WBCS কী এবং WBCS সমন্ধে বিস্তারিত তথ্য

ডব্লিউবিসিএস কি এবং কিভাবে একজন ডব্লিউবিসিএস অফিসার হওয়া যায়

What is WBCS in bengali

উচ্চমাধ্যমিকের পর সবাই চাই ভালো চাকরি করবে তারপর নিজের পরিবারের পাশে দাঁড়াবে। মা বাবাকে সাপোর্ট করবে নিজের খরচ নিজেই চালাবে। তাই জন্যেই কলেজে ভর্তির সাথে সাথে তারা নানান রকমের কোচিং সেন্টারে ভর্তি হয়। কিন্তু এরই মধ্যে এমন অনেকেই রয়েছে যারা হয়তো এটাই জানেনা যে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে হাইর‍্যাঙ্ক এর চাকরি সবথেকে উচুঁ পোষ্টের চাকরি কোনগুলো আর সেখানে আবেদন জানতে গেলে কি কি পদ্ধতি রয়েছে কোন কোন ফর্ম ফিল আপ করতে হয় ইত্যাদি ইত্যাদি।

এরকম একটি পোস্ট হচ্ছে WBCS । তোমরা অনেকেই হয়তো এই WBCS পোষ্টের ব্যাপারে শুনেছো। কিন্তু তোমরা কি জানো এই ডব্লিউবিসিএস কি এবং কি কি যোগ্যতা লাগে এই WBCS তে এপ্লাই করার জন্য। WBCS এ আবেদন করতে হলে কি করতে হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কি কি পোস্ট রয়েছে এর আন্ডারে ইত্যাদি সমস্ত কিছু তথ্য। যদি এর বিষয়ে না জেনে থাকো অথবা অল্প কিছুটা জেনে থাকো তাহলে আজকের তথ্যটি অবশ্যই তোমাদের জন্যে। কেননা আজকে এই পোস্টে আমি এই WBCS এর বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

তো অবশ্যই বলবো যদি তোমাদের এই WBCS সম্মন্ধে কোনো প্রকারের সংশয় থেকে থাকে তাহলে আজকে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়বে। যদি তোমরা আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পরো তাহলে বলবো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এর জন্যে ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের কোয়ারী ডব্লিউবিসিএস কি।

WBCS কী?

পশ্চিমবঙ্গের মধ্যে যদি হাইর‍্যাঙ্কের কোনো জব করতে হয় তাহলে তোমাকে WBCS এর ফর্ম ফিল আপ করতে হবে। WBCS এর পুরো নাম হলো West Bengal Civil Service । এই WBCS এর যে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলি কন্ডাক্ট করে PSC অর্থাৎ Public Service Commission । এই পাবলিক সার্ভিস কমিশন WBCS এর যে যে জবগুলি রয়েছে সেগুলি কন্ডাক্ট করে।

প্রত্যেক বছর জানুয়ারি মাসে এই WBCS এর পরীক্ষা হয়ে থাকে। এরকম চাকরির জন্যে কিন্তু তোমরা ভালোভাবেই প্রিপারেশন নিতে পারবে যেগুলির নোটিফিকেশন প্রত্যেক বছর বের হয়।

Must Read:- Best Book for WBCS in Bengali & English | WBCS Booklist in Bengali | WBCS এর সেরা বইয়ের লিস্ট

WBCS এর জন্যে কি কি যোগ্যতা লাগে?

তোমাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করার পরে গ্র্যাজুয়েশনের ডিগ্রি নিতে হবে। সেটা যে কোন স্ট্রিম নিয়েই হোক না কেন। এখানে যেমন কোনরকম সাবজেক্টের ভেরি এখানেই এরকমই কোনরকম পার্সেন্টেজেরও কিন্তু ভেরিয়েশন নেই। যদি তুমি গ্রেজুয়েশন পাস করে যাও তাহলে কিন্তু তুমি এই ডব্লিউবিসিএস এর জন্য এপ্লাই করতে পারবে।

WBCS এ কয়টি গ্রুপ রয়েছে?

ডব্লিউবিসিএস এ কিন্তু চারটি গ্রুপ রয়েছে। যেগুলো হলো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি।

বয়সসীমা কত প্রয়োজন?

