অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডার অনুযায়ী ২০১৪ সালের বহু প্রার্থীদের নিয়োগের সুপারিশ দিল বোর্ড!
Primary Board New Notice:
Primary Board Notice:একটি অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে প্রাইমারি বোর্ড (Primary Board)জানিয়ে দিয়েছেন যে হাই কোর্টের সুপারিশ মেনে বেশ কিছু প্রার্থীর নিয়োগের সুপারিশ পত্র দিতে চলেছে। এই নোটিশটি গতকাল রাতে অর্থাৎ 23-11-2022 তারিখে প্রকাশ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে বেশ কিছু প্রার্থীর নিয়োগের সুপারিশ পত্র দিতে চলেছে প্রাইমারি বোর্ড।
26/9/2022 এর অর্ডার পাস হওয়ার ভিত্তিতে যে মামলা করেছিল সে অর্ডার অনুযায়ী অনেকগুলি অর্ডার এখানে দেওয়া হয়েছে যেগুলি আপনারা অফিসের নোটিফিকেশনে গিয়ে দেখে নিতে পারেন।
এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে হাইকোর্টের অর্ডার মেনে যে সমস্ত প্রার্থীদের নাম উঠেছে সে সমস্ত প্রার্থীদের নিয়োগের সুপারিশ দেওয়ার অনুমতি দিল প্রাইমারি বোর্ড। এগুলো তাদের রেস্পেক্টিভ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কেউ দিতে পারে আবার সেটা প্রাইমারি স্কুল কাউন্সিল নিজে করতে পারে বলে এমনটাই জানানো হয়েছে এই নোটিশে। প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলসের খুঁটিনাটি তথ্য সতর্কতার সঙ্গে পালন করে তারা এই নিয়োগে সুপারিশটি ইস্যু করতে চলেছেন।
সমস্ত সুপারিশ পাওয়া কাউন্সিলারদের ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে অথবা প্রাইমারি স্কুল কাউন্সিলের যোগাযোগ করতে বলা হয়েছে বৃহস্পতিবার (24-11-2022) এর মধ্যে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডার অনুযায়ী হাইকোর্টের নির্দেশ মেনে 2014 তে টেট পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছিলেন এবং যারা ট্রেন্ড ক্যান্ডিটেড ছিলেন তাদের এপয়েন্টমেন্ট এর জন্য সুপারিশ করা হয়েছে 2016 এর টিচার রিক্রুটমেন্ট পদ্ধতিকে মেনে চলে ।
এই নোটিস সম্পর্কে যাবতীয় তথ্য এবং কারা কারাা এখানে সিলেক্ট হয়েছেন তা জানতে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ক্লিক করে ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন।
Official notification – Downlode Now
অন্যান্য → প্রাইমারি টেট বাংলা পেডাগগী সাজেশন | Primary TET Exam 2022 | Bengali Pedagogy Suggestion |