রাজ্যে পঞ্চায়েত দপ্তরে জেলা পরিষদ অফিসে নিয়োগ করা হচ্ছে নতুন কর্মী!

WB Panchayat Job Vacancy :

রাজ্যে পঞ্চায়েত দপ্তরে জেলা পরিষদ অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের নতুন গ্রুপ সি কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সকল ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে বা আবেদনযোগ্য। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

WB job

সবার প্রথমে তো আপনাদের জানিয়ে দিই এই নোটিফিকেশনটি নদীয়া জেলা পরিষদ থেকে প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যেকোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে?

Assistant District Co-Ordinator (Non Technical) এবং Assistant District Co-Ordinator (Technical) পোস্টে আপনাদের নিয়োগ করানো হচ্ছে।

বয়স :

i) Assistant District Co-Ordinator (Non Technical) :- 25-35 এবং বয়সের হিসাব করতে হবে 01.11.2022 তারিখ অনুযায়ী।

ii) Assistant District Co-Ordinator (Technical) :- 25-35 এবং বয়সের হিসাব করতে হবে 01.11.2022 তারিখ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা :

Assistant District Co-Ordinator (Non Technical) :- এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এখানে অন্তত এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট থাকতে হবে পাবলিক হেল্থ এর উপরে। আবেদনের জন্য পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্কের ওপর। সঙ্গে এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিতভাবে পড়ে নেবেন। এই ডিজেবল কোয়ালিফিকেশন না থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন।

Assistant District Co-Ordinator (Technical) :- এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে যাওয়া হয়েছে যে আপনাদের অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। এর সঙ্গে এখানে ডিজারেবেল কোয়ালিফিকেশন রয়েছে যেটি আপনার অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিতভাবে পড়ে নেবেন। এই ডিজারেবল কোয়ালিফিকেশন না থাকলেও আপনার এখানে আবেদন করতে পারবেন।

অন্যান্য → Job Update: গ্র্যাজুয়েশন পাশে কৃষি দপ্তরে চাকরি, ৩২০০০ টাকা বেতন, ছেলে মেয়ে উভয়েই আবেদনযোগ্য

শূন্য পদ :

i) Assistant District Co-Ordinator (Non Technical) :- 01 টি।

ii) Assistant District Co-Ordinator (Technical) :- 01 টি।

বেতন :

i) Assistant District Co-Ordinator (Non Technical) :- 24000 টাকা।

ii) Assistant District Co-Ordinator (Technical) :- 24000 টাকা।

আবেদন প্রক্রিয়া: এখানে আবেদনের জন্য আপনাদের এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: এখানে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 16.11.2022। অর্থাৎ 16ই নভেম্বর 2022 তারিখে বিকেল 5:30 পর্যন্ত আপনার এখানে আবেদন করতে পারবেন।

Mode of Selection : মোড অফ সিলেকশনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আপনারা যখন এখানে আবেদন করবেন তখন আপনাদের এখানে একটি শর্ট লিস্ট বের করা হবে সঙ্গে এই শর্ট লিস্টে যাদের নাম উঠেছে তারা কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে শর্ট লিস্টে নাম উঠেছে তা সম্পূর্ণটা জানতে পারবে নদীয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে।

আপনারা এই চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এর অফিসিয়াল নোটিফিকেশনে হয়ে বিস্তারিত ভাবে দেখে নিতে পারেন।

Official website :- Link Here

Official notification :- Link Here

অন্যান্য → রাজ্যে সরকারি ইউনিভার্সিটিতে নতুন কর্মী নিয়োগ – WB Govt University Job Recruitment 2022

Back to top button