তেলেনাপোতা আবিষ্কার থেকে ৩৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩

একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন উত্তরসহ দিয়ে দেওয়া হলো।

Class 11 Bangla Suggestion

ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বাংলা সাজেশন সাইটে। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় “তেলেনাপোতা আবিষ্কার” থেকে কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। যেগুলি তোমাদের অবশ্যই পড়া উচিৎ।

তেলেনাপোতা আবিষ্কার গল্পটি প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি কল্পবিজ্ঞান মূলক গল্প। এই অধ্যায় থেকে তোমাদের যে সকল ছোটো প্রশ্ন গুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলি নিয়েই আজকের এই পোস্ট।

তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি নোট করে নেবে কেননা তোমাদের পরীক্ষার জন্যে কিন্তু এই প্রশ্ন উত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ।

আর এই ধরনের বিভিন্ন অধ্যায়ের সাজেশন, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, ইত্যাদির জন্যে আমাদের বাংলা সাজেশন সাইটকে অবশ্যই ভিজিট করবে।

তেলেনাপোতা আবিষ্কার থেকে ৩৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (SAQ)

 

১. তেলেনাপোতা আবিষ্কার গল্পটি প্রেমেন্দ্র মিত্রের কোন গল্প সংকলনের অন্তর্গত?

উত্তরঃ তেলেনাপোতা আবিষ্কার গল্পটি প্রেমেন্দ্র মিত্রের “কুড়িয়ে ছড়িয়ে” গল্প সংকলনের অন্তর্গত।

২. তেলেনাপোতা আবিষ্কারের জন্য কজন সঙ্গি থাকা উচিত?

উত্তরঃ তেলেনাপোতা আবিষ্কারের জন্য দুজন সঙ্গি থাকা উচিত।

৩. তেলেনাপোতা আবিষ্কারের জন্য গল্পে কোন মাসের উল্লেখ করা হয়েছে?

উত্তরঃ তেলেনাপোতা আবিষ্কারের জন্য গল্পে ভাদ্র মাসের উল্লেখ করা হয়েছে।

৪. পাতলা কাচের মতো পাখার অধিকারী বলে কবি কাকে বুঝিয়েছেন?

উত্তরঃ পাতলা কাচের মতো পাখার অধিকারী বলে কবি ফড়িংকে বুঝিয়েছেন।

৫. গল্পে যামিনীর মা নিজেকে কি বলে সন্মোধন করেছেন?

উত্তরঃ গল্পে যামিনীর মা নিজেকে “ঘাটের মড়া” বলে সন্মোধন করেছেন।

৬. তেলেনাপোতা যাওয়ার শেষ বাহন কি ছিল?

উত্তরঃ তেলেনাপোতা যাওয়ার শেষ বাহন ছিল গোরুর গাড়ি।

৭. তেলেনাপোতায় কতো বছর আগে ম্যালেরিয়া হয়েছিল?

উত্তরঃ এক – দেরশো বছর আগে তেলেনাপোতায় ম্যালেরিয়া হয়েছিল।

৮. পাঠ্যাংশে আপনি বলতে কাকে বোঝানো হয়েছে?

উত্তরঃ পাঠ্যাংশে আপনি বলতে পাঠককে বোঝানো
হয়েছে।

আরও পড়ুন: এক নজরে একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩ | Class 11 Bangla Suggestion 2023

৯. কতদিন আগে নিরঞ্জন যামিনীদের বাড়িতে এসেছিল?

উত্তরঃ চার বছর আগে নিরঞ্জন যামিনীদের বাড়িতে এসেছিল।

১০. ক্যানেস্তারা বলতে কি বোঝানো হয়েছে?

উত্তরঃ ক্যানেস্তারা বলতে টিনের তৈরি বাদ্যকে বোঝানো হয়েছে, যা তারা সাধারণত বাঘ তাড়ানোর জন্য ব্যবহার করতো।

১১. একটা কেমন গন্ধ অনেকক্ষণ ধরে সবাইকে অভ্যর্থনা করছে?

উত্তরঃ একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরে সবাইকে অভ্যর্থনা করছে।

নতুন আপডেট:- পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে অষ্টম শ্রেণী পাশে চাকরি | বেতন ১২০০০ টাকা | অষ্টম শ্রেণী পাশে চাকরি

১২. তেলেনাপোতাকে শেষপর্যন্ত লেখকের কি বলে মনে হয়েছিল?

