প্রাইমারি টেট ২০২২ এর পরিবেশ বিদ্যার (ভারত পরিচিতি, পশ্চিমবঙ্গ পরিচিতি) সেট – 28
WB Primary TET 2022 | Environment SET – 28
যে সমস্ত প্রার্থীরা প্রাইমারি টেট দিতে চায় তাদের সুবিধার্থে আমরা প্রাইমারির টেট পরিবেশ বিদ্যা ( ভারত পরিচিতি , পশ্চিমবঙ্গ পরিচিতি) সেট-28 নিয়ে এসেছি। যেখানে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং আপনাদের সুবিধার্থে প্রশ্নগুলির উত্তর নিচে দেওয়া রয়েছে। তো আমরা আশাবাদী যা আপনাদের আমাদের আজকের এই পরিবেশ বিদ্যা নিয়ে আলোচনা ভালো লাগবে।
1. আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম ?
A) দ্বিতীয়
B) পঞ্চম
C) সপ্তম
D) অষ্টম
উ: সপ্তম।
2. জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে
কততম ?
A) দ্বিতীয়
B) পঞ্চম
C) সপ্তম
D) অষ্টম
উ: দ্বিতীয়।
3. ভারতের পূর্বতম বিন্দুর নাম কি ?
A) কন্যাকুমারী
B) কিবুথু
C) ইন্দিরা কল
D) গুহার মতি
উ: কিবুথু।
4. ভারতের সর্ববৃহৎ রাজ্যের নাম কি ?
A) উত্তরপ্রদেশ
B) রাজস্থান
C) মহারাষ্ট্র
D) গুজরাট
উ: রাজস্থান।
5. ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক ?
A) রাজস্থান
B) উত্তরপ্রদেশ
C) মহারাষ্ট্র
D) পশ্চিমবঙ্গ
উ: উত্তরপ্রদেশ।
6. বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?
A) জম্বু-কাশ্মীর
B) লাদাখ
C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
D) দিল্লি
উ: লাদাখ।
7. ভারতের আপেল রাজ্য নামে পরিচিত কোনটি ?
A) নাগপুর
B) উত্তরাখণ্ড
C) হিমাচলপ্রদেশ
D) জম্মু-কাশ্মীর
উ: হিমাচলপ্রদেশ।
4. “Land of Gods” নামে পরিচিত কোন রাজ্যটি?
A) হরিয়ানা
B) উত্তরাখণ্ড
C) হিমাচলপ্রদেশ
D) জম্মু-কাশ্মীর
উ: উত্তরাখণ্ড।
9. “Scotland of East” নামে পরিচিত কোন রাজ্যটি ?
(A) মেঘালয়
B) আসাম
C) মনিপুর
D) ত্রিপুরা
উ: মেঘালয়।
10. “Jewel State of India” নামে পরিচিত কোন রাজ্যটি ?
A) মেঘালয়
B) আসাম
C) মনিপুর
D) ত্রিপুরা
উ: মনিপুর।
11. “Heart of India” নামে পরিচিত কোন রাজ্যটি ?
A) মধ্যপ্রদেশ
B) দিল্লি
C) মহারাষ্ট্র
D) অন্ধ্রপ্রদেশ
উ: মধ্যপ্রদেশ।
অন্যান্য → প্রাইমারি টেট গণিত পেডাগগী সাজেশন | Primary TET Exam 2022 | Math Pedagogy Suggestion | SET – 17
→ প্রাইমারি টেট পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ন সাইন্টিফিক টিপস ! না পড়লে মিস করে যাবেন !
12. ভারতের নবীনতম রাজ্য নিম্নের কোনটি ?
A) তেলেঙ্গানা
B) ঝাড়খন্ড
C) ছত্রিশগড়
D) পাঞ্জাব
উ: তেলেঙ্গানা।
13. পশ্চিমবঙ্গের অবস্থান –
A) ৮৫ ° ৪০ ´ পূর্ব ৮৯ ৫০
B) ৮৫ ° পূর্ব- ৮৯ ০ পূর্ব
C) ৮৫ ° ৩০ ‘ পূর্ব -৯০ ° পূর্ব
D) ৮৫ ° ৫০ ‘ পূর্ব- ৮৯ ° ৫০ ‘ পূর্ব
উ: ৮৫ ° ৫০ ‘ পূর্ব- ৮৯ ° ৫০ ‘ পূর্ব।
14. জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারত মধ্যে কততম ?
A) 1st
B) 2nd
C) 3rd
D) 4th
উ: 4th.
15. পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত ?
A) 623 km
B) 320 km
C) 523 km
D) 565 km
উ: 623 km.
16. ভারতের জনসংখ্যা হিসাবে কত শতাংশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা ?
A) ৭.৫৫ শতাংশ
B) ৬.২৪ শতাংশ
C) ৮.২৪ শতাংশ
D) ৯.১২ শতাংশ
উ: ৭.৫৫ শতাংশ।
17. পশ্চিমবঙ্গে কতগুলি প্রশাসনিক বিভাগ আছে ?
A) 4 টি
B) 5 টি
C) 6 টি
D) 3 টি
উ: 5 টি।
18. পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অংশ কোন জেলা ?
A) দক্ষিণ দিনাজপুর
B) উত্তর দিনাজপুর
C) বর্ধমান
D) হুগলী
উ: উত্তর দিনাজপুর।
19. পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ ?
A) 7.55
B) 2.69
C) 9.55
D) 13.93
উ: 2.69।
20. পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলার নাম কি?
A) উত্তর 24 পরগনা
B) দক্ষিণ 24 পরগনা
C) হাওড়া
D) উত্তর দিনাজপুর
উ: দক্ষিণ 24 পরগনা।
অন্যান্য →প্রাইমারি টেট ২০২২ এর পরিবেশ বিদ্যার 20 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
→ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডার অনুযায়ী ২০১৪ সালের বহু প্রার্থীদের নিয়োগের সুপারিশ দিল বোর্ড!