নবম শ্রেণী থেকেই বিভাগ বেছে নিতে পারবে ছাত্রছাত্রী – কি বলছে সিলেবাস বৈঠক

অনেকেই হয়তো শুনেছো যে তোমাদের সিলেবাস বদল হতে চলেছে। কিন্তু এছাড়াও অন্য আরেকটি বিষয় রয়েছে যেটি হয়তো অনেকেই জানেন না।

 

সবাই জানি যে দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পরে একাদশ শ্রেণিতে যখন আমরা ভর্তি হব তখন আমাদের সামনে সায়েন্স নিয়ে পড়বো নাকি কমার্স নিয়ে পড়বো নাকি আর্টস নিয়ে পড়বো এই বিভাগগুলি বেছে নেওয়ার বিষয়টি চলে আসে।

 

কিন্তু এবার থেকে আর তা নয়। এবার থেকে তোমরা ক্লাস নাইন থেকে বেছে নিতে পারবে যে তোমরা সাইন্স নিয়ে পড়বে নাকি কমার্স নিয়ে পড়বে নাকি আর্টস নিয়ে পড়বে।

 

হয়তো দেখেছো বিভিন্ন নিউজপেপার থেকে শুরু করে নিউজ চ্যানেলে এই বিষয়ে বিভিন্ন রকমের তথ্য দেওয়া হচ্ছে বিভিন্ন রকম বিজ্ঞপ্তি বেরিয়ে আসছে তার মধ্যে কোন বিজ্ঞপ্তিগুলি সত্য এবং বিজ্ঞপ্তিগুলি কি আদৌ কার্যকর হবে সে বিষয় নিয়ে সমস্ত কিছু তথ্য আজকে দিতে চলেছি সুতরাং এই তথ্যটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বে যাতে করে তোমাদের এ বিষয়ে কোন রকম সমস্যা থাকলে কোনরকম ডাউট থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে।

 

সবার প্রথমেই বলে দেই তোমরা যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে উঠছে বা একাদশ শ্রেণী থেকে যারা দ্বাদশ শ্রেণীতে উঠছে বা দশম শ্রেণীর নিচে যারা রয়েছে নবম শ্রেণী অষ্টম শ্রেণী এবং বাকি যারা রয়েছে তাদের কারোরই কিন্তু কোনোরকম সিলেবাস এবছর পরিবর্তন হচ্ছে না। তোমাদের সবাইকে কিন্তু আগের সিলেবাস অনুযায়ী পঠন-পাঠন করতে হবে।

 

এছাড়াও তথ্য রয়েছে যে এর আগে কবিদের কারণে তোমাদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয়েছিল সেটাও কিন্তু এবছর পরিবর্তন হয়ে তোমাদের পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হলেও এবছর তোমাদের সম্পূর্ণ সিলেবাসে কিন্তু পরীক্ষা নেওয়া হবে।

 

তাহলে এবার বলে রাখি এই যে সিলেবাস পরিবর্তন অর্থাৎ সিলেবাস বদল এর যে তথ্যটি উঠে এসেছে সেটা যৌক্তিকতা কোথায়?

 

রাজ্যের নবগঠিত সিলেবাস কমিটির সদস্যরা বৈঠক করবার পর মোটামুটি একটি প্রস্তাব পেশ করেছেন যে একাদশ শ্রেণী নয় বরং দশম শ্রেণীর আগেই অর্থাৎ নবম শ্রেণীতে ছাত্র-ছাত্রীদের বিভাগ অর্থাৎ সাইন্স কমার্স আর্টস এর মধ্যে বিভাগ বেছে নেওয়ার সুযোগ দেওয়া হোক। অর্থাৎ মাধ্যমিকের আগেই ছাত্র-ছাত্রী যারা রয়েছো তোমরা আর্টস নিয়ে পড়বে কমার্স নিয়ে পড়বে না সায়েন্স নিয়ে পড়বে সে বিষয়ে নিজেদের মতামত অবশ্যই জানাতে পারো।

 

ছাত্র-ছাত্রীরা এখনো পর্যন্ত কিন্তু এই প্রস্তাব প্রাথমিক পর্যায়ে রয়েছে এই প্রস্তাব কিন্তু এখনো কার্যকরী হয়ে উঠতে পারেনি। যতদূর জানা যাচ্ছে জুন মাসের 1 তারিখে আবারো সিলেবাস কমিটির বৈঠক হবে সেখানে আবারও এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

 

সংবাদ প্রতিদিন থেকে বর্তমান পত্রিকা সব জায়গাতেই কিন্তু এই খবর দেওয়া হয়েছে। যেখানে সিলেবাস কমিটির একজন আধিকারিক জানিয়েছেন যে ছাত্র বা ছাত্রী ভবিষ্যতে সাইন্স গ্রুপ নিয়ে পড়তে চায় সে কেন নবম-দশম শ্রেণীতে আর্টস গ্রুপ জোর দিয়ে পড়বে বা বিপরীতে বলা যায় যে ছাত্র বা ছাত্রী ভবিষ্যতে আর গ্রুপ নিয়ে পড়তে চায় সে কেন নবম-দশম শ্রেণীতে সাইন্স গ্রুপ বেশি জোর দিয়ে পড়বে।