Group-A

এই গ্রুপের জন্যে তোমার বয়স হতে হবে 21 থেকে 36 এর মধ্যে। আর যারা ওবিসি তাদের জন্য 3 বছরের ছাড় আর এসসি,এসটিদের জন্যে 5 বছরের ছাড় রয়েছে। এছাড়াও যারা PWD রয়েছে তাদের জন্যে কিন্তু 10 বছরের ছাড় দেখতে পাওয়া যায়।

Group-B

সবার আগে জানিয়ে দিতে চাই যে PWD দের জন্যে কিন্তু এই গ্রুপ বি নয়। তবুও তোমরা নোটিশ বেরোলে একবার চেক করে দেখতে পারো। এই গ্রুপের জন্যে বয়সসীমা থাকতে হবে 20 থেকে 36 এর মধ্যে। এখানেও কিন্তু কাস্ট অনুযায়ী সে ছাড় টা কিন্তু রয়েছে।

Group-C

এই গ্রুপের বয়সসীমা এবং গ্রুপ এ- এর ক্ষেত্রে যে বয়সসীমা দুটোই কিন্তু এক। অর্থাৎ 21 বছর বয়স থেকে 36 বছর বয়স অবধি। কাস্ট অনুযায়ী যে ছাড় সেটা কিন্তু রয়েছে।

Group-D

বয়সসীমা কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে একটু আলাদা রয়েছে। 21 বছর বয়স থেকে 39 বছর বয়স অবধি তুমি পরীক্ষায় বসতে পারবে। তাছাড়া কাস্ট অনুযায়ী যে ছাড় রয়েছে সেটা কিন্তু এখানেও থাকবে।

পরীক্ষার ধাপ

WBCS এর যে পরীক্ষা হয় সেটি কন্ডাক্ট করে PSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন। এই WBCS তিনটি ধাপে হয়। প্রথমে হয় প্রেলিমিনারী টেস্ট, তারপরে হয় মেনস পরীক্ষা, তারপরে হয় ভাইভা। এই পরীক্ষা হয় প্রত্যেক বছর জানুয়ারিতে।

প্রেলিমিনারী টেস্ট

এখানে তোমাদের 200 নম্বরের পরীক্ষা হয়। সম্পূর্ণটাই কিন্তু Multiple-Choice অর্থাৎ MCQ প্রশ্ন থাকে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এই পরীক্ষার জন্যে সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। এবং এই প্রিলিমিনারি টেস্ট আমাদের সাবজেক্ট থাকে আটটা। প্রত্যেকটি সাবজেক্ট থেকে কিন্তু 25 করে নম্বর ধার্য করা হয়।

সেগুলি হলো ইংলিশ, জেনারেল সাইন্স, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং এরপর জিআই বা রিজনিং।

মেনস পরীক্ষা

প্রিলি এক্সাম পাস করার পরেই কিন্তু তোমরা মেনস পরীক্ষায় বসতে পারবে। এই Mains Exam কিন্তু একটু আলাদা হয়। Group-A এবং Group-B এর মোট পরীক্ষা হয় 1800 তে (ইন্টারভিউ নিয়ে) । Group-C এর জন্যে হয় 1350 এবং Group-D এর জন্যে হয় 1300 তে পরীক্ষা হয়।

গ্রুপ এ এবং গ্রুপ বি -এর জন্য অপশনাল সাবজেক্ট থাকে যার মধ্যে থেকে বেছে নিতে হয় যেকোনো একটি সাবজেক্ট। এই পরীক্ষার জন্য এখানে তোমাদের সময় দেওয়া হয় তিন ঘন্টা। 300 তে পরীক্ষা হয় দুটো পেপারের।

এখানে বুঝিয়ে দিই, Group-A এবং Group-B এর জন্য কম্পালসারি অপশনাল সাবজেক্ট থাকবে এবং সেগুলি ছাড়াও কিন্তু 6 টি পেপার আলাদা থাকবে। যেগুলি Group-C এবং Group-D এর ক্ষেত্রেও থাকবে। অর্থাৎ এখানে Group-C এবং Group-D এর ক্ষেত্রে শুধুমাত্র ছটি পেপার থাকবে কোন রকম কম্পালসারি অপশনাল সাবজেক্ট থাকবে না।