উত্তরঃ তেলেনাপোতাকে শেষপর্যন্ত লেখকের অবাস্তব কুয়াশার কল্পনামাত্র বলে মনে হয়েছিল।

১৩. ‘কিন্তু সে কথা ওকে বলে কে?’ – কোন কথা?

উত্তরঃ নিরঞ্জন ইতিমধ্যে বিয়ে করে সংসার করছে এই কথা।

১৪. “বসে আছেন কেন? টান দিন” – উক্তিটির বক্তা কে?

উত্তরঃ উক্তিটির বক্তা যামিনী।

১৫. তেলেনাপোতা আবিষ্কার করতে হলে কখন বেরোতে হবে?

উত্তরঃ তেলেনাপোতা আবিষ্কার করতে হলে খুব ভোরবেলাতে বেরোতে হবে।

১৬. “ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে” – এখানে লেখক কাদের সাথে বিবাদের কথা বলেছেন?

উত্তরঃ এখানে লেখক দু-তিনটি চামচিকার সাথে বিবাদের কথা বলেছেন।

১৭. “আমার কথার নড়চড় হবে না” – কে একথা বলেছিল?

উত্তরঃ “আমার কথার নড়চড় হবে না” – একথা বলেছিল কথক স্বয়ং।

১৮. “যামিনী বলবে” – যামিনী কি বলবে যখন লেখকরা চলে আসতে উদ্যত হবে?

উত্তরঃ যখন লেখকরা চলে আসতে উদ্যত হবে তখন যামিনী বলবে, আপনাদের ছিপটিপ যে পড়ে রইল।

১৯. ‘মহাকালের কাছে সাক্ষ দেওয়ার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে’ – এসব দেখে কথকের কি মনে হয়?

উত্তরঃ এসব দেখে কথকের মনে হয় বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে যেন সরে যাচ্ছে।

২০. “ঘরে ঢুকে বুঝতে পারবেন” – কি বুঝতে পারবেন?

উত্তরঃ ঘরে ঢুকে বুঝতে পারবেন ঘরটির অধিষ্ঠাত্রী আত্মা ক্ষুব্ধ হয়েছেন।

২১. তেলেনাপোতা যাবার সময় বড়ো রাস্তা থেকে নেমে কোথায় দাঁড়াতেই হবে?

উত্তরঃ তেলেনাপোতা যাবার সময় বড়ো রাস্তা থেকে নেমে কোনো এক জলার কাছে দাঁড়াতে হবে।

২২. তেলেনাপোতা যাবার আসল উদ্দেশ্য কী ছিল?

উত্তরঃ তেলেনাপোতা যাবার আসল উদ্দেশ্য ছিল মাছ ধরা।

২২. তেলেনাপোতা যাবার আসল উদ্দেশ্য কী ছিল?

উত্তরঃ তেলেনাপোতা যাবার আসল উদ্দেশ্য ছিল মাছ ধরা।

২৩. নিরঞ্জন কে ছিল?

উত্তরঃ যামিনীর মায়ের দূর সম্পর্কের এক বোনপো ছিল নিরঞ্জন।

২৪.“ আমি জানতুম তুই না এসে পারবি না” – কে কাকে বলেছে?

উত্তরঃ যামিনীর মা গল্প কথককে নিরঞ্জন মনে এই
কথাগুলো বলেছে।

২৫. “প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না” – কাদের, কোন প্রতীক্ষা ব্যর্থ হবে না?

উত্তরঃ তেলেনাপোতা আবিষ্কার নামক গল্পে লেখক ও তার বন্ধুদের প্রতীক্ষা ব্যর্থ হবে না।

• কারন একটু পরেই তারা আবছা অন্ধকারে ধীর গতিতে একটি ক্ষীণ আলো প্রজ্বলিত সহ গরুর গাড়িকে এগিয়ে আসতে দেখবে।

নতুন আপডেট:- কোন কোন রোগের জন্যে কোন কোন টেস্ট | গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন (Science GK)

২৬. গোরুর গাড়িটি দেখে কথকের কি মনে হয়েছিল?

উত্তরঃ গোরু এবং গোরুর গাড়িটিকে দেখে গল্পকথক এবং তার সঙ্গীদের মনে হয়েছিল পাতালের কোনো বামনের দেশ থেকে গাড়িটি এসেছিল।

২৭. মশারা কীভাবে নবাগতদের অভিনন্দন জানাবে বলে কথক মনে করেন?

উত্তরঃ ভাঙা লন্ঠনের চিমনির আলো ক্রমে ক্রমে নিভে আসলে মশার দল ভিড় করে আসে এবং অতিথিদের অভিনন্দন জানানোর জন্য ক্রমাগত হুল ফুটিয়ে চলে।

২৮. তেলেনাপোতা আবিষ্কার গল্পে গল্পকথকের বাস করা ঘরটির রুষ্ট আত্মার অভিশাপ কীভাবে বর্ষিত হয়েছিল বসবাসকারীদের ওপর?

উত্তরঃ একটু হাঁটাচলা করলেই ঘরের ছাদের দেওয়াল থেকে ভাঙা প্লাস্টার গল্পকথকের গায়ের ওপর বর্ষিত হচ্ছিল।

২৯. “তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে” – চমক ভেঙে কি দেখবেন?

উত্তরঃ চমক ভেঙে গল্পকথক দেখবেন স্থির জল কেঁপে উঠেছে এবং বড়শির ফাতনা তার ফলে ধীরে ধীরে দুলছে।

৩০. ‘তবু মুখে ওর না নেই’ – কার কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে কে বলেছে?

উত্তরঃ আলোচ্য অংশে যামিনীর কথা বলা হয়েছে।

• যামিনীর বৃদ্ধা অসুস্থ মা মনে করেন যে তিনি নানাভাবে যামিনীকে যন্ত্রণা দিয়ে থাকেন, কিন্তু যামিনী কখনোই তার মাকে তিরস্কার করে না। সেই প্রসঙ্গেই যামিনীর মা এই কথা বলেছেন।

৩১. “থাক না” – কে কোন প্রসঙ্গে বলেছে এই কথা?

উত্তরঃ তেলেনাপোতা আবিষ্কার গল্পে কথক ও তার সাথীরা ফিরে আসার মুহূর্তে গোরুর গারিতে ওঠার সময়ে যামিনী গল্পকথককে লক্ষ করে তার ছিপগুলি পড়ে থাকার কথা বলে। যামিনীকে হয়তো কিছুটা আশ্বস্ত করেই গল্পকথক থাক না শব্দটি উচ্চারণ করেছিলেন।

৩২. মহানগরে ফিরে আসার পর তেলেনাপোতা সম্পর্কে লেখকের কি মনে হতে থাকে?

উত্তরঃ মহানগরে ফিরে আসার পর লেখকের মনে
তেলেনাপোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে।

৩৩. “কিন্তু সে কথা ওকে বলবে কে?” – কোন কথা কাকে বলার কথা বলা হয়েছে?

উত্তরঃ নিরঞ্জন যামিনীকে বিয়ে করবে না বলেই বিদেশ যাবার মিথ্যা কথা যামিনীর মাকে শুনিয়েছিল। নিরঞ্জন যে বহু আগেই বিয়ে করে সংসার পেতেছে সেই কথাটি যামিনীর মাকে যে বলা যায়নি, সেই কথাই বলা হয়েছে।

৩৪. “বসে আছেন কেন? টান দিন।” – কে কাকে কিসে টান দেওয়ার কথা বলেছে?

উত্তরঃ তেলেনাপোতা আবিষ্কার নামক গল্পে কথক ও তার দুই বন্ধু তেলেনাপোতায় গিয়েছিল মাছ ধরার অভিপ্রায়ে সেখানে কোনো এক পুকুরে কথককে দির্ঘক্ষন ছিপ হাতে বসে থাকতে দেখে যামিনী কথককে ছিপে টান দেওয়ার কথা বলেছে।

৩৫. “এই অজগর পুরীর ভেতরে বসে সেই আশায় দিন গুনছে” – কে কীসের আশায় দিন গুনছে?

উত্তরঃ যামিনীর মা আশায় দিন গুনছে।

• যামিনীর মা যামিনীর বাল্য বয়সে তার দূর সম্পর্কের কোনো এক বোনপোর সাথে যামিনীর বিবাহ স্থির করেন। সেই ছেলেটি বিদেশ থেকে চাকরি করে ফিরে আসার পরে যামিনীকে বিয়ে করবে। সেই আশাতেই বৃদ্ধা দিন গুনছে।

[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এই ধরনের বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর পাওয়ার জন্যে ভিজিট করুন আমাদের সাইট বাংলা সাজেশন অফিসিয়ালে।[/su_note]

Back to top button