পশ্চিমবঙ্গে ১১ হাজার টাকার বেতনের রূপশ্রী প্রকল্প দেখাশোনা করার জন্য নতুন কর্মী নিয়োগ। New Vacancy of WB BDO

Banglasuggestion

 

 

 

 

 

New Vacancy of WB BDO:- নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের এই আর্টিকেলের পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই রূপশ্রী প্রকল্পে কিন্তু আপনারা ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে কোন আবেদন ফিস এর প্রয়োজন নেই। তো আপনারা কি করে এখানে ফর্ম ফিলাপ করবেন এবং কোন পোস্টে কত কর্মী নিয়োগ করা হবে সেটিও আপনাদের আজকে বলে দেব। আমরা আশা করছি আপনাদের আমাদের আজকের এই চাকরির আপডেটটি ভালো লাগবে।

কিভাবে আবেদন করবেন:- আমরা আপনাদের জানিয়ে রাখি এখানে আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে প্রথমে ভারতীয় নাগরিক হতে হবে। এবং এখানে সম্পূর্ণ যুক্তিভিত্তিক পোস্টের রিক্রুট করানো হবে অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে যে পিওরলি কন্ট্রাক্টরি অ্যান্ড কন্ট্রাক্টচুয়াল বেসিকে আপনাদের এখানে রিক্রুট করানো হবে। এখানে আবেদন করতে গেলে সব সম্পূর্ণ অফলাইনে আপনাদের আবেদন করতে হবে।

আবেদন কবে থেকে শুরু হবে:- এখানে কিন্তু আবেদন ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে অর্থাৎ ২৭/৬/২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আপনারা ১৫/৭/২০২২ অর্থাৎ ১৫ জুলাই পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন।

এখানে কি কি পোস্ট রয়েছে:- আমি আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু দুটি পোষ্টের রিক্রুট করানো হচ্ছে। প্রথমটি হলো অ্যাকাউন্টেড এবং দ্বিতীয় টি হল ডেটা এন্ট্রি।

ডাটা এন্ট্রি অপারেটরের জন্য মাসিক বেতন থাকবে ১১ হাজার টাকা এবং এখানে চারটি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে আপনাদের সার্ভিস স্ট্রাইক হচ্ছে পিওরলি অন কন্ট্রাক্টচুয়াল বেসিসে আপনাদের এখানে রিক্রুট করানো হবে এবং এক বছরে চুক্তিভিত্তিক পোস্টে এখানে আপনাদের রিক্রুট করানো হবে। পরবর্তীকালে আপনাদের সময়সীমা এক্ষেত্রে বাড়ানোও হতে পারে।

আবেদন করার ক্ষেত্রে আপনার বয়স সীমা হবে ১৮ বছর থেকে ৪০ বছর। অর্থাৎ আপনি যদি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এবং আপনার অবশ্যই ক্ষেত্রে বয়সের হিসাবটা করবেন ১/১/২০২২ এই হিসেবে।

রেসিডেন্সিয়াল ডিটেলস:- এক্ষেত্রে আপনারা যদি ঝাড়গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন।

অন্যান্য→ কলকাতা পুলিশ কনস্টেবল কিভাবে হবে – শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কত, সিলেকশন প্রসেস কেমন

→ 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় – Top 5 Banking Jobs

শিক্ষাগত যোগ্যতা:- আপনারা যদি যেকোন কোর্স অর্থাৎ অনার্স করুন অথবা পাশ করুন যে কোন কোর্সে যদি শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ওয়ার্কিং নলেজ ও থাকতে হবে কম্পিউটারের উপরে। MS Word, MS Excel, MS Power Point এই সমস্ত বিষয়ের উপর আপনাদের কাজের নলেজ থাকতে হবে। তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এর সঙ্গে টাইপিং স্পিড চাওয়া হয়েছে যেখানে ৩০ টি ওয়ার্ড পার মিনিটে।

ওয়ার্কিং এক্সপেরিয়েন্স:- এখানে আপনারা যদি এক বছরের কোন গভমেন্ট অথবা নন গভমেন্ট অর্গানাইজেশন এর উপরে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন।

জব রেস্পন্সিবিলিটির ব্যাপারে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিশ এ গিয়ে একটু চেক করে নেবেন। আমি নিচে আপনাদের এই নোটিফিকেশনটি দিয়ে দিলাম আপনারা চাইলে এই এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওই নোটিফিকেশনে যেতে পারেন।

