রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ – WB Health Department Job
WB Health Department Job Recruitment:
পশ্চিমবঙ্গে আবারো একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের ভালো বেতনের সঙ্গে একটি ভাল পোস্টের নিয়োগ করা হবে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কিভাবে আবেদন করবেন এবং বেতন কাঠামো কত এই সব কিছু নিচে বিস্তারিত দেওয়া রইল।
কোন কোন পোষ্টে নিয়োগ করা হচ্ছে :- প্রথমেই বলে দি আপনাদের গ্রুপ সি পোস্টের নিয়োগ করা হচ্ছে এবং গ্রুপ সি এর মধ্যেই বিভিন্ন পোস্ট রয়েছে যেগুলি হল – Staff Nurse , CHA, Counselor, Medical Officer পোস্টে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:-
Staff Nurse :- যদি আপনি জি এন এম নার্সিং করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যদি বিএসসি নার্সিং করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে রেজিস্টার হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ (বাংলা) জানতে হবে।
CHA :- ANM অথবা GNM করা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানেও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে রেজিস্টার হতে হবে।
Counselor :- মাস্টার্স অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সোসিওলজি, ফিজিওলজি, সোশ্যাল ওয়ার্ক, এন্থ্রপলজি, human development এর উপরে। এছাড়াও আপনাদের এখানে এসেনশিয়াল এক্সপেরিয়েন্স হিসেবে কম্পিউটার নলেজ চেয়েছে। এছাড়াও এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন রয়েছে ডেডি থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন এবং না থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন।
Medical Officer :- MBBS , WBMC এবং আপনি যদি উচ্চশিক্ষা থাকে তাহলে আপনি এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন।
অন্যান্য → মাধ্যমিক পাশে কয়েকশো ভ্যাকেন্সির বিরাট চাকরির সুখবর – WB Job Recruitment 2022
বেতন :-
Staff Nurse :- 25,000 ₹
CHA :- 13,000 ₹
Counselor :- 20,000 ₹
Medical Officer :- 60,000 ₹
বয়স সীমা :-
Staff Nurse :- maximum 40 year
CHA :- maximum 40 year
Counselor :- maximum 40 year
Medical Officer :- maximum 60 year
আপনাদের এখানে জানিয়ে দিই আপনাদের কিন্তু এখানে কোনরকম পরীক্ষা নেওয়া হবে না আপনাদের ফাইনাল এক্সামিনেশন এর ওপর আপনাদের এখানে সিলেক্ট করা হবে। অর্থাৎ আপনি যে কোর্স করেছেন সে কোর্সে আপনি কত শতাংশ নাম্বার পেয়েছেন সেই হিসেবে আপনাকে এখানে সিলেক্ট করা হবে।
শুধুমাত্র কাউন্সিলার পোস্ট এর ক্ষেত্রে আপনাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হচ্ছে এবং বাদবাকি পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র এডুকেশনাল এক্সপেরিয়েন্স এর উপরেই আপনাদের এখানে সিলেক্ট করা হবে।
আবেদনের তারিখ :- এখানে আবেদন শুরু হবে 25/ 11/ 2022 থেকে 9/ 12/ 2022 তারিখ পর্যন্ত।
পুরুলিয়া জেলা থেকে প্রকাশিত হয়েছে কিন্তু এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে এখানে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া: এখানে আবেদন প্রক্রিয়া তোমাদের সম্পূর্ণই অনলাইনে হবে। আবেদন করার জন্য প্রথমে আপনাদের এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
এই চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এর অফিশিয়াল নোটিফিকেশনে গিয়ে বিস্তারিতভাবে দেখে নেবেন।
Official website:- Link Here
Official notification :- Link Here
অন্যান্য → রাজ্যে পঞ্চায়েত দপ্তরে জেলা পরিষদ অফিসে নিয়োগ করা হচ্ছে নতুন কর্মী!