WBPSC এর তরফ থেকে প্রকাশিত হলো ৩ টি নতুন চাকরির বিজ্ঞপ্তি

যে সমস্ত চাকরি প্রার্থীরা WBPSC চাকরি করতে চান তাদের জন্য রয়েছে বিরাট সুখবর! অবশেষে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তিনটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনার এখানে কিভাবে আবেদন করবেন এবং কি কি পদ রয়েছে তা সবই নিচে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে। এখানে সম্পূর্ণভাবে স্থায়ীকর্মী নিয়োগ করা হচ্ছে।

WBPSC Job

1st Notice

কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে (how many post are recruiting):

এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুট করানো হবে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল পোষ্টের জন্য।

আবেদন প্রক্রিয়া:

এখানে আবেদন করতে হলে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।

2nd Notice

কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে (How Many Posts are Recruiting):

Deputy Director (Engineering) in River Research Institute-এ নিয়োগ করানো হচ্ছে। এবং ডিপার্টমেন্ট হলো Irrigation and Waterways Government of West Bengal।

বেতন (salary):

এখানে মাইনে দেওয়া হবে Pay Level-17 অনুযায়ী অর্থাৎ 67,300 টাকা থেকে শুরু করে 1,73,200 টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।

চাকরির খবর → রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে হসপিটালে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে- WB Hospital Recruitment 2022

শূন্য পদ (Vacancy):

এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে মাত্র একটি।

শিক্ষাগত যোগ্যতা (Qualification):

শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস ডিগ্রী পেতে হবে যে কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে। সঙ্গে অবশ্যই পাঁচ বছরের প্র্যাকটিকাল ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স থাকতে হবে। এর সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশনেও রয়েছে আপনারা অফিশিয়াল নোটিফিকেশনে বিস্তারিতভাবে দেখে নেবেন।

বয়স সীমা (Age):

এখানে বয়স সীমা হিসেবে 40 বছর পর্যন্ত চাওয়া হয়েছে। অর্থাৎ 40 বছরের মধ্যে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন।

আবেদন ফিস (Fee):

আবেদনের জন্য এখানে 210 টাকা করে লাগবে। আপনি যদি SC, ST হয়ে থাকেন আপনার কোন আবেদন কি লাগবে না শুধুমাত্র জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে আবেদন ফি লাগছে।

আবেদন পদ্ধতি:

আবেদন প্রক্রিয়া এখানে সম্পূর্ণ অনলাইনে করতে হবে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।

আবেদনের তারিখ (Date):

এখানে আবেদন স্টার্ট হয়ে যাবে আগামী 10th নভেম্বর 2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 1st ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত। আবেদনের পরে যদি আপনার কোন ভুল হয়ে থাকে তাহলে আপনি সেই ভুল সংশোধনের জন্য এডিট উইন্ডো অপশন পেয়ে যাবেন 8th নভেম্বর 2022 তারিখ থেকে 14th ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত।

3rd Notice

কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে (How Many Posts are Recruiting):

এখানে Inspector of Factories পদের নিয়োগ করানো হবে। যেখানে সার্ভিস এবং ডিপার্টমেন্ট উভয় দেওয়া রয়েছে আপনার অফিসিয়াল নোটিসে গিয়ে বিস্তারিতভাবে দেখে নেবেন।

বেতন কাঠামো (Salary):

এখানে Pay Level-17 অনুযায়ী আপনাদের বেতন দেয়া হবে অর্থাৎ 67,300 টাকা থেকে শুরু করে 1,73,200 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে।

শূন্যপদ (Vacancy):

এখানে শূন্যপদ রয়েছে 9 টি।
SC→ 01
ST→ 01
OBC-B→ 01
OBC→ 02
General→ 04

চাকরির খবর → মাধ্যমিক পাশে কয়েকশো ভ্যাকেন্সির বিরাট চাকরির সুখবর – WB Job Recruitment 2022

শিক্ষাগত যোগ্যতা (Qualification):

এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে হবে অথবা আপনি যদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ার এর উপর কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এর সঙ্গে অবশ্যই আপনাদের পাঁচ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ, প্লান্ট এবং রেপুট এর উপরে।

বয়স সীমা (Age):

সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আপনার এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে বয়সের হিসাবটা অবশ্যই 01-01-2022 এর হিসাব অনুসারে করবেন।

আবেদন ফিস (Fee):

আবেদনের জন্য এখানে 210 টাকা করে লাগবে। আপনি যদি SC, ST হয়ে থাকেন আপনার কোন আবেদন কি লাগবে না শুধুমাত্র জেনারেল এবং OBC দের ক্ষেত্রে আবেদন ফি লাগছে।

আবেদনের তারিখ (Date):

এখানে আবেদন স্টার্ট হয়ে যাবে আগামী 10th নভেম্বর 2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 1st ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত। আবেদনের পরে যদি আপনার কোন ভুল হয়ে থাকে তাহলে আপনি সেই ভুল সংশোধনের জন্য এডিট উইন্ডো অপশন পেয়ে যাবেন 8th নভেম্বর 2022 তারিখ থেকে 14th ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত।

এই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং তারপরে ওখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন গুলি পিডিএফ আকার থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন।

Official website:- Link Here

Official notification:- Link Here

Back to top button