রাজ্যে মাধ্যমিক এবং ক্লাস ৮ পাশে রয়েছে হাইকোর্টে চাকরির সুযোগ , আবেদন করতে পারবেন আপনিও!

Highcourt Job Recruitment 2022

চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর! হাইকোর্ট থেকে প্রকাশিত করা হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি। যেখানে আপনারা অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাশের সরাসরি আবেদন করতে পারবেন। এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলেও মেয়ে আবেদন করতে পারবে। এখানে ৩৯৩২ টি শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের কর্মী নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বয়স পাঠাবো কি রয়েছে এবং বেতন কত এই সব কিছু জানতে নিচে বিস্তারিত হবে দেওয়া হল।

Highcourt Job Vacancy

GROUP ‘D’ POST

কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে:

এখানে অনেকগুলি পোস্টা রিক্রুট করানো হচ্ছে। আপনারা চাইলে অফিসার নোটিফিকেশনে গিয়ে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। এখানে সিরিয়াল নাম্বার হিসেবে ভাগ করা রয়েছে তার মধ্যে চার নম্বরে গ্রুপ ডি পোস্টে রিক্রুট করানো হচ্ছে অর্থাৎ এখানে হাইকোর্টে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এই গ্রুপটি পোষ্টের মধ্যে এখানে বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট রয়েছে যেগুলি হলো –

1) tube well operator
2) Process server
3) orderly peon, office peon and farrash
4)Chaukidar, Waterman, sweeper, Malik, coolie, lit man
5) Sweeper-cum-farrash

শূন্যপদ : এখানে টোটাল তিন 3932 টি শূন্য পদ রয়েছে। তার মধ্যে গ্রুপ ডি পদে শূন্য পদের সংখ্যা রয়েছে 1699 টি।

শিক্ষাগত যোগ্যতা:

1) tube well operator- এর ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং সঙ্গে অবশ্যই রেলিভেন্ট ফিল্ড এর উপরে আইটিআই ডিগ্রী কমপ্লিট থাকতে হবে।

2) Process server – শুধুমাত্র ক্লাস টেন পাশ থাকলে এখানে আবেদন করতে পারবেন।

3) orderly peon, office peon and farrash – শুধুমাত্র ক্লাস 8 পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন।

4) Chaukidar, Waterman, sweeper, Malik, coolie, lit man – শুধুমাত্র ক্লাস 8 পাশ থাকলে এখানে আবেদন করতে পারবেন।

5) Sweeper-cum-farrash – এখানে শুধুমাত্র ক্লাস 6 পাস থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন।

বয়স সীমা: এখানে প্রত্যেকটি পোষ্টের ক্ষেত্রে বয়স আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে অবশ্যই আপনার বয়সের হিসাবটি 01-07-2022 এই তারিখ অনুযায়ী ।

বেতন কাঠামো :

1) tube well operator – 5200 টাকা থেকে শুরু করে 20200 টাকা পর্যন্ত সঙ্গে আপনারা গ্রেড পে পেয়ে যাবেন 1800 টাকা।

2) Process server- 5200 টাকা থেকে শুরু করে 20200 টাকা পর্যন্ত সঙ্গে আপনারা গ্রেড পে পেয়ে যাবেন 1800 টাকা।

3) orderly peon, office peon and farrash – 5200 টাকা থেকে শুরু করে 20200 টাকা পর্যন্ত সঙ্গে আপনারা গ্রেড পে পেয়ে যাবেন 1800 টাকা।

4) Chaukidar, Waterman, sweeper, Malik, coolie, lit man – 5200 টাকা থেকে শুরু করে 20200 টাকা পর্যন্ত সঙ্গে আপনারা গ্রেড পে পেয়ে যাবেন 1800 টাকা।

5) Sweeper-cum-farrash – এই পোষ্টের জন্য মাসে 6000 টাকা করে ফিক্সড স্যালারি দেওয়া হবে।

অন্যান্য → মাধ্যমিক পাশে কয়েকশো ভ্যাকেন্সির বিরাট চাকরির সুখবর – WB Job Recruitment 2022

GROUP ‘C’ POST ( l )

কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে:

গ্রুপ সি পোষ্টের ক্ষেত্রে এখানে ড্রাইভার পোস্ট-এ রিক্রুট করানো হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চারচাকা অর্থাৎ ফোর হুইলারের।

শূন্যপদ : ড্রাইভার পোস্ট এর জন্য এখানে 26 টি শূন্য পদ রয়েছে।

বয়স : এখানেও 18 বছর থেকে শুরু করে 40 বছরের মধ্যে বয়সসীমা চাওয়া হয়েছে। এখানে আপনারা বয়সের হিসাবটা করবেন 01-07-2022 এই তারিখ অনুযায়ী।

