৭০০০০ হাজার কর্মী নিয়োগ এসএসসির নতুন বিজ্ঞপ্তি – SSC Job Recruitment 2022

SSC Job Recruitment 2022

 

 

 

 

SSC Job Recruitment 2022:– এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্যে 70 হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আমাদের আজকের এই আলোচনা। আজকের আলোচনায় আপনাদের সমস্ত বিস্তারিত তথ্য আমরা বলে দেবো। আমরা আশা করছি আপনাদের এই বিজ্ঞপ্তি টি ভালো লাগবে ।

SSC এর অফিসিয়াল নোটিফিকেশন কিভাবে ডাউনলোড করবে?

আপনদের আমি এখানে বলে দেবো যে কিভাবে আপনারা স্টাফ সিলেকশনের অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবে।

সবার প্রথমে আপনারা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তারপর আপনারা নিচের দিকে স্করল ডাউন করলে আপনারা 2 নাম্বার নোটিফিকেশন দেখতে পাবেন 20 জুন 2022 অর্থাৎ 20 জুন 2022 এই নোটিফিকেশন টি প্রকাশ করা হয়েছে ।সেখানে আপনারা Important Notice for aspirants বলে একটা অফিশিয়াল নোটিফিকেশন থাকবে সেই অফিশিয়াল নোটিফিকেশন টি আপনারা ডাউনলোড করে নেবেন।

এছাড়াও আমরা নিচে এই অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইখান থেকেও এই অফিশিয়াল নোটিফিকেশন টি ডাওনলোড করে নিতে পারেন।

এই অফিসিয়াল নোটিফিকেশন টি কথা থেকে প্রকাশ করা হয়েছে?

এবার আমরা একদম সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাবো। নিচে আমরা অফিসিয়াল নোটিফিকেশনটির ছবির দিয়ে দিলাম, আপনারা এখানেও দেখে নিতে পারেন।

SSC Job Recruitment 2022

আপনারা দেখতে পারছেন যে এই অফিসিয়াল নোটিফিকেশন টি প্রকাশ করা হয়েছে Goverment of India, Ministry of Personnel, Public Grievances and Pensions, Depertment of Personnel and Training, Staff Selection Commission, Block No. 12, CGO Complex, Lodhi Road, Delhi-110003 থেকে।

এসএসসির ক্ষেত্র থেকে বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু পরীক্ষা শুরু হবে যেখানে তোমাদের 70 হাজারের বেশি কর্মী কিন্তু নিয়োগ করা হবে। এই এসএসসি রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এখনো আন্ডার ভেরিফাইং এ রয়েছে অর্থাৎ এখনো কিন্তু এগুলো বের হয়নি খুব শীঘ্রই কিন্তু এই প্রসেস শুরু হয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলে রাখতে চাই যে এসএসসির জন্য তোমরা যদি প্রস্তুতি নিতে চাও তাহলে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও।

এসএসসির আন্ডারে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট বা পদ রয়েছে তোমরা যে যেই পদের জন্য ইচ্ছুক আবেদন জানাতে সেই সমস্ত পোষ্টের বিজ্ঞপ্তি কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সুতরাং তোমাদের মনে রাখতে হবে যে অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। আমি এসএসসির যে অফিশিয়াল ওয়েবসাইট টি রয়েছে তার লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি সেই লিংকটি কপি করে নিজেদের ব্রাউজারে পেস্ট করে ভিজিট করলেই কিন্তু তোমরা এসএসসির অফিশিয়াল ওয়েব সাইটটিতে পৌঁছে যাবে।

তাহলে তোমরা সবাই হয়তো বুঝতে পেরেছ যে এসএসসির জন্য 70000 ভ্যাকেন্সি খুব শীঘ্রই বের হতে চলেছে।

এসএসসির আপডেটেড বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আমরা আমাদের বাংলা সাজেশন ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই আমাদের সাইটটিকে ফলো করবে। এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিকে কারেন্ট অ্যাফেয়ার্স জিআই জেনারেল সাইন্স ইত্যাদি প্রশ্নের সিরিজ কিন্তু আমাদের বাংলা সাজেশন ব্লগেই তোমরা পেয়ে যাবে সুতরাং আমাদের সাইটে তোমাদের বুকমার্কে সেভ করে রাখবে।

Official Website:- https://ssc.nic.in/

অন্যান্য→আসাম রাইফেলে নিয়োগের বিজ্ঞপ্তি– Assam Rifles New Vacancy 2022

IDBI ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি – IDBI Bank Recruitment 2022

টাটা স্টিল ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট ২০২২ | ১৭, ৫০০ বেতনের টাটা স্টিলের নতুন চাকরির বিজ্ঞপ্তি

আজকের জন্য এটুকুই এসএসসি তরফ থেকে নতুন কোন বিজ্ঞপ্তি বের হলেই কিন্তু সবার প্রথমে আমরা তোমাদের আপডেট দিয়ে দেব।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]চাকরি সংক্রান্ত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত তথ্যাদি জন্য আমাদের বাংলা সাজেশন ব্লগটিকে ফলো করবে।[/su_note]

Back to top button