SSC JE নিয়োগ বিজ্ঞপ্তি 2022: ssc.nic.in-তে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করুন, বেতন, সিলেকশন পদ্ধতি জানুন

ssc job vacancy

SSC JE নিয়োগ বিজ্ঞপ্তি 2022: চাকরিসন্ধানী দের জন্যে চলে এসেছে একটি নতুন সুখবর। আবারো SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জারি করা হলো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি।  পশ্চিমবঙ্গের যেকোনো ছেলে ও মেয়ে এখানে আবেদন জানাতে পারবেন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানতে পারবেন। আগ্রহী প্রার্থীরা এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার পদে (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং পরিমাণ জরিপ এবং চুক্তি) কর্মী নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অনেকগুলি পোস্টের জন্যে কর