6টি পেপার সমন্ধে এবার জেনে নেব। প্রথম পেপার হল বাংলা যেখানে Described টাইপের উত্তর লিখতে হয় এবং 200 নম্বরের পেপার থাকে। ইংরেজির ক্ষেত্রেও তাই, 200 নম্বরের পরীক্ষা হয় যেগুলো বর্ননামূলক। এরপরে পেপার 3 এর মধ্যে অর্থাৎ জেনারেল সাইন্স এর মধ্যে 2টি বিষয় থাকে ইতিহাস (History) এবং ভূগোল (Geography)। এরমধ্যে কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের জিওগ্রাফি সমন্ধেও কিন্তু ভালোভাবে পড়তে হবে।

এরপরে জেনারেল সায়েন্স এর মধ্যে থাকে ENVS, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে। পেপার 5 এ থাকে ইকোনমি এবং পলিটিক্স। অর্থাৎ অর্থনীতি এবং রাজনীতি। এরপর পেপার 6 এ থাকে রীজনিং এবং অ্যারিথমেটিক। অর্থাৎ 6 নম্বর পেপারে কিন্তু রিজনিং এর সাথে সাথে পাটিগণিত থেকেও প্রশ্ন থাকছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:- 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় – Top 5 Banking Jobs

কোন কোন গ্রুপে কোন কোন পোস্ট রয়েছে?

Group-A

i) West Bengal Civil Service Excutive
ii) Assistant Commissioner of Revenue Service
iii) West Bengal Co-operative Service
iv) West Bengal Labour Service
v) West Bengal Food & Supplies Service
vi) West Bengal Employment Service

Group-B

i) West Bengal Police Service (DSP, SAP)

Group-C

i) West Bengal Correctional Home Service
ii) Joint Block Development Officer
iii) Deputy Assistant Director of Consumer
iv) West Bengal Junior Social Welfare Service
v) Assistant Canal Revenue Officer
vi) West Bengal Subordinate Land Revenue Service
vi) Assistant Commercial Tax Officer
vi) Chief Controller of Correctional Service

Group-D

i) Inspector of Cooperative Societies
ii) Panchayat Development Officer
iii) Rehabilitation Officer

আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ যে এই চারটি গ্রুপের মধ্যে কি কি Rank রয়েছে অর্থাৎ কোন কোন পোষ্টের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো।

বেতন কাঠামো কেমন রয়েছে?

ডব্লিউ বি সি এস সি মানে হল পশ্চিমবঙ্গের হাই Rank এর জব। তাই এক্ষেত্রে আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে ডব্লিউবিসিএস করতে গেলে তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন পাস লাগবে সেটা যে কোন স্ট্রিম নিয়েই হোক না কেন। আমি উপরে তোমাদের যে চারটি গ্রুপ ও তার মধ্যে থাকা পোস্টগুলি নিয়ে আলোচনা করলাম সেই পোস্টগুলি র এক এক করে তো বেতন আলোচনা করা যায় না, তাই আমি তোমাদের মোটামুটি একটা এভারেজ বেতন বলতে পারি।

জেনে নিন:- উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন

যদি তুমি ডাব্লুবিসিএস এর কোন র‍্যাঙ্কে জব পেয়ে যাও অর্থাৎ প্রিলিমিনারি, মেন্স এবং ভাইবা কমপ্লিট করার পরে যখন তুমি ডব্লিউবিসিএস অফিসার হবে তখন তোমার স্যালারি অবশ্যই 45 হাজারের উপরে হবে অর্থাৎ মিনিমাম 45 হাজার থেকে শুরু।

[su_note note_color=”#e2e2e0″ text_color=”#0e0e0d” radius=”0″]তো আশা করছি আজকের এই তথ্যটি তোমার সাহায্য করবে ডাব্লুবিসিএস এর সম্বন্ধে বিস্তারিত জানতে। আজকে আমি তোমাদের এই পোস্ট এর সাহায্যে ডব্লিউবিসিএস সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানানোর চেষ্টা করেছি। যদি তোমাদের এছাড়াও কোনো রকমের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবে।[/su_note]

Back to top button