সহায়তার জন্য, অবশ্যই আমাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ।
বিএসএফ চাকরি: BSF Job 2022: 1312টি শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগ