টাটা স্টিল ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট ২০২২ | ১৭, ৫০০ বেতনের টাটা স্টিলের নতুন চাকরির বিজ্ঞপ্তি
টাটা স্টিল কোম্পানি থেকে প্রকাশিত হলো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং ১৭৫০০ টাকা বেতন রয়েছে
টাটা স্টিল ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট ২০২২:- নমস্কার বন্ধুরা, বাংলা সাজেশন সাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে চলে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে।
বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি টাটা স্টিল কোম্পানি থেকে প্রকাশিত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। যেখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে। তোমাদেরকে বলে রাখি এখানে আবেদন প্রক্রিয়া রয়েছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে কিন্তু এই বিজ্ঞপ্তিতে আবেদন জানাতে পারবে। এখানে সম্পূর্ণ স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সুতরাং যারা যারা টাটা স্টিল কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক রয়েছে তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ।
পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যেকোনো চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে পারবে এখানে আবেদন করতে কোন রকম আবেদন ফিস এর প্রয়োজন নেই।
তোমাদের এই পোস্টটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বে এখানে জানিয়ে দেবো তোমাদের এখানে আবেদন জানাতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, বয়স সীমা কি চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন এবং আবেদনের শেষ তারিখ কত রয়েছে ইত্যাদি সমস্ত রকম তথ্য কিন্তু জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আজকের পোস্টটি শেষ পর্যন্ত পড়বে।
আর অবশ্য তোমাদেরকে বলে রাখি আমাদের এই ধরনের সরকারি চাকরির আপডেট সরাসরি পেতে অবশ্যই আমাদের নোটিফিকেশনটি অ্যালাও করে নেবে। যাতে আমাদের প্রকাশ করা সরকারি চাকরির আপডেট সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়।
পোষ্টের নাম কি?
সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং সেই পোস্টে আবেদন জানাতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে তোমাদের এসোসিয়েট ইঞ্জিনিয়ার পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন?
এখানে আবেদনের জন্যে তোমাদের Electrical/Electronics/Instrumentation/Mechanical/Mechatronics/Civil/ Ceramics/Metallurgy/Chemical Engineering এর উপরের তোমাদের 3 বছরের ডিপ্লোমা ডিগ্রী কমপ্লিট করা থাকতে হবে তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন।
তোমাদের তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী কমপ্লিট হওয়ার পর তিন বছরের কিন্তু তোমাদের কাজের এক্সপেরিয়েন্স থাকতে হবে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি জেনারেল এবং ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের 55% মার্কস থাকতে হবে। আর যদি তোমরা এসসি, এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের 50% মার্কস থাকলেই হবে।
অন্যান্য বিজ্ঞপ্তি:- পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে অষ্টম শ্রেণী পাশে চাকরি | বেতন ১২০০০ টাকা | অষ্টম শ্রেণী পাশে চাকরি
• ই শ্রম কার্ড নিয়ে চলে এল নতুন আপডেট | জেনে নিন কি কি বেনিফিটস্ রয়েছে
[বি:দ্র: তোমরা যদি Corresponding/ Distance Learning/Part time থেকে শিক্ষাগত যোগ্যতা লাভ করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন জানতে পারবে না।]
বয়সসীমা কত প্রয়োজন?
বয়স সীমা কি চাওয়া হয়েছে এবার জানিয়ে দেব। বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে 1স্ট জুলাই 1990 থেকে 1স্ট জুলাই 2004 সালের মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন জানতে পারবে। এসসি, এসটিদের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে 1স্ট জুলাই 1987 থেকে 1স্ট জুলাই 2004 এর মধ্যে জন্ম তারিখ থাকলেই তোমরা এখানে আবেদন জানতে পারবে।
আবেদন ফিস কত প্রয়োজন?
এখানে আবেদন করতে তোমাদের কোন রকম আবেদন ফিসের প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে।
অন্যান্য চাকরির খবর:- উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে | দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন
বেতন কত রয়েছে?
এবার জানিয়ে দেবো তোমাদের বেতন কত দেওয়া হবে অর্থাৎ তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে। তোমাদের কিন্তু 17, 500 টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে 4.6 LPA পেয়ে যাবে।
সিলেকশন প্রসেস কেমন রয়েছে?
এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে সবার প্রথমে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে এবং রিটেন টেস্টে পাস করার পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে এখানে সিলেকশন হয়ে যাবে।
আবেদন এর লাস্ট ডেট কবে?
এবার জানিয়ে দেবো তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদন কত দিন পর্যন্ত চলবে। 15 জুলাই 2022 থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন করার শেষ তারিখ হল 31 জুলাই 2022 পর্যন্ত। এবং এখানে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার্থীর ১০ দিন আগে। পরীক্ষার তারিখ কিন্তু এখনো কোনো রকম কিছু জানানো হয়নি। তবে যখনই এ বিষয়ে কোনো রকম আপডেট আসবে অবশ্যই আমরা জানিয়ে দেবো তার জন্য আমাদের বাংলা সাজেশন সাইটের সাথে অবশ্যই যুক্ত থাকবেন।
অন্যান্য চাকরি:- জুলাই মাসে প্রকাশিত সেরা চাকরির খবর | July Month New Job Updates 2022
→ বিনামূল্যে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, বেতন রয়েছে ১৯৯০০ টাকা
এখানে কিন্তু তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেওয়া রয়েছে যে অবশ্যই তোমরা আবেদন করার আগে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো রকম ভাবে পড়ে নেবে। অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করার লিংক কিন্তু আমাদের পোস্টের নিচে পেয়ে যাবে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে।
কিভাবে আবেদন করবে?
এরপর তোমার বলে দেবো যে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো এই প্রতিবেদনের শুরুতেই কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। Tata Steel Jobs 2022, Tata Steel Company Jobs, Tata Steel Engineering Recruitment 2022 ।
• তো সবার প্রথমে টাটা স্টিল ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এর নোটিফিকেশন কি তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তারপর সেই নোটিফিকেশনটি অবশ্যই ভালোভাবে পড়ে নেবে।
• এরপর টাটা স্টিল কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করবে। তারপরে সেখান থেকে টাটা স্টিল ক্যারিয়ার অপশনে ক্লিক করবে।
• তারপরে সবার প্রথমেই কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি দেখতে পাবে চারপাশে Apply নাও একটি বাটাম দেখতে পাবে। যেখানে ক্লিক করলেই তোমার সামনে অনলাইন এপ্লিকেশন ফর্মটি চলে আসবে। যেটিকে ভালোভাবে ফিলাপ করে সাবমিট করে দিলে কিন্তু তোমাদের আবেদনের প্রসেস কমপ্লিট হয়ে যাবে।
চাকরির স্থানের ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে যেকোনো জায়গায় তোমাদের চাকরির পোস্টিং হতে পারে। এবং পশ্চিমবঙ্গের যে কোন চাকরি প্রার্থী এই টাটা স্টিল ইঞ্জিনিয়ারিং রেক্রুটমেন্ট এ আবেদন জানাতে পারে।
অফিসিয়াল নোটিশ – এখানে ক্লিক করুন
আবেদন করুন – এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট – এখানে ক্লিক করুন
[su_note note_color=”#f2f2e6″ text_color=”#112cf9″ radius=”0″]এই ধরনের আরো বিভিন্ন সরকারি চাকরির আপডেট সরাসরি পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন সাইটের নোটিফিকেশন Allow করে নেবেন। আর যদি আজকের এই চাকরির তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই দিকে শেয়ার করবেন। আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কোন ধরনের চাকরির আপডেট প্রয়োজন।[/su_note]