বেতন : স্যারের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 5200 টাকা থেকে 20200 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে। এখানে গ্রেড পে দেওয়া হবে 1900 টাকা করে।

অন্যান্য → স্কুলে গ্রুপ ডি &এবং গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ – WB Job Recruitment 2022

GROUP ‘C’ POST ( ll )

কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে:

গ্রুপ সি এর আরেকটি পোস্ট ক্ল্যারিক্যাল ক্যাডারে এখানে দুটি পোস্ট রয়েছে 1) জুনিয়ার অ্যাসিস্টেন্ট 2) পেইড অ্যাপ্রেনটিস।

শিক্ষাগত যোগ্যতা: Intermediate with CCC certificate issued by NIELIT অর্থাৎ অনুমোদিত স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান থেকে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে ইন্টারমিডিয়েট ডিগ্রী আপনাদের কমপ্লিট থাকতে হবে। এর সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং স্পিড লাগবে 25 থেকে 30 টি ওয়ার্ড পার মিনিট হিন্দি এবং ইংলিশ এর উপরে।

শূন্য পদ: এখানে টোটাল শূন্য পদের সংখ্যা রয়েছে 1021 টি।

বয়স : এখানেও 18 বছর থেকে শুরু করে 40 বছরের মধ্যে বয়সসীমা চাওয়া হয়েছে। এখানে আপনারা বয়সের হিসাবটা করবেন 01-07-2022 এই তারিখ অনুযায়ী।

বেতন : 1) জুনিয়ার অ্যাসিস্টেন্ট – 5200 টাকা থেকে শুরু করে 20200 টাকা পর্যন্ত এবং সঙ্গে গ্রেড পে থাকবে 2000 টাকা।

2) পেইড অ্যাপ্রেনটিস – 5200 টাকা থেকে শুরু করে 20200 টাকা পর্যন্ত এবং সঙ্গে গ্রেড পে
থাকবে 1900 টাকা।

অন্যান্য → SSC Constable Job 2022 নতুন বিজ্ঞপ্তি প্রকাশ 25 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ

GROUP ‘C’ POST ( lll )

কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে : গ্রুপটির আরেকটি পোস্টে আপনাদের স্টেনোগ্রাফার গ্রেড – lll পোস্ট নিয়োগ করানো হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন এর পাশাপাশি স্টেনোগ্রাফির উপরে ডিপ্লোমা থাকতে হবে। এর সঙ্গে CCC সার্টিফিকেট থাকতে হবে issued by NIELIT এর সার্টিফিকেট থাকতে হবে গ্রাজুয়েশন এর পাশাপাশি। এর সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং স্পিড লাগবে 25 থেকে 30 টি ওয়ার্ড পার মিনিট হিন্দি এবং ইংলিশ এর উপরে।

শূন্য পদ : এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 1186 টি।

বয়স : এখানেও 18 বছর থেকে শুরু করে 40 বছরের মধ্যে বয়সসীমা চাওয়া হয়েছে। এখানে আপনারা বয়সের হিসাবটা করবেন 01-07-2022 এই তারিখ অনুযায়ী।

বেতন : 5200 টাকা থেকে শুরু করে 20200 টাকা পর্যন্ত এবং সঙ্গে গ্রেড পে থাকছে 2800 টাকা।

এই কটি পোস্টের রিক্রুট করানো হচ্ছে যেখানে টোটাল মিলিয়ে শূন্য পদের সংখ্যা হচ্ছে 3932 টি । যেখানে আপনারা পশ্চিমবঙ্গের ২৩ টা জেলার যে কোন ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন।

আবেদন ফিস:

(i) no. post : general/ OBC/ E.W.S – 1000 টাকা।

SC/ ST – 800 টাকা।

(ii) no. post : general/ OBC/ E.W.S – 850 টাকা।

SC/ ST – 650 টাকা।

(iii) no. and (iv) no. post : general/ OBC/ E.W.S – 800 টাকা।

SC/ ST – 600 টাকা।

উপরে এসসি এসটিতে যে আবেদন দেওয়া রয়েছে সেটি শুধুমাত্র আপনি যদি উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই টাকায় আবেদন করতে পারবেন না হলে জেনারেলদের যে টাকা ধার্য করা হয়েছে তা দিয়ে আপনাদের আবেদন করতে হবে।

আবেদনের তারিখ : এখানে আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হল 13-11-2022 ।

Official website :- Link Here

Official notification :- Link Here

Back to top button