রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে হসপিটালে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে- WB Hospital Recruitment 2022

যে সমস্ত চাকরি প্রার্থীরার সরকারি হাসপাতালে কাজ করতে চায় তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। রাজ্যে একটি সরকারি হাসপাতাল থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবেন।

New job update

কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে: Research Scientist B (Non Medical), Data Entry Operator, Multi-Tasking Staff (MTS) প্রভৃতি পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে।

শূন্যপদ: Research Scientist B (Non Medical) →02
Data Entry Operator →01
Multi-Tasking Staff (MTS) →01

বেতন : Research Scientist B (Non Medical) → 56,000₹
Data Entry Operator → 20,000₹
Multi-Tasking Staff (MTS) →18,000₹

আবেদনের শেষ তারিখ: এখানে আপনারা আবেদন করতে পারবেন 7 ই নভেম্বর পর্যন্ত অর্থাৎ 7-11-2022 তারিখ হল আবেদনের শেষ তারিখ।

শিক্ষাগত যোগ্যতা:

Research Scientist B (Non Medical): এই পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতার জন্য আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। আপনারা যদি এখানে ফাস্ট ক্লাস মাস্টার ডিগ্রী কমপ্লিট করে থাকেন এলিভেন সাবজেক্ট এর উপরে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনারা যদি সেকেন্ড ক্লাস পেয়ে M.Sc ডিগ্রী কমপ্লিট করে থাকেন এবং Ph.D কমপ্লিট করে থাকেন তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন। এর সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশন অফিশিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে আপনারা নোটিফিকেশন টি বিস্তারিত ভাবে পড়ে নেবেন।

Data Entry Operator: ডেটা এন্ট্রিক অপারেটরের ক্ষেত্রে এখানে এসেনসিয়াল কোয়ালিফিকেশন হিসেবে আপনারা যে কোন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এর সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশন দেওয়া আছে যেটি আপনারা অফিশিয়াল নোটিফিকেশনে বিস্তারিতভাবে দেখে নেবেন। এখানে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

Multi-Tasking Staff (MTS): Multi-Tasking Staff এর ক্ষেত্রে আপনারা যে কোন সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবেন। ডিসারেবল কোয়ালিফিকেশন আপনারা অফিশিয়াল নোটিফিকেশনে বিস্তারিতভাবে দেখে নেবেন।

বয়স সীমা: প্রত্যেকটি পোষ্টের ক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 45 বছর এর মধ্যে। অর্থাৎ আপনি যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।

চাকরির খবর → স্কুলে গ্রুপ ডি এবং গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- WB Job Recruitment 2022

আপনারা যখন এখানে আবেদন করবেন তখন একটি শর্ট লিস্ট বের করা হবে এবং ওই শর্ট লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা রিটেন টেস্ট দিতে পারবেন এবং রিটেন টেন্স দেওয়ার পরে 16 ই নভেম্বর নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদনের জন্য এখানে আপনাদের অবশ্য অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে একটি ফরম a4 পেজে প্রিন্ট আউট করে সেটিকে হাতে ফিলাপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট এর জেরক্স দিয়ে একটি মুখবন্ধ খামের মধ্যে নোটিফিকেশনে দেওয়া এড্রেস এ আপনাদের পাঠিয়ে দিতে হবে। এভাবে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

Official website: Link Here

Official notific: Link Here

Back to top button