দ্বিতীয় টি হল একাউন্টেট পোস্ট। এই অ্যাকাউন্ট পোষ্টের জন্য আপনাদের প্রতি মাসে বেতন থাকবে ১৫০০০ টাকা। এবং তার সঙ্গে আপনি আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে এখানে কিন্তু শূন্য পদে রয়েছে কেবল একটি শুধুমাত্র এস সি ক্যাটাগরিদের জন্য।

অন্যান্য:- কবে দেওয়া হবে ট্যাব কেনার টাকা | এ বিষয়ে কি জানাল বিকাশভবন

এখানেও কিন্তু সেই একইভাবে রিপোর্ট করানো হবে অর্থাৎ এখানেও চুক্তিভিত্তি পোস্টের রিক্রুট করানো হবে এক বছরের নামে। এবং এক্ষেত্রেও বয়সীমা আপনার ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এবং সঙ্গে ১/১/২০২২ এই হিসাবে আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন।

এবং আপনারা যদি ঝাড় গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:- শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা যদি কমার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন। এবং সঙ্গে অবশ্যই আপনার কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং সঙ্গে অবশ্যই ওয়ার্কিং নলেজ থাকতে হবে সেটা পেডশিট ট্যালি এবং প্রেজেন্টেশন নলেজের উপরে।

আপনাদের যদি যেকোন গভমেন্ট এবং নন গভমেন্ট অর্গানাইজেশনে তিন বছরের এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনার এখানে অবশ্যই আবেদন করতে পারবেন।

জব রেসপন্সিবিলিটির ব্যাপারে কিন্তু আপনাদের অবশ্যই এই অফিশিয়াল নোটিশে গিয়ে আপনাদের একটু চেক করে নিয়ে আসতে হবে।

অন্যান্য:- রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি পদে নিয়োগ | বেতন ১৬০০০ টাকা | অষ্টম শ্রেণী পাশ চাকরি

এখানে আপনাদের সিলেকশন প্রসেস কিভাবে হবে সেই বিষয়ে এখানে আমি জানিয়ে দেবো এবং আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে অফিশিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখে আসবেন। আমি নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব।

বলে রাখি যে দুটি পোস্ট অর্থাৎ অ্যাকাউন্টেড এবং ডাটা এন্ট্রি দুটি পোস্ট এর ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমে রিটেন টেস্ট হয়ে যাবে এবং তারপরে হবে কম্পিউটার টেস্ট। এবং সবার শেষে ইন্টারভিউ হবে।

আমি আপনাদের আবারো জানিয়ে রাখি এখানে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে।

তো অফলাইনে আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে সে ক্ষেত্রে আমি একটি লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম আপনারা সেই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি আবেদনপত্র থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর আপনারা সেটিকে এ ফোর পেজে পিডিএফ হিসেবে বের করে আনবেন এবং আপনারা ওই ফর্মটিকে হাতে ব্লক লেটার অথবা ক্যাপিটাল লেটারে সুন্দর করে ফিলাপ করবেন। এবং তার সঙ্গে আপনাদের সমস্ত ডকুমেন্ট গুলিকে যোগ করে নির্ধারিত সময়সীমা অর্থাৎ ১৫ জুলাই এর আগে আপনারা এই ফর্মটি জমা দিয়ে দেবেন।

এক্ষেত্রে আপনাদের কোথায় গিয়ে এই ফরমটি জমা দিতে হবে সেই এড্রেসটি কিন্তু আপনারা সেই নোটিফিক অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখে নেবেন।

আমি আপনাদের জানিয়ে রাখি অফিসিয়ালি নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ করা হয়েছে গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্যা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম জেলা থেকেই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে।

তো আপনারা যদি ঝাড়গ্রামের জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তো আপনারা এখানে আবেদন করতে পারবেন।

Official Notice:- https://bit.ly/3c19IAX

Application Form:- https://bit.ly/3yr8hDl

আমি আশা করছি আপনাদের আমাদের আজকের এই চাকরির আপডেটটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম নতুন নতুন চাকরির আপডেট পেতে হলে আপনার ফলো করুন বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]

Back to top button