প্রাইমারি টেট ২০২২ এর পরিবেশ বিজ্ঞান 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
Primary TET Environment Question :
যে সমস্ত প্রার্থীরা প্রাইমারি টেট দিতে দিতে চায় তাদের সুবিধার্থে আমরা প্রাইমারির টেট পরিবেশ বিজ্ঞানের একটি সেট নিয়ে এসেছি। যেখানে গুরুত্বপূর্ণ 25 টি প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং আপনাদের সুবিধার্থে প্রশ্নগুলির উত্তর নিচে দেওয়া রয়েছে। তো আমরা আশাবাদী যা আপনাদের আমাদের আজকের এই পরিবেশ বিজ্ঞান নিয়ে আলোচনা ভালো লাগবে।
1. রয়াল বেঙ্গল টাইগার পাওয়া যায় –
A) ন্যাশনাল করবেট পার্কে
B) গির অরণ্যে
C) সুন্দরবনে
D) উপরের সর্বত্র
উ: সুন্দরবনে।
2. প্রকরণ বা ভেদ – এর মুখ্য কারণ হল –
A) মিউটেশন
B) যৌন জনন
C) জেনেটিক ড্রিফট
D) পরিযান
উ: মিউটেশন।
3. ফিতাকৃমি কোন ধরনের প্রাণী ?
A) আংশিক পরজীবী
B) বহিঃ পরজীবী
C) মৃতজীবী
D) অন্তঃ পরজীবী
উ: অন্তঃ পরজীবী।
4. “Genetics and Origin of Species ” বইটির লেখক কে ?
A) ডারউইন
B) ডবজহেনস্কি
C) ল্যামাক
D) লুকার
উ: ডবজহেনস্কি।
5. কোন্ মহাদেশে আধুনিক মানুষের আবির্ভাব
ঘটেছিল ?
A) ইউরোপ
B) এশিয়া
C) দক্ষিণ আমেরিকা
(D) আফ্রিকা
উ: আফ্রিকা।
6. অ্যামিবার গমন অঙ্গ কী ?
A) সিলিয়া
B) ফ্লাজেলা
C) সিউডোপোডিয়া
D) সিটা
উ: সিউডোপোডিয়া।
7. CPU – full form
A) Control programme unit
B) Central programme unit
C) Control processing usage
D) Central processing unit
উ: Central processing unit.
8. ‘এলনিনো’ একটি প্রাকৃতিক সামুদ্রিক বিপর্যয় যা দেখা যায় –
A) প্রশান্ত মহাসাগরে
B) আরব সাগরে
C) আটলান্টিক মহাসাগরে
D) ভারত মহাসাগরে
উ: প্রশান্ত মহাসাগরে।
9. মিনামাটা রোগের জন্য কোন্ মৌল দায়ী ?
A) Hg
B) Ca
C) Pb
D) He
উ: Hg.
10. কোন জাতীয় কীটনাশক জীবদেহে প্রবেশ করে জীববিবর্ধন ক্রিয়ায় জীবের মৃত্যু ঘটায় ?
A) DDT
B) BHC
C) ফ্লুরাইড
D) ক্লোরিন
উ: DDT.
11. কীসের প্রভাবে ব্ল্যাকফুট ডিজিজ ঘটে ?
A) ফ্লোরাইড
B) পটাসিয়াম
C) আর্সেনিক
D) ম্যাগনেসিয়াম
উ: আর্সেনিক।
12. বৃদ্ধি সহায়ক খাদ্য উপাদান হল –
A) শর্করা
B) ভিটামিন
C) প্রোটিন
D) ফ্যাট
উ: প্রোটিন।
অন্যান্য → প্রাইমারি টেট বাংলা পেডাগগী | Primary TET 2022 math Pedagogy Question
→ প্রাইমারি টেট 2022 এর বাংলা প্রশ্ন | Primary TET 2022 Bengali Suggestion | SET- 36
13. প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পরিবেশ শিক্ষার মূল্যায়নে কোন্ ধরনের অভীক্ষায় গুরুত্ব দেওয়া উচিত ?