 

কিন্তু ভাবনা যদি আবার অতি দূর চলে যায় অর্থাৎ ছাত্র-ছাত্রীদের যদি এটাও ভাবতে থাকে যে আমরা ভবিষ্যতে সাইন্স নিয়ে পড়বো সুতরাং নিচু ক্লাসের আর পড়বো না তাহলে সেটাও কিন্তু বিপদ তাই সিলেবাস কমিটি মোটামুটি আলোচনা করে এই মতামত অর্থাৎ প্রস্তাব রেখেছে যে নবম শ্রেণীতে ছাত্র-ছাত্রীদের বিভাগ বেছে নেওয়ার পূর্ণ সুযোগ দেওয়া হোক।

 

সিলেবাস এর দুটি ভাগ হবে একটি হবে বেসিক ভাগ এবং অন্যটি হবে অ্যাডভান্স ভাগ। যে ছাত্র-ছাত্রী ভবিষ্যতে সাইন্স গ্রুপ নিয়ে পড়তে চায় তাকে নবম-দশম শ্রেণীতে অ্যাডভান্স ভাগে সিলেবাস নিয়ে পড়তে হবে। এবং যে ছাত্র-ছাত্রী ভবিষ্যতে আর গ্রুপ নিয়ে পড়াশোনা করতে চায় তারা নবম-দশম শ্রেণীতে বেশি যে সিলেবাস অর্থাৎ যে বেশি সিলেবাসে সংক্ষিপ্ত আলোচনা থাকবে সেই ভাগ নিয়ে পড়তে হবে।

 

অর্থাৎ ছাত্র-ছাত্রীদের পুরোপুরি সাইন্স থেকে বিচ্ছিন্ন করা চলবে না আবার যে ছাত্র-ছাত্রী ভবিষ্যতে আরও নিয়ে পড়তে চায় তাদেরকে সায়েন্স বিষয়ে অত মনোযোগ বা অত গুরুত্তও দিতে হবে না।অন্যদিকে ধরো যারা সাইন্স নিয়ে পড়তে চাই তাদের পড়তে হবে আর্টস গ্রুপ এর বেসিক বই।

 

কিন্তু নবম দশম শ্রেণি থেকে কমার্স বিষয়টি কিভাবে যুক্ত করা হবে অর্থাৎ ভবিষ্যতে যারা কমার্স নিয়ে পড়তে চায় তাদের ক্ষেত্রে কি ধরনের সিলেবাস রাখা হবে সেই বিষয়টি কিন্তু এখনো বিতর্কের মধ্যে রয়েছে।

 

তোমাদের মনেই প্রশ্ন থাকতে পারে যে এই সিলেবাসের বদল কবে থেকে কার্যকরী হতে পারে। সে বিষয়ে কিন্তু এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। কিন্তু কিছু সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী বিশেষজ্ঞদের মতামত যে আগামী বছর থেকে এই সিলেবাস বদল বা সিলেবাস বৈঠকের প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করা হবে।

 

অর্থাৎ এখন যারা অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছে তারা পরের বছর যখন নবম শ্রেণীতে উঠবে তখন তাদের এই সুযোগটি হতে পারে। বা যদি তাও না হয় যারা এখন সপ্তম শ্রেণীতে পড়ছে তারা যখন নবম শ্রেণীতে ভর্তি হবে তখন তারা এই সুযোগটি অবশ্যই পেতে পারে।

 

সিলেবাস কমিটির একজন আধিকারিক এও কিন্তু জানিয়েছে যে এবার যদি সিলেবাসের বদল হয় তাহলে কিন্তু কোনোরকম সংক্ষিপ্ত বদল হবে না বরং সিলেবাসের আমুল বদল হবে।

 

তো আজকের আপডেট এই পর্যন্তই যদি তোমাদের কোনো রকম ডাউট এখানে থেকে থাকে তাহলে বলে দিই এই তথ্য কিন্তু এখনো কার্যকরী হয়নি সুতরাং তোমরা যদি অন্য কোন সংবাদ মাধ্যম থেকে অন্য রকম কোনো তথ্য পেয়ে থাকো তাহলে অবশ্যই সেটিকে সিরিয়াস নেওয়ার কোন দরকার নেই কারণ এই বিষয়ে প্রস্তাব নবম শ্রেণী থেকেই বিভাগ বেছে নিতে পারবে ছাত্রছাত্রী – কি বলছে সিলেবাস বৈঠককিন্তু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Back to top button