উচ্চমাধ্যমিক পাশে জল দপ্তরে নতুন শূন্য পদে কর্মী নিয়োগ

Water Department New Job Vacancy:

কেন্দ্রীয় জল দপ্তরে নতুন শূন্য পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23 টি জেলার যে কোন চাকরিপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে। এখানে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।

Water Department Job

আবেদনের তারিখ :- এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 18/ 11/ 2022 এবং আবেদন শেষ হবে 17/ 12/ 2022 এই তারিখে।

কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে :-

এখানে বিভিন্ন পদে আপনাদের নিয়োগ করানো হচ্ছে যেগুলি হল – Lower Division Clerk, Stenographer D, Junior Hydrographics Surveyor (JHS), EDP Assistant, Deputy Director (Finance and Account) প্রভৃতি।

বেতন :-

Lower Division Clerk :- 19,900 – 63,200 টাকা পর্যন্ত।

Stenographer D :- 25,500 – 81,100 টাকা পর্যন্ত।

Junior Hydrographics Surveyor (JHS) :- 35,400 – 1,12,400 টাকা পর্যন্ত।

EDP Assistant :- 35,400 – 1,12,400 টাকা পর্যন্ত।

Deputy Director (Finance and Account) :-
67,700 – 2,08700 টাকা পর্যন্ত।

শূন্যপদ :-

Lower Division Clerk :- 27 টি।

Stenographer D :- 27 টি।

Junior Hydrographics Surveyor (JHS) :- 30 টি।

EDP Assistant :- 35 টি।

Deputy Director (Finance and Account) :- 40 টি।

অন্যান্য → মাধ্যমিক পাশে নতুন কর্মী নিয়োগ, আবেদন করতে পারবেন আপনিও!

শিক্ষাগত যোগ্যতা :-

Lower Division Clerk :- উচ্চমাধ্যমিকে পাস করতে হবে এবং সঙ্গে টাইপিং স্পিড থাকতে হবে।

Stenographer D :- উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে।

Junior Hydrographics Surveyor (JHS) :- সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপরে আপনাদের ডিপ্লোমা ডিগ্রী কমপ্লিট থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং সঙ্গে তিন বছরের এক্সপেরিয়েন্স থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন।

EDP Assistant :- আপনারা যদি কম্পিউটার সাইন্স অথবা ইনফরমেশন টেকনোলজি নিয়ে ডিপ্লোমা ডিগ্রী কমপ্লিট করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এর সঙ্গে আপনাদের অবশ্যই এক বছরের এক্সপেরিয়েন্স চাওয়া হচ্ছে ডাটা এন্ট্রি অপারেশনের ওপরে।

Deputy Director (Finance and Account) :- ডিগ্রী কমপ্লিট করা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন।

আবেদন ফিস :- এখানে আবেদনের জন্য আপনাদের অবশ্য আবেদন ফিস দিতে হবে যেটি হল 500 টাকা এবং আপনারা যদি SC, ST, OBC, EWS হয়ে থাকেন তাহলে আপনাদের আবেদন ফিস লাগবে 200 টাকা।

আবেদন প্রক্রিয়া :- আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে এবং অনলাইনে কিভাবে আবেদন হবে সম্পূর্ণটি জানতে আপনার অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত ভাবে দেখে নিতে পারেন।

এখানে আবার আপনাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় কি কি সিলেবাস আছে এসব কিছু জেনে নিতে পারেন অফিসের নোটিফিকেশন এবং সঙ্গে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সবকিছুই আপনারা বিস্তারিত ভাবে দেখে নিতে পারেন অফিসিয়াল নোটিফিকেশনে।

Official website → Link Here

Official notification → Link Here

অন্যান্য → রাজ্যে সরকারি ইউনিভার্সিটিতে নতুন কর্মী নিয়োগ – WB Govt University Job Recruitment 2022

Back to top button