পশ্চিমবঙ্গে প্রাণী ও মৎস্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ – WB Animal and Fishery Sciences Job
WB Animal And Fishery Sciences Job:
পশ্চিমবঙ্গে প্রাণী ও মৎস্য দপ্তর থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যেকোনো ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে। এখানে কোন প্রকার রিটেন পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে এবং এখানে আবেদন করার জন্য কোন রকম আবেদন ফিসের দরকার নেই।
ইন্টারভিউয়ের তারিখ:
এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে । 18/ 11/ 2022 তারিখে দুপুর বারোটা থেকে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এর এড্রেস অফিশিয়াল অফিসে দেওয়া আছে আপনারা বিস্তারিতভাবে একটু দেখে নেবেন।
কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে:
পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্য দপ্তরের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যেগুলি হল- young Professional-1, young Professional-I, young Professional-II
শিক্ষাগত যোগ্যতা:
young Professional-1:- এখানে আবেদনের জন্য আপনাদের অবশ্য গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে কম্পিউটার উপরে অথবা কমার্সের উপরে অথবা সায়েন্স অথবা ম্যাথের উপরে সঙ্গে আপনাদের যদি এলিফ্যান্ট ফিল্ডের ওপর এক বছরের এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন।
অন্যান্য: Job Update: পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনে ইন্সপেক্টর পদে নিয়োগ!
young Professional-I : বিটেক ডিগ্রী কমপ্লিট থাকতে হবে ডেয়ারি টেকনোলজি অথবা ফুড টেকনোলজি অথবা কেমিকাল টেকনোলজি অথবা বায়োটেকনোলজি অথবা এগ্রিকালচারের উপরে।
young Professional-II: আপনারা যদি এম টেক ডিগ্রী কমপ্লিট করে থাকেন ডিয়ারি টেকনোলজি অথবা ডেয়ারিং ইঞ্জিনিয়ারিং অথবা ডেয়ারি মাইক্রোবায়োলজি অথবা ডেয়ারি কেমিস্ট্রি অথবা ফুড টেকনোলজি অথবা ফুড ইঞ্জিনিয়ারিং অথবা এগরিকালচার এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং অথবা ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং অথবা ফুড অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বায়োটেকনোলজির উপরে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন।
অন্যান্য → SSC Constable Job 2022 নতুন বিজ্ঞপ্তি প্রকাশ 25 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
বেতন :
young Professional-1: 15000 টাকা।
young Professional-I : 15000 টাকা।
young Professional-II: 25000 টাকা।
আবেদন প্রক্রিয়া: এখানে আবেদনের জন্য আপনাদের প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনে যেতে হবে এবং তারপরে নিচে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন যেখানে এটি এপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন যেটি a4 পেজে বের করে হাতে কলমে সুন্দরভাবে ফিলাপ করতে হবে। তারপরে এই ফরম ফিলাপ টি সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্টস এবং সঙ্গে সিভি অ্যাটাচ করে সঙ্গে দু কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে 18/ 11/ 2022 এই তারিখের মধ্যে আপনারা নোটিফিকেশনে দেওয়া অ্যাড্রেস এ হাজির হয়ে যাবেন। দুপুর বারোটা থেকে আপনাদের রেজিস্ট্রেশন হওয়ার পর আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে।
বয়স সীমা : এক থেকে তিন সিরিয়াল নম্বর পর্যন্ত ২১ বছর থেকে শুরু করে ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন।
আপনাদের যদি উপরে দেওয়া শিক্ষাগত যোগ্যতা গুলির সাথে আপনারাও শিক্ষাগত যোগ্যতা ম্যাচ হয়ে থাকে বা মিলে যায় তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন বা ইন্টারভিউ এর জন্য অংশগ্রহণ করতে পারবেন।
Official website → Link Here
Official notification → Link Here
অন্যান্য→ রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ – WB Health Department Job