উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে বিরাট পরিবর্তন! পরীক্ষা নেওয়া হবে দুটি সেমিস্টারে!

আমাদের আজকের এই পোস্টটি ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা অনেকেই হয়তো অনেক টিভি চ্যানেল অথবা ফোনে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওএমআর সিট অথবা দুটো ভাগে নেওয়া হবে। সবার আগে জানিয়ে দিয়ে এ বছর যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এমন কোনভাবেই পরীক্ষা নেওয়া হবে না যেমনটা পরীক্ষা প্রত্যেক বছর নিয়ে আসা হয়েছে ঠিক তেমন ভাবেই তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। এই ঘোষণাটি এবার যারা ইলেভেনে পড়ছে এবং সামনের বছর টুয়েলভে যাবে সেই সমস্ত পড়ুয়াদের জন্য।

HS News

তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ যারা 2023-24 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হবে তাদের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার এক বিরাট পরিবর্তনের ভাবনা বা সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আমরা জানতে পারছি রাজ্য একটি নিজেদের শিক্ষানীতি আনতে চলেছে যাতে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পরীক্ষায় ভালো ফল করতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা যাতে বড় বড় চাকরির পরীক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই কারণে এই বিপুল পরিবর্তন আনা হচ্ছে।

এই পরিবর্তনে উচ্চমাধ্যমিক পরীক্ষার কে দুটো সেমিস্টারে নেওয়ার ভাবনা চলছে। এই শিক্ষানীতি যাহাতে আগামী বছর থেকে চালু করা যেতে পারে তার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এর উপরে জোর দিয়েছেন সরকারের সবুজ সংকেত মিললেই এই নিয়মটি চালু হয়ে যাবে।

আমাদের নতুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিতবাবু গত বছর থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দুটো সেমিস্টার নেওয়ার কথা ভাবছিলেন।

অন্যান্য → উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২৩ | Higher secondary (HS) Philosophy Suggestion 2023

এখানে প্রশ্ন আসে দুটো সেমিস্টার মানে কি? দুটো সেমিস্টার মানে হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন থেকে দুটো ভাগে নেওয়া হবে। ধরো তোমাদের সিলেবাসের 12 টি অধ্যায় আছে তার মধ্যে প্রথম 6 টি চ্যাপ্টার নিয়ে বছরের মধ্যে খানে একটা পরীক্ষা এবং পরের ছটি নিয়ে বছরের শেষে আরেকটি পরীক্ষা। এরকমভাবে দুই ভাগে পরীক্ষা নেওয়ার পরে দুটো সেমিস্টারের বা পরীক্ষার ফলাফল নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।

এটা জানা যাচ্ছে যে প্রথম পরীক্ষায় বেশি মাত্রায় mcq থাকবে এবং পরীক্ষা দিতে হবে ওএমআর সিটে। ওএমআর সিট বলতে তোমরা হয়তো দেখেছ অনেক চাকরির পরীক্ষাতে দাগ নম্বরের পাশে ছোট ছোট ৪টি মতন গোল থাকে তার মধ্যে তোমাদের যে গোলটি সঠিক বলে মনে হবে সেটিতে কালো গোল করে ভরে দিতে হবে এটি হচ্ছে ওএমআর শিট। এইভাবে সম্ভবত আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হতে পারে। তো যারা ইলেভেন থেকে নতুন টুয়েলভে উঠতে চলেছে সামনের বছর তাদের জন্য এটা বিরাট বড় ঘোষণা।

অন্যান্য → উচ্চমাধ্যমিক ইংরেজি সাজেশন ২০২৩ | HS English Suggestion 2023

Back to top button