পশ্চিমবঙ্গের জলদপ্তর থেকে প্রকাশিত হল নতুন চাকরির বিজ্ঞপ্তি | বেতন ২৫০০০ টাকা, একাধিক শূন্যপদ (WB Water Supply Department Vacancy 2022)

পশ্চিমবঙ্গে সেচ ও জল সরবরাহ দপ্তরে শতাধিক কর্মচারী নিয়োগ 2022 | WB Water Supply Department Vacancy 2022

Bangla Suggestion

WB Water Supply Department Vacancy 2022:-  আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের জলদপ্তর থেকে প্রকাশিত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যেকোনো ছেলে ও মেয়ে এখানে আবেদন জানাতে পারবেন। এই পশ্চিমবঙ্গের জল সেচ দফতরে একাধিক পদে কর্মী করা হচ্ছে রিত্রুট করা হচ্ছে।

যদি তোমাদের মধ্যে কেউ এই চাকরির জন্যে ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে কিন্তু তোমার অবশ্যই এই পোস্টটিকে সম্পূর্ণ পড়তে হবে। আমি আপনাদের জানিয়ে দেব যে এখানে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত কি যোগ্যতা লাগবে, শূন্যপদ কত রয়েছে ইত্যাদি সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই একটি পোষ্টের মাধ্যমে।

এই ধরনের বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং চাকরির শূন্যপদের ব্যাপারে সবার আগে আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের বাংলা সাজেশন এর নোটিফিকেশন টিকে Allow করে নেবেন।

এই নোটিফিকেশনটি আগামীকালই কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু জল দপ্তরে রিক্রুট করা হচ্ছে এবং এখানে পশ্চিমবঙ্গের জল দপ্তরের একটি নতুন প্রজেক্টের জন্যে এই কর্মী নেওয়া হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যে যে পোষ্টের জন্যে আলাদা আলাদা ভাক্যান্সি রয়েছে।

অন্যান্য বিজ্ঞপ্তি:- পশ্চিমবঙ্গে ১১ হাজার টাকার বেতনের রূপশ্রী প্রকল্প দেখাশোনা করার জন্য নতুন কর্মী নিয়োগ। New Vacancy of WB BDO

• রাজ্যে SSC এর দ্বারা প্রচুর কর্মী নিয়োগ শুরু হল | বেতন ৪০০০০ | SSC Recruitment 2022

আপনারা নিচের ছকটিতে দেখতেই পাচ্ছেন এখানে 3টি পোস্ট রয়েছে যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই এক্সপেরিয়েন্স থাকা আবশ্যক তবেই কিন্তু তোমরা এখানে আবেদন জানতে পারবে। তোমাদের বলে রাখি নিচের যেকোনো পোস্টে আবেদন জানাতে গেলে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 65 বছরের মধ্যে থাকতে হবে। বাকি ডিটেলস আপনারা ছকটি ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন।

Bangla Suggestion

শুধুমাত্র উপরে দেওয়া পোস্টগুলিতে নয় এছাড়াও কিন্তু আরো বিভিন্ন পোস্ট এর জন্য শূন্য পদ বেরিয়েছে যেখানে বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের সমস্ত ডিটেলস কিন্তু তোমরা নিজের ছকটি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে।

অন্যান্য বিজ্ঞপ্তি:- জুলাই মাসে প্রকাশিত সেরা চাকরির খবর | July Month New Job Updates 2022

Bangla Suggestion

এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যেকোনো ছেলে ও মেয়ে আবেদন জানাতে পারবে। এবং তোমাদেরকে বলে রাখি যে উপরে দেওয়া সমস্ত পোস্টে এপ্লাই করতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই এক্সপেরিয়েন্স থাকা আবশ্যক না হলে কিন্তু তোমরা সেখানে আবেদন জানাতে পারবে না। এবং তোমাদের বয়স সীমা থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতাও কিন্তু প্রয়োজন।

নতুন আপডেট:- হাইকোর্টে গ্রুপ সি, ডি পদে কর্মী নিয়োগ | বেতন ১৪৭০০ টাকা | ছেলে ও মেয়ে উভয়েই আবেদনযোগ্য

যদি তোমাদের এই সমস্ত রিকোয়ারমেন্ট পূরণ হয়ে থাকে এবং তোমরা এই জলসেচ দপ্তরে চাকরি করতে আগ্রহী হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু নিচে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মটি ভালো করে লক্ষ্য করবে। অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই পোস্টের নিচে দিয়ে দেওয়া হবে। সেটা ডাউনলোড করে অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবে।

অন্যান্য বিজ্ঞপ্তি:- উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন

উপরে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্ম এর ছবিটি ভালো করে লক্ষ্য কর। এই অ্যাপ্লিকেশন কমপ্লিট কিন্তু তোমাদের ফিলাপ করে আবেদন জানাতে হবে।

নিচে দেওয়া অফিসার নোটিফিকেশনটি ডাউনলোড করার পরে সেই অফিসার নোটিফিকেশনটির মধ্যেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। যেটিকে অবশ্যই তোমরা a4 পেজে প্রিন্ট আউট করে তবেই কিন্তু ফিল আপ করে নেবেন।

এই অ্যাপ্লিকেশন ফর্ম থেকে ফিলাপ করার পরে অবশ্যই তোমাদের এটি স্পীডপোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে। নিচে দেওয়া এড্রেসটি ভালো করে ফলো করুন সেই এড্রেসটিতেই কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলাপ করে সেন্ড করতে হবে।

এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে Office of The Project Manager, WCDC, Paschim Bardhaman & Deputy Director of Agriculture থেকে। এই নোটিশে কিন্তু এরকম কিছুই দেওয়া নেই যে শুধু মাত্র পশ্চিম বর্ধমানের স্থায়ী বাসিন্দারাই এখানে আবেদন জানাতে পারবে। সুতরাং পশ্চিমবঙ্গে অবস্থিত সকল ছেলে ও মেয়ে যাদের উপরে দেওয়া ক্রাইটেরিয়ার সাথে নিজেদের যোগ্যতা পুরোপুরি মিলে গেছে তারা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে।

অন্যান্য বিজ্ঞপ্তি:- 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় | Top 5 Banking Jobs

তোমাদেরকে আগেই বলে দিয়েছে এই রিক্রুটমেন্ট কিন্তু পুরোপুরি কন্ট্রাকচুয়াল। অর্থাৎ তোমাদের নিয়োগ করা হবে পুরোপুরি কন্ট্রাকচুয়াল ভাবে। এখানে তোমাদের বেতন কিন্তু খুবই ভালো রয়েছে এবং তোমাদের কাজও কিন্তু সেরকম কোনো ভারী কাজ নেই।

তো তোমরা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অফিসের নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে তারপরে কিন্তু এখানে আবেদন জানাবে এবং অবশ্যই কিন্তু তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে এপ্লিকেশন ফর্মটি ফিলাপ করে পাঠিয়ে দিতে হবে তবে কিন্তু তোমাদের আবেদন সম্পন্ন হবে।

Official Notice:- https://bit.ly/3aN3Drq

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এই ধরনের বিভিন্ন চাকরির খবর, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, সরকারি প্রকল্প ইত্যাদি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লক থেকে ফলো করুন এবং আমাদের নোটিফিকেশনটি এলাও করে নেবেন।[/su_note]

Back to top button