রাজ্যে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ | Food Safety Officer Recruitment 2022 | New Vaccancy
New Vacancy | ৪০০০ শূন্য পদে নিয়োগ | ফুড সেফটি অফিসার নিয়োগ 2022
Food officer Recruitment:- নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে ফুড সেফটি অফিসার নিয়োগ নিয়ে। পশ্চিমবঙ্গের ৪০০০ প্লাস শূন্যপদ ফুড সেফটি অফিসার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার যার অফিসিয়ালি আপডেট আজকে প্রকাশিত হয়ে গেছে যার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের এই আর্টিকেলে।
আপনারা প্রথমে সরাসরি চলে যাবেন অফিশিয়াল আপডেটে। আজকের এই অফিসিয়াল আপডেটটি বর্তমান পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে। ওই অফিশিয়াল আপডেট সবার প্রথমে হেডিং থাকবে চিকিৎসক, ফার্মাসিস্ট, ফুড সেফটি অফিসার স্বাস্থ্যে চার হাজারের বেশি পদে নিয়োগ। এবার আমরা আপনাদের বিস্তারিতভাবে বলে দেব।
সবার প্রথমে আপনারা নিচে একটু স্ক্রলড ডাউন করবেন এবং করলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে যে ফের স্বাস্থ্যের নিয়ম। এইবার চিকিৎসক শিক্ষক চিকিৎসক ফার্মাসিস্ট কুক সেফটি অফিসার ওয়ারড্রেন সহ ১২ ধরনের বেশি ক্যাডারে নিয়োগ করছে স্বাস্থ্য দপ্তর কর্মী নিয়োগ কারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (ডাবলু বি এইচ আর ডি)। নিয়োগ হচ্ছে চার হাজারেরও বেশি পদে। এরমধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জিডিএমও, মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট, ফুড সিফটি অফিসার মিলিয়ে নিয়োগ হচ্ছে ৩৫৯৫ পদে। আপনারা বুঝতেই পারছেন যে ৩৫৯৫ পদে রাজ্য সরকার কর্মী নিয়োগ করতে চলেছে।
অন্যান্য → রামকৃষ্ণ মিশনে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদে নিয়োগ; ছটি বিষয়ের উপর টিচার রিক্রুট
→ 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয়; Top 5 Banking Jobs
এছাড়াও লাইব্রেরিয়ান জুনিয়র ও সিনিয়র সাইন্টিফিক অফিসার, পাবলিক অ্যানালিস্ট, লেকচারার, রিডার, প্রিন্সিপাল, রেডিয়েশন সেফটি অফিসার, ডিরেক্টর পদে নিয়োগ করা হচ্ছে।
ডাবলু বি এইচ আর ডি সূত্রের খবর, এর মধ্যে ১১০২ জন জে ডি এম ও পদে সুন্দর সুন্দর নিয়ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবারেই তার সম্পূর্ণ তালিকা তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবন এর হাতে। শীঘ্রই বিজ্ঞাপন বেরোতে পারে সিনিয়র আয়ুর্বেদ মেডিকেল অফিসার শ্যামাদাস বৈদ্য শাস্ত্রপীঠ বিভিন্ন কলেজ অফ নার্সিং এর সিনিয়র লেকচারার, রিডার, ক্লিনিকান ইনট্রাক্টর, প্রফেসর এবং ডিরেক্টর অফ ড্রাগস কন্ট্রোল নিয়োগের।
প্রায় ১৩০০ জিডিএম ও এবং ৭০০ কাছাকাছি মেডিকেল অফিসের পদে নিয়োগের বিজ্ঞাপন বেরোতে পারে শীঘ্রই।
ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়ায় শুরু হওয়ার বিভিন্ন ক্যাডারের মধ্যে যে কটি পদে চাকরির আবেদন সবচেয়ে বেশি এসেছে সে গুলি হল- ফুড সেফটি অফিসার (এফএসও) ফার্মাসিস্ট (গ্রেট ৩) হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট এবং লাইব্রেরিয়ান।
এর মধ্যে ৪৪ টি এফএসও পদের জন্য সবচেয়ে বেশি সাড়ে ছয় হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ১৬৭ জন গ্রেড ৩ ফার্মাসিস্ট এর জন্য আবেদন জমা পড়েছে 7000 এরও বেশি। 12 টি লাইব্রেরিয়ান পদের জন্য জমা পড়েছে আড়াই হাজারেরও বেশি আবেদন।
উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘদিন চিকিৎসক ও শিক্ষক চিকিৎসকদের সরকারি চাকরিতে আসার তেমন উৎসাহ ছিল না। এ ক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র দেখা গিয়েছে এবারের নিয়োগে। দুশোর বেশি আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এক হাজারের বেশি তরুণ চিকিৎসক আবেদন জমা করেছেন। ফলে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে বলে আশাবাদী স্বাস্থ্যকর্তারা। এ বিষয়ে শনিবারের ডাবলুবিএইচআরবির চেয়ারম্যান ডক্টর সুদীপ রায় বলেন, সমস্ত বিষয়ে খুটিনাটি যাচাই করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চলছে। আশা করছি পুজোর আগে সব কটি পদে নিয়োগ আমরা সম্পন্ন করতে পারব।
আমি আবারও বলে দিয়ে আমাদের আজকের আপডেট টা কিন্তু উঠে এসেছে আজকের বর্তমান পত্রিকা থেকে। তো আজকের এই বর্তমান পত্রিকায় উঠে এসেছে যে রাজ্যে চিকিৎসক, ফার্মাসিস্ট, ফুড সেফটি অফিসারের সহ বিভিন্ন পোস্টে চার হাজারের বেশি পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আপনারা অবশ্যই চাইলে আজকে বর্তমান পত্রিকাটি একটু দেখে নিতে পারেন।
Update :- বর্তমান পত্রিকা।
[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এই ধরনের চাকরির আপডেট সরাসরি পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লগের সাথে যুক্ত থাকবে।[/su_note]