প্রাইমারি টেট 2022 এর বাংলা প্রশ্ন | Primary TET 2022 Bengali Suggestion | SET- 36
Primary TET 2022 Bengali Set – 36
Primary TET : যে সমস্ত প্রার্থীরা প্রাইমারি টেট দিতে দিতে চায় তাদের সুবিধার্থে আমরা প্রাইমারির টেট বাংলার একটি সেট নিয়ে এসেছি। যেখানে গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং আপনাদের সুবিধার্থে প্রশ্নগুলির উত্তর নিচে দেওয়া রয়েছে। তো আমরা আশাবাদী যা আপনাদের আমাদের আজকের এই পরিবেশ বিদ্যা নিয়ে আলোচনা ভালো লাগবে।
1. ‘বাগীশ্বরী” শব্দটির কোন্ সন্ধিবিচ্ছেদটি ঠিক –
ক) বাগ্ + ঈশ্বরী
খ) বাক + ঈশ্বরী
গ) বাগ্ + শ্বরী
ঘ) বাক্ + ঈশ্বরী
উ: ঘ) বাক্ + ঈশ্বরী।
২. ‘নদী + উপকণ্ঠ’ সন্ধি করলে কী হবে?
(ক) নদ্যম্বু
(খ) নদীকণ্ঠ
(গ) নদ্যুপকণ্ঠ
(ঘ) কোনোটিই নয়
উ: (গ) নদ্যুপকণ্ঠ।
৩. ‘প্রত্যেক’কে সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় –
ক) প্র + তেক
খ) প্রতি + এক
গ) প্রতিঃ + এক
ঘ) কোনোটিই নয়।
উ: খ) প্রতি + এক।
৪. ‘স্বৰ্গত’- সন্ধিবিচ্ছেদ হল –
ক) স্ব + গত
খ) স্বর্ + গত
গ) স + গত
ঘ) স্বঃ + গত
উ: ঘ) স্বঃ + গত।
৫. ‘শঙ্কার্ত’ শব্দটিকে সন্ধিবিচ্ছেদ করলে পাই –
ক) শঙ্কা + আর্ত
খ) শঙ্কা + অৰ্ত
গ) শঙ্কা + ঋত
ঘ) শঙ্কা + আর্ত
উ: গ) শঙ্কা + ঋত।
৬. প্র + ঊঢ় = সন্ধি করলে কী হবে?
ক) প্রঢ়
খ) প্রৌঢ়
গ) পঢ়
ঘ) কোনোটিই নয়
উ: খ) প্রৌঢ়।
৭. মিশ্র শব্দের একটি উদাহরণ হল-
ক) সান্ধ্য
খ) ঘুগনি
গ) হাটবাজার
ঘ) সরকার
উ: গ) হাটবাজার।
৮. আরবি থেকে আগত শব্দ –
ক) হাজির
খ) নবাব
গ) তারিখ
ঘ) সবকটি
উ: ঘ) সবকটি।
৯. তুর্কি থেকে আগত শব্দ—
ক) লাশ
খ) পেন
গ) ক ও খ উভয়ই
ঘ) কোনোটিই নয়
উ: ক) লাশ।
১০. ‘সন্ধ্যা’ শব্দটির তদ্ভব রূপ হল –
ক) সঝা
খ) সাঁঝ
গ) সাঁজ
ঘ) কোনোটিই নয়
উ: খ) সাঁঝ।
১১. ‘মাটি’ শব্দটি প্রকার অনুসারে –
ক) তৎসম
খ) অর্ধতৎসম
গ) তদ্ভব
ঘ) আগন্তুক শব্দ
উ: গ) তদ্ভব।
১২. ‘শ্মশান’ শব্দটি হল-
ক) তৎসম
খ) তদ্ভব
গ) অর্ধতৎসম
ঘ) দেশি
উ: ক) তৎসম।
১৩. “খিদে” শব্দটি হল –
ক) তদ্ভব শব্দ
খ) তৎসম শব্দ
গ) অর্ধতৎসম শব্দ
ঘ) দেশি শব্দ
উ: গ) অর্ধতৎসম শব্দ।
১৪. ‘পেন্নাম’ শব্দটি হল –
ক) তদ্ভব শব্দ
খ) সিদ্ধ তৎসম শব্দ
গ্) অর্ধতৎসম শব্দ
ঘ) তৎসম শব্দ
উ: গ্) অর্ধতৎসম শব্দ।
১৫. কোনটি অর্ধতৎসম শব্দ নয় –
ক) সুয্যি
খ) রোদ্দুর
গ) বৃষ্টি
ঘ) ঘেন্না
উ: গ) বৃষ্টি।
অন্যান্য → প্রাইমারি টেট বাংলা পেডাগগী | Primary TET 2022 Bengali Pedagogy Question