রাজ্যে সরকারি ইউনিভার্সিটিতে নতুন কর্মী নিয়োগ – WB Govt University Job Recruitment 2022
WB Govt University Job Vacancy :
পশ্চিমবঙ্গের একটি সরকারি ইউনিভার্সিটি থেকে একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই চাকরিতে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে। এখানে কোন রিটেন বা লেখা পরীক্ষা দ্বারা কর্মী নিয়োগ করা হবে না। সরাসরি ইন্টারভিউ এর দ্বারা কর্মী নিয়োগ করা হবে।
সবার প্রথমে জানিয়ে দিই নোটিফিকেশনটি ইন ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল থেকে প্রকাশিত করা হয়েছে। এই ইউনিভার্সিটি দার্জিলিং জেলার মধ্যে অবস্থিত।
পোষ্টের নাম : গেস্ট টিচার (Guest Teacher) পোস্টে নিয়োগ করানো হবে temporary basis এ সরাসরি walk-in-inerveiw এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
কোন কোন বিষয়ের ওপর গেস্ট টিচার নিয়োগ করা হবে?
যে যে বিষয়ের উপর গেস্ট টিচার নিয়োগ করা হবে তা হলো- বাংলা, ইংরেজি, ভূগোল এবং সংস্কৃত।
শিক্ষাগত যোগ্যতা: UGC/ State Government norms রুলস হিসেবে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে।
অন্যান্য→ মাধ্যমিক পাশে কয়েকশো ভ্যাকেন্সির বিরাট চাকরির সুখবর – WB Job Recruitment 2022
Venue of interview:
Office of the Coordinator, N.B.U Jalpaiguri Campus, Jalpaiguri – 735101
Date of Interview:
বাংলা (Bengali) : (22/ 11/ 2022) সকাল 11 টা – রিপোর্টিং টাইম সকাল 10 টা।
ইংরেজি (English) : (17/ 11/ 2022) সকাল 11 টা – রিপোর্টিং টাইম সকাল 10 টা।
ভূগোল ( Geography) : (18/ 11/ 2022) সকাল 11 টা – রিপোর্টিং টাইম সকাল 10 টা।
সংস্কৃত (Sanskrit) : (25/ 11/ 2022) সকাল 11 টা – রিপোর্টিং টাইম সকাল 10 টা।
এখানে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে গেলে গেলে আপনাদের অবশ্যই আপনাদের সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি এবং সমস্ত ডকুমেন্টের 1 সেট জেরক্স কপি নিয়ে যেতে হবে। এখানে বেতন দেওয়া হবে ইউনিভার্সিটি রুলস অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটি ক্লাস অনুযায়ী আপনাদের এখানে বেতন দেওয়া হবে।
Official website :- Link Here
Official notification :- Link Here
অন্যান্য → SSC Constable Job 2022 নতুন বিজ্ঞপ্তি প্রকাশ 25 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