পশ্চিমবঙ্গে বিডিও অফিসে মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Asha Kormi Job Recruitment 2022

Banglasuggestion

 

 

 

 

 

Asha Kormi Job Recruitment: নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগতম। পশ্চিমবঙ্গের ডিএম অফিসে মাধ্যমিক পাশের শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আমাদের আজকের এই আলোচনা। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করতে গেলে কিন্তু কোনরকম অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনার এখানে আবেদন করতে পারবেন। আপনারা কিভাবে এখানে আবেদন করবেন এছাড়াও কোন পোস্টে কতগুলো শূন্য পদ রয়েছে সবকিছু জানিয়ে দেবো আমাদের আজকের এই পোস্টে।

এর জন্য কিন্তু আপনাদের সবার প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনে যেতে হবে। আমরা নিচে অফিসিয়াল নোটিফিকেশনে লিংক দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকেও যেতে পারেন। অফিসিয়াল নোটিফিকেশনটি খুললে আপনারা দেখবেন প্রথমে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। আপনার ঐ অ্যাপ্লিকেশন ফর্মটি A4 পেজে বের করবেন। এরপর আপনারা এই এপ্লিকেশন ফর্মটি সুন্দর করে ফিলাপ করে আপনার যাবতীয় ডকুমেন্ট দিয়ে এটি জমা দিতে হবে।

তো আপনারা এ ফোর পেজের ওই ফরমটির সঙ্গে কি কি জমা দেবেন। অফিসিয়াল নোটিফিকেশনে লিখে দেওয়া আছে যে এরপর পেজের ওই ফরমটি সঙ্গে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড দিতে হবে এবং ভোটার কার্ড দিতে হবে তার সঙ্গে দিতে হবে আপনার মাধ্যমিকের রেজাল্ট কার্ড এবং আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা অবশ্যই করে দিতে হবে। আপনারা যদি কোন স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত থাকে তাহলে তার সার্টিফিকেট আপনাকে দিতে হবে। দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাদের দিতে হবে। এই সমস্ত জিনিসগুলি আপনার ওই আপনারা ওই ফর্ম এর সাথে যোগ করে দিয়ে একটি মুখবন্ধ খাম নিয়ে সেই খামটি গিয়ে জমা দেবেন।

• রাজ্যে SSC এর দ্বারা প্রচুর কর্মী নিয়োগ শুরু হল | বেতন ৪০০০০ | SSC Recruitment 2022

আপনার এই ফর্মটি কোথায় জমা দেবেন সেটা আপনারা অফিশিয়াল নোটিফিকেশনে গিয়ে একটু দেখে নেবেন সেখানে নিচে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন। আবেদন প্রক্রিয়াটা কিন্তু ২৫/৭/২০২২ তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ২৫/৭/২০২২ তারিখ এর আগে পর্যন্ত এর আগে এই নির্দিষ্ট জায়গায় গিয়ে এই ফর্মটি জমা দিতে হবে। এইভাবে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

এবার আপনাদের বলব যে কোন পোষ্টের রিক্রুট করানো হচ্ছে। তো আপনাদের কিন্তু বলেদিই এখানে আশা কর্মী রিক্রুট করানো হচ্ছে যেখানে শুধুমাত্র বিবাহিত মহিলা অথবা বিবাহ বিচ্ছেদ মহিলা অথবা বিধবা মহিলা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে আপনারা অবশ্যই ভোটের কার্ড এবং রেশন কার্ডের জেরক্স ওই ফর্মের সঙ্গে যোগ করে দেবেন।

অন্যান্য→ পশ্চিমবঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন কর্মী নিয়োগ | WBBSK New Recruitment Apply Online 2022

→ পশ্চিমবঙ্গে ১১ হাজার টাকার বেতনের রূপশ্রী প্রকল্প দেখাশোনা করার জন্য নতুন কর্মী নিয়োগ। New Vacancy of WB BDO

বয়স সীমা: তো বয়সীমার ক্ষেত্রে আমি আপনাদের বলে দিয়ে যে আপনারা যদি ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনার আপনাদের বয়সের হিসাবটি করবেন ১/১/২০২২ এই হিসাব অনুসারে। আপনার যদি এসসিএসটি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু ২২ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা আপনাদের বলে দিয়ে আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন অথবা মাধ্যমিক যদি ফেল করে থাকেন তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিকে ফেলের ক্ষেত্রে বলে দিয়েছে আপনাদের মাধ্যমিকের ফেল করে থাকেন তাহলে আপনারা ওই ফেল করার সার্টিফিকেট নিয়েও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাদের লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে।

এবার আমি আপনাদের বলে দেবো যে অ্যাপ্লিকেশন ফর্মটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে। হুগলি জেলার চন্দননগর থেকে কিন্তু এই ফর্মটি বের হয়েছে বা প্রকাশ করা হয়েছে। এখানে তারিখ দেওয়া রয়েছে ৪/৭/২০২২ অর্থাৎ ৪ ই জুলাই এই অফিশিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এই অফিশিয়াল নোটিফিকেশনে মেমো নাম্বার হল 270/C/CGR। আপনারা যদি চন্দননগরের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন।

এখানে কিন্তু বিভিন্ন বিডিও অফিসে রিপোর্ট করানো হচ্ছে আপনারা ওই অফিশিয়াল নোটিফিকেশনে গিয়ে এটা দেখে নিতে পারেন অর্থাৎ এখানে মোট ২৩টি বিডিও অফিসে এখানে রিপোর্ট করানো হচ্ছে। এবং এখানে অনেক গ্রাম পঞ্চায়েতের নামও দেওয়া রয়েছে তো আপনারা যদি এই সমস্ত পঞ্চায়েতের মধ্যে পড়েন তো আপনার এখানে আবেদন করতে পারবেন। আপনারা আমাদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে চাইলে এই অফিসের নোটিফিকেশনে গিয়ে ভালো করে দেখে তারপর আপনারা আবেদন করবেন।

Official Notice: https://bit.ly/3PhxVBo

আপনাদের যদি আমাদের আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে আপনার সাথে সাথে তারাও এই ফর্মটি আবেদন করতে পারেন।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম আরো নতুন নতুন চাকরির আপডেট পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটিকে।[/su_note]

 

Back to top button