রাজ্যে SSC এর দ্বারা প্রচুর কর্মী নিয়োগ শুরু হল | বেতন ৪০০০০ | SSC Recruitment 2022
রাজ্যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যা নিয়ে আজকে আলোচনা করব।
রাজ্যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনে কর্মী নিয়োগ এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যা নিয়ে আজকে আলোচনা করব। যেখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
এখানে তোমাদের সব থেকে বড় যে সুখবরটি রয়েছে সেটি হল সিলেকশন প্রসেসের জন্য যে এক্সাম তোমাদের নেওয়া হবে সে এক্সাম সেন্টার কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই তোমরা পেয়ে যাবে।।
তাহলে চলুন জেনে নেওয়া যাক যেখানে আবেদন করতে গেলে কি কি রিকোয়ারমেন্টস রয়েছে অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন বয়সসীমা কি প্রয়োজন এবং তোমাদের আবেদনের শেষ তারিখ কত রয়েছে ।
এই ধরনের বিভিন্ন সরকারি চাকরির আপডেট সরাসরি নোটিফিকেশন হিসেবে পেতে আমাদের বাংলা সাজেশন ব্লগের নোটিফিকেশনটি অবশ্যই Allow করে নেবেন।
এসএসসির মাধ্যমে রাজ্যে কর্মী নিয়োগ (SSC Recruitment 2022)
স্টাফ সিলেকশন কমিশন এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে জুনিয়র হিন্দির ট্রান্সলেটর হিসেবে সম্পূর্ণ স্থায়ী পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। যেখানে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে যেকোনো ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু আবেদন জানাতে পারবে। সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন রয়েছে। যারা যারা স্টাফ সিলেকশন কমিশনার (SSC Recruitment 2022) হিসেবে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা অপরচুনিটি রয়েছে।
এবারে কিন্তু এটা জেনে নেব যে এই বিজ্ঞপ্তিতে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং সেই পোস্ট অনুযায়ী তোমাদের বেতন কত হবে সেটা কিন্তু নিচের ছকটি ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে।
(বি.দ্র: এই নিবন্ধটির শেষে আমি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার একটি লিংক পেয়ে যাবেন। যেটিতে ভিজিট করে আপনার অফিসিয়াল নোটিশটি সরাসরি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।)
আপনারা যদি ভারতবর্ষে নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের ছাড়াও অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু ছেলে ও মেয়েরা উভয়ই আবেদন জানাতে পারবে।
বয়সসীমা – বয়স সীমার ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া রয়েছে যে 18 বছরের নিচে অর্থাৎ 18 বছর থেকে 30 বছর পর্যন্ত বয়সের ক্যান্ডিডেটরা এখানে আবেদন জানাতে পারবে। এছাড়াও জন্ম তারিখ হিসেবে বলে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটদের অবশ্যই 2/01/1992 এর আগে জন্ম তারিখ হলে অথবা 1/01/2004 এর পরে জন্ম তারিখ হলে আবেদন জানাতে পারবে না।
এছাড়াও তোমাদেরকে বলে দিই যে শ্রেণী হিসেবে অর্থাৎ এসসি এসটি ওবিসি ইত্যাদির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় থাকে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে।
• জুলাই মাসে প্রকাশিত সেরা চাকরির খবর – July Month New Job Updates 2022
শিক্ষাগত যোগ্যতা – শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলে রাখি আপনাদের কিন্তু অবশ্যই মাস্টার ডিগ্রী কমপ্লিট করা থাকতে হবে অর্থাৎ আপনাদের অবশ্যই এম এ পাস কমপ্লিট থাকতে হবে। শুধু নয় এছাড়াও কিন্তু বলে দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিতে যে আপনাদের যদি হিন্দি সাবজেক্টে অনার্স থেকে থাকে তাহলে অবশ্যই কম্পালসারি সাবজেক্টে ইংলিশ থাকতে হবে এবং যদি আপনাদের ইংলিশ অনার্স থেকে থাকে তাহলে কম্পালসারি সাবজেক্ট হিসেবে হিন্দি থাকতে হবে।
কিভাবে আবেদন করবেন – এখানে আবেদন করতে হলে আপনাদের কিন্তু এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে হবে। সেখানে ভিজিট করার পরে আপনাদের সেখানে একটি নতুন ইউজার আইডি অর্থাৎ নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে (যদি আপনাদের পুরনো অ্যাকাউন্ট না থেকে থাকে তবেই) । তারপরে সেখানে আপনাকে লগইন করে তারপরে আপনারা আবেদন করতে পারবেন।
আবেদন ফিস – আপনাদের আবেদন করার সময় আবেদন ফিস লাগবে 100 টাকা। এবং যারা এস সি, এস টি,ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু আবেদন ফিস লাগবে না। এবং তোমাদের বলে রাখি এই আবেদন ফিস কিন্তু তোমাদের নেট ব্যাঙ্কিং এবং ভিম ইউপিআই এছাড়াও ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যম থেকে করতে পারো।
আবেদনের তারিখ – তোমাদের আবেদন কিন্তু জুলাইয়ের 20 তারিখ 2022 থেকে শুরু হবে এবং এই আবেদন চলবে 7 ই আগস্ট 2022 তারিখ পর্যন্ত। অর্থাৎ 7ই আগস্ট ২০২২ তারিখ কিন্তু তোমাদের আবেদন করার শেষ দিন।
কি কি ডকুমেন্টস লাগবে – অনলাইনে আবেদন করার আগে তোমাদেরকে অবশ্যই পাসপোর্ট সাইজ ফটো এবং এডুকেশন কোয়ালিফিকেশন এর প্রুফ হিসেবে তোমার রেজাল্ট, এডমিট কার্ড প্রয়োজন। এছাড়াও তোমরা যদি এস সি, এস টি, ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদের সেই কাস্ট সার্টিফিকেট লাগবে।
রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন – তোমরা যদি নতুন ইউজার হয়ে থাকো তাহলে তোমাদের রেজিস্ট্রেশন করতে কিন্তু প্যান কার্ড, ভোটার কার্ড, মোবাইল নাম্বার, জিমেইল, পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, স্টুডেন্ট আইডি ইত্যাদি অবশ্যই প্রয়োজন।
এছাড়াও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটি কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবে। মনে রাখবে নোটিশটি কিন্তু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ে তবেই তোমরা এখানে আবেদন প্রক্রিয়া শুরু করবে।
অফিসিয়াল ওয়েবসাইট:- https://ssc.nic.in/
অফিসিয়াল নোটিশ:- https://bit.ly/3B4YWUN
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের বাংলা সাজেশন ব্লগটিতে অবশ্যই ভিজিট করবেন।[/su_note]