A) মৌখিক
B) লিখিত
C) মৌখিক ও লিখিত উভয়ই
D) ব্যাবহারিক
উ: মৌখিক।
14. প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার টেক্সট বইয়ে থাকা উচিত—
A) বিভিন্ন বিষয় নিয়ে ছোটো করে বক্তব্য
B) চিত্রের মাধ্যমে ছোটো করে বর্ণনা
C) চিত্রের প্রয়োজন নেই
D) বর্ণনাধর্মী লেখা
উ: চিত্রের মাধ্যমে ছোটো করে বর্ণনা।
15. সমাজবিদ্যার প্রধান বিষয়বস্তু হল—
A) ব্যক্তি
B) সমাজ
C) A & B উভয়ই
D) কোনোটিই নয়
উ: A & B উভয়ই।
16. পরিবেশবিদ্যা সংক্রান্ত পাঠদানে যেসব পদ্ধতি অধিক সর্বোত্তম হয় তা হল –
A) বক্তৃতা পদ্ধতি
B) বক্তৃতাসহ আলোচনা পদ্ধতি
C) প্রকল্প পদ্ধতি
D) উপরের সবগুলি
উ: উপরের সবগুলি।
17. রসায়নের কোন একক অধিক পরিমাণে পরিবেশ- বিদ্যার সঙ্গে সম্পর্কিত ?
A) কার্বন চক্র
B) অক্সিজেন চক্র
C) A & B উভয়ই
D) কোনোটিই নয়
উ: A & B উভয়ই।
18. বিমূর্ত ধারণাকে কাজে লাগিয়ে শিখতে হয়—
A) পরিবেশ পরিচিতি
B) পরিবেশ সংরক্ষণ
C) পরিবেশদূষণ
D) B ও C উভয়ই
উ: B ও C উভয়ই।
19. প্রাথমিক শিক্ষায় পরিবেশ পরিচিতিতে রচনাধর্মী প্রশ্ন
A) দেওয়া উচিত
B) দেওয়া যেতে পারে
C) দেওয়া উচিত নয়
D) প্রশ্নকর্তার উপর নির্ভর করে
উ: দেওয়া উচিত নয়।
20. মানুষ না খেতে পেয়ে মারা যায়। এর অন্যতম কারণ
A) পরিবেশগত সমস্যা
B) পরিবেশের অবক্ষয়
C) পরিবেশের উপাদান ভূমির ধ্বংস
D) পরিবেশগত সমস্যার জন্য ভূমিদূষণ, উৎপাদন কম হওয়া
উ: পরিবেশগত সমস্যা।
21. পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে —
A) বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের জন্য
B) পশুদের দ্বারা
C) গাছ কাটার জন্য
D) জমির অতিরিক্ত ও সঠিক ব্যবহার না করার জন্য
উ: জমির অতিরিক্ত ও সঠিক ব্যবহার না করার জন্য।
22. পরিবেশ এবং পরিবেশবিদ্যার উপর প্রয়োগের জন্য প্রশিক্ষণের ভূমিকা হল—
A) সমাজবিজ্ঞানে জ্ঞানার্জন এবং এর উন্নত প্রয়োগের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
B) জাতীয় সম্পদ ব্যবস্থাপনার মূল্যায়নে সমাজ- বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা
C) জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় সমাজবিজ্ঞানের ভূমিকা সম্পর্কে গবেষণাকে উৎসাহ দান
D) উপরের সবগুলি
উ: উপরের সবগুলি।
23. যানবাহনজনিত দূষণের কারণে বাতাসে কোন বিষাক্ত ধাতুর পরিমাণ বৃদ্ধি পায় ?
A) ক্যালশিয়াম
B) ম্যাগনেশিয়াম
C) লেড
D) জিঙ্ক
উ: লেড।
24. রাস্তায় পিচ গলানোর সময় যে ধোঁয়া বের হয়, তাতে থাকে ক্ষতিকর বায়ুদূষক
A) কার্বন
B) CFC
C) TFT
D) বেঞ্জাপাইরিন
উ: বেঞ্জাপাইরিন।
25. উদ্ভিদদেহে অতিরিক্ত খাদ্য সাধারণত জমা থাকে_______ হিসাবে।
A) প্রোটিন
B) শ্বেতসার
C) স্নেহপদার্থ
D) সবই
উ: শ্বেতসার।
অন্যান্য → প্রাইমারি টেট গণিত পেডাগজি | Primary TET 2022 math question
→ প্রাইমারি টেট বাংলা পেডাগগী সাজেশন | Primary TET Exam 2022 | Bengali Pedagogy Suggestion | SET – 37