প্রাইমারি টেট ২০২২ এর পরিবেশ বিদ্যার 20 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
WB Primary TET 2022 | Sub:- Environment
যে সমস্ত প্রার্থীরা প্রাইমারি টেট দিতে দিতে চায় তাদের সুবিধার্থে আমরা প্রাইমারির টেট পরিবেশ বিদ্যার একটি সেট নিয়ে এসেছি। যেখানে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং আপনাদের সুবিধার্থে প্রশ্নগুলির উত্তর নিচে দেওয়া রয়েছে। তো আমরা আশাবাদী যা আপনাদের আমাদের আজকের এই পরিবেশ বিদ্যা নিয়ে আলোচনা ভালো লাগবে।
1. যানবাহনের দ্বারা বায়ুদূষণে যে গ্যাস বেরোয় না সেটা হল—
A) CFC
B) কার্বন মনোক্সাইড
C) সালফার ডাইঅক্সাইড
D) হাইড্রোকার্বন
উ: CFC
2. মানসিক সুস্থতা বজায় রাখতে হলে প্রয়োজন –
A) পরিবেশ দূষণ মুক্ত পরিবেশ
B) স্বাস্থ্যসম্মত পরিবেশ
C) সামাজিক দূষণমুক্ত পরিবেশ
D) সবগুলি
উ: সবগুলি।
3. পরিবেশ বেশি দূষিত হয় –
A) গ্রামাঞ্চলে
B) শহর অঞ্চলে
C) আধা শহর অঞ্চলে
D) কারখানাযুক্ত শহরে
উ: কারখানাযুক্ত শহরে।
4. গ্রামাঞ্চলের পরিবেশ দূষণের কারণ নয় –
A) নোংরা আবর্জনা
B) সচেতনতার অভাব
C) রিকশার সংখ্যা বৃদ্ধি
D) মোটরগাড়ি
উ: মোটরগাড়ি।
5. বড়ো শহরে পরিবেশদূষণের অন্যতম কারণ—
A) জনসংখ্যার হার বৃদ্ধি
B) যানজট
C) আবর্জনা
D) সবগুলি
উ: সবগুলি।
6. দূষণমুক্ত শক্তি হল –
A) বায়ু শক্তি
B) সৌরশক্তি
C) A & B উভয়ই
D) কোনোটিই নয়
উ: A & B উভয়ই।
7. Environment (Protection) Act কত সালে প্রবর্তিত হয়?
A) 1986 সালে
B) 1880 সালে
@ C) 1947 সালে
D) 1971 সালে
উ: 1986 সালে।
8. জলাশয়ে ব্যাকটেরিয়া বেশি হলে—
A) BOD হ্রাস পায়
B) COD হ্রাস পায়
C) BOD বৃদ্ধি পায়
D) COD বৃদ্ধি পায়
উ: BOD বৃদ্ধি পায়।
9. নিম্নলিখিত কোটি গ্রিনহাউস গ্যাস নয় ?
A) N₂0
B) 03
C) CFC
D) SO2
উ: SO2
10. পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে বলে –
(A) ফনা
B) ফ্লোরা
C) বায়োম
D) ইকোক্লাইন
উ: ফনা।
11. পরিবেশবিদ্যার শিক্ষক/শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া উপচিতি/বিপাকের উদাহরণ হিসেবে দেবেন?
A) শ্বসন
B) পুষ্টি
C) সালোকসংশ্লেষ
D) C & B উভয়
উ: C & B উভয়
12. আতশবাজিতে অ্যান্টিমনি সালফাইড ব্যবহার করলে কী হয় ?
A) ধোঁয়া হয়
B) সশব্দে বাজি ফাটে
C) সাদা উজ্জ্বল আলো হয়
D) সবুজ রং তৈরি হয়
উ: ধোঁয়া হয়।
13. শব্দদূষণ প্রতিরোধে কোন্ যন্ত্র ব্যবহার করা যেতে পারে ?
A) স্থিরতড়িৎ অধঃক্ষেপক
B) স্ক্র্যাবার
C) ইয়ার প্লাগ
D) অনুঘটকীয় কনভার্টার
উ: ইয়ার প্লাগ।
14. এক ডেসিবেল কত বেল-এর সমান?
A) 1 bel
B) 0.1 bel
c) 0.01 bel
D) 10 bel
উ: 0.1 bel।
15. পরিবেশবিদ্যা সংক্রান্ত বিষয়ের উপর পাঠ উপস্থাপনে শিক্ষক –
A) পাঠ উপস্থাপনের পূর্বে পাঠ পদ্ধতি নির্দিষ্ট করবেন
B) শ্রেণিকক্ষের পরিস্থিতি অনুযায়ী পাঠ পদ্ধতি স্থির করবেন
C) শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পরে পদ্ধতি স্থির করবেন
D) একাধিক পদ্ধতির সংমিশ্রণে পাঠ উপস্থাপন করবেন
উ: একাধিক পদ্ধতির সংমিশ্রণে পাঠ উপস্থাপন করবেন ।
16. জীবনবিজ্ঞানের কোন একক অধিক পরিমাণে পরিবেশবিদ্যার সঙ্গে সম্পর্কিত ?
A) খাদ্য ও পুষ্টি
B) প্রাণী সম্বন্ধীয় আলোচনা
C) উদ্ভিদ সংক্রান্ত আলোচনা
D) সবগুলি
উ: সবগুলি।
17. কোনটি পরিবেশ সংক্রান্ত আলোচনা নয় ?
A) অম্লবৃষ্টি
B) গ্রিনহাউস প্রভাব
C) ওজোন গহ্বর
D) ওজোন প্রস্তুতি
উ: ওজোন প্রস্তুতি ।
18. স্বল্পমূর্ত শিক্ষা প্রদীপনের উদাহরণ হল –
A) চিত্র
B) কম্পিউটার
C) নমুনাবস্তু
D) কোনোটিই নয়
উ: চিত্র।
19. শিক্ষার উপকরণ –
A) বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে করে
B) শ্রেণিকক্ষে বাস্তব পরিবেশ সৃষ্টি করে
C) একঘেয়েমি সৃষ্টি করে
D) শিক্ষা প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে
উ: শ্রেণিকক্ষে বাস্তব পরিবেশ সৃষ্টি করে।
20. তৃণভোজী, মাংসাশী ও সর্বভুক খাদকের ভিত্তি কী ?
A) খাদ্যভাস অনুযায়ী
B) খাদ্য-খাদক সম্পর্ক অনুযায়ী
C) পিরামিড অনুযায়ী
D) খাদকের আকার-আয়তন অনুযায়ী
উ: খাদ্যভাস অনুযায়ী।
এই ছিল আমাদের আজকের সেট। আমরা আশাবাদী যে আপনাদের আমাদের আজকের এই পরিবেশ বিদ্যার প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর ভালো লেগেছে।