২২ টি গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর | Top 22 Bangla GK Questions | Banglasuggestion

Top 22 Bangla GK Questions | GK in Bengali | ২২ টি জিকে প্রশ্ন এবং উত্তর

Top 22 Bangla GK Questions | GK in Bengali | ২২ টি জিকে প্রশ্ন এবং উত্তর

আমরা প্রায় সবাই জানি যে চাকরির পরীক্ষায় জিকে প্রশ্ন দেওয়া হয়। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির প্রার্থীদের জিকে প্রশ্নের বিভাগে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমরা বাংলা সাজেশন সাইটের তরফ থেকে বাংলা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হলাম।

Bangla GK

1. মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন?

A. গোপালকৃষ্ণ গোখলে
B. চন্দ্রশেখর আজাদ
C. ভগত সিং
D. কোনোটিই নয়

উ: গোপালকৃষ্ণ গোখলে।

2. বায়ুযান ও রকেট তৈরি করতে কোন ধাতুর ব্যবহার করা হয়?

A. সোনা
B. তামা
C. অ্যালুমিনিয়াম
D. কোনোটিই নয়

উ: অ্যালুমিনিয়াম।

3. ভারতের উপর আক্রমণ করা প্রথম মুসলিম শাসক কে ছিলেন?

A. মোহম্মদ গৌরী
B. মহম্মদ বিন কাসিম
C. আরাম শাহ
D. মহম্মদ গজনবী

উ: মহম্মদ বিন কাসিম।

4. নিম্নলিখিত কাকে আকবরের অগ্রদূত বলা হয়?

A. হুমায়ুন
B. শাহজাহান
C. শেরশাহ
D. জাহাঙ্গীর

উ: শেরশাহ।

5. হিমালয়ের রানী কোন শহরকে বলা হয়?

A. মুসৌরী
B. ইন্দোর
C. পাটনা
D. কলকাতা

উ: মুসৌরী।

6. পরমাণু বোমা কে আবিস্কার করেন?

A. রাডারফোর্ড
B. এডিশন
C. ওপেন হাইমার
D. কোনোটিই নয়

উ: ওপেন হাইমার।

7. মহম্মদ গজনবী ভারতের ওপর কতবার আক্রমণ করেছিলেন?

A. 10 বার
B. 15 বার
C. 20 বার
D. 17 বার

উ: 17 বার।

8. মানুষের একটি চোখের ওজন কত হয়?

A. 8 গ্রাম
B. 10 গ্রাম
C. 5 গ্রাম
D. 15 গ্রাম

উ: 8 গ্রাম।

অন্যান্য জিকে প্রশ্ন এবং উত্তর → গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর | Most Important Bangla GK Questions | KP, WBP, Group D, Railway

→ রাষ্ট্রপতি সমন্ধিত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন | ২৫+ রাষ্ট্রপ্রতি সম্পর্কে প্রশ্ন উত্তর

→ পুরো নাম নিয়ে বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | Full Form Of DSP, IAS, SDM, IPS, | বাংলা জিকে

9. দিল্লির লালকেল্লা কে তৈরি করেন?

A. আকবর
B. নূরজাহান
C. শাহজাহান
D. জাহাঙ্গীর

উ: শাহজাহান।

10. ভারতের রুপোর সর্বাধিক উৎপাদন কোন রাজ্যে হয়?

A. রাজস্থানে
B. অসম
C. কর্ণাটক
D. মেঘালয়

উ: রাজস্থানে।

11. ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চলেছিল?

A. 1935
B. 1925
C. 1956
D. 1975

উ: 1925 সালে।

12. প্রোটিনের পাচন কোথা থেকে শুরু হয়?

A. গ্রাস নালী
B. পেট
C. মুখ থেকে
D. কোনোটিই নয়

উ: মুখ থেকে।

13. রানী লক্ষ্মীবাঈ এর ঘোড়ার নাম কি?

A. পবন
B. সুরঙ্গী
C. বাদল
D. সবই

উ: পবন, সুরঙ্গী, বাদল, এই সবকটি।

14. ভারতে নোট জারি করার অধিকার কার কাছে আছে?

A. SBI
B. RBI
C. এলাহাবাদ ব্যাঙ্ক
D. পাঞ্জাব ব্যাঙ্ক

উ: RBI

15. কুতুবমিনারের নির্মাণ কার্য কে শেষ করেছিল?

A. শাহজাহান
B. আকবর
C. কুতুবউদ্দিন আইবক
D. ইলতুৎমিস

উ: ইলতুৎমিস।

16. মহাত্মা গান্ধীর ছবি নোটে কবে ছাপা হয়েছিল?

A. 1960
B. 1969
C. 1980
D. 1995

উ: 1969 সালে।

17. বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

A. ফিনল্যান্ড
B. আইসল্যান্ড
C. আয়ারল্যান্ড
D. গ্রিনল্যান্ড

উ: গ্রিনল্যান্ড।

18. পাঁচ লাখ পর্যন্ত আয়ের জন্য কত টেক্স দিতে হবে?

A. 5%
B. 10%
C. 15%
D. শূন্য

উ: শূন্য।

19. কোন বিচারপতি ভগত সিংকে ফাঁসির সাজা শুনিয়েছে?

A. জী. সী. হিল্টন
B. হিটলার
C. মহম্মুদ গজনবী
D. লর্ড মৈকালে

উ: জী. সী. হিল্টন।

20. দিল্লিতে মোট কয়টি জেলা আছে?

A. 8
B. 10
C. 11
D. 15

উ: 11 টি।

21. ভারতের কোন প্রধানমন্ত্রীর জন্ম পাকিস্তানে হয়েছিল?

A. নরেন্দ্র মোদি
B. মনমোহন সিং
C. জওহরলাল নেহেরু
D. লালবাহাদুর শাস্ত্রী

উ: মনমোহন সিং।

22. মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির কে বলেছেন?

A. লর্ড মৈকালে
B. চার্চিল
C. এডওয়ার্ড জেনার
D. কোনোটিই নয়

উ: চার্চিল।

সকল চাকরির প্রার্থীদের বাংলা সাজেশন সাইটের তরফ থেকে থাকল অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই কামনা করি যে সকলেই যেন ভালো পরীক্ষা দিতে পারে।

[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এইরকম আরো অনেক বাংলা জিকে প্রশ্ন পেতে হলে আপনারা ভিজিট করুন বাংলা সাজেশন সাইটে।[/su_note]

Back to top button