1 লক্ষ 33 হাজার টাকা বেতন সহ প্রকাশিত হলো নতুন চাকরির খবর

webel job update

চাকরী প্রার্থীদের জন্যে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল ওয়েবেল নামক একটি অফিশিয়াল সংস্থা থেকে। সম্পূর্ণ ইমেল এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে। এখানে কিভাবে আবেদন করবেন, কোন পোস্টের জন্যে কি কি যোগ্যতা রয়েছে, শূন্য পদ কত রয়েছে, বয়স সীমা কি চাওয়া হয়েছে, বেতন কাঠামো কেমন রয়েছে ইত্যাদি সমস্ত কিছু জানতে খবরটি শেষ পর্যন্ত পড়ুন।

সবার প্রথমে বলে দেবো যে আপনারা কিভাবে এই চাকরির বিজ্ঞপ্তির নোটিশটি ডাউনলোড করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে ওয়েবেল্ টেকনোলজি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সেখান থেকেই এই চাকরির বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন।

আমাদের রাজ্যে করোনা মুহূর্তের পরে ব্যাপক ভাবে বেকারত্ব বেড়ে গেছে যার কারণে বিভিন্ন জেলায় চাকরি সন্ধানীদের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাই জন্যে যেকোনো চাকরীর খবরই তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবেল নামক একটি সরকারি সংস্থা যেখানে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের সরকারি একটি সংস্থা ওয়েবেল টেকনোলজি যেখানে এই কর্মী রিক্রুট করা হচ্ছে।

1 – পোষ্টের নাম

Data Manager (Network Ops/Project Management)

শূন্যপদ

এই পোস্টে শূন্যপদ রয়েছে 1 টি

কোয়ালিফিকেশন

ইঞ্জিনিয়ারিং গ্ৰেজুয়েট অথবা সায়েন্স গ্ৰাজুয়েট কমপ্লিট থাকতে হবে

বয়সসীমা

18 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন

এক্সপেরিয়েন্স

• এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে ১২ থেকে ১৫ বছরের প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স থাকতে হবে।
• প্রজেক্ট এডমিনিস্ট্রেটর হিসেবে টেকনোলজি সেক্টরে প্রমাণিত Experience থাকতে হবে।

বেতন কাঠামো

16 লাখ টাকা প্রতি বছরে বেতন দেওয়া হবে অর্থাৎ প্রতিমাসে 1 লক্ষেরও বেশি টাকা বেতন রয়েছে

নতুন আপডেট:- রাজ্যে মিলিটারি সার্ভিসে 6600+ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | MES JOB Update

মেয়াদ

এটি কিন্তু চুক্তভিত্তিক চাকরি। তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে চাকরি রয়েছে। পরবর্তীকালে এই কার্যকালের মেয়াদ বাড়তেও পারে।

2 – পোষ্টের নাম

Assistant Manager (Project Management)

শূন্যপদ

এখানে একটি শূন্য পদ রয়েছে।

কোয়ালিফিকেশন

ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অথবা সায়েন্স গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হবে তবেই এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

বয়স সীমার ক্ষেত্রে ১৮ বছর থেকে ৪৫ বছর বয়স প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।

পোস্ট এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন

• মিনিমাম ৮ থেকে ১০ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট এর উপরে। প্রমাণিত এক্সপেরিয়েন্স থাকতে হবে টেকনোলজি সেক্টরের প্রজেক্ট এডমিনিস্ট্রেটর এর।
• ফেস টু ফেস ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেশন এর এক্সপেরিয়েন্স থাকতে হবে।

বেতনকাঠামো

প্রতিবছর 13 লাখ টাকা অর্থাৎ প্রতি মাসে এক লক্ষেরও বেশি টাকা করে বেতন দেওয়া হবে

মেয়াদ

কার্যকালের মেয়াদ কিন্তু তিন বছরের অর্থাৎ এটিও চুক্তিভিত্তিক চাকরি। এই কার্যকালের মেয়াদ কিন্তু পরবর্তীকালে বাড়তেও পারে।

3 – পোষ্টের নাম

Assistant Manager (Fin & Acts)

শূন্যপদ

এই এসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট এর জন্য শূন্য পদ হচ্ছে 1 টি

কোয়ালিফিকেশন

কোয়ালিফিকেশন ক্ষেত্রে অবশ্যই CA/CMA with B.Com (Hons)/M.Ba (Fin) এবং M.Com কমপ্লিট থাকতে হবে।

বয়সসীমা

বয়স সীমার ক্ষেত্রে ১৮ বছর থেকে ৪৫ বছর বয়স প্রয়োজন এখানে আবেদন করতে।

এক্সপিরিয়েন্স

এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ৮ থেকে ১০ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে Finance, Accounts, Taxision ইত্যাদির ক্ষেত্রে।

বেতনকাঠামো

13 লক্ষ টাকা প্রতি বছর অর্থাৎ প্রতি মাসে 1 লক্ষ টাকারও বেশি স্যালারী দেওয়া হবে।

মেয়াদ

কার্যকালের মেয়াদ রয়েছে তিন বছর পরবর্তীকালে এই কার্যকালের মেয়াদ বাড়ানো হতে পারে

আবেদনের শেষ তারিখ

এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 20 আগস্ট 2022

জরুরী লিঙ্ক

অফিসিয়াল নোটিশ- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট – Click Here

সমস্ত ধরনের চাকরির খবরের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন বাংলা সাজেশন অফিসিয়াল সাইটে।

Back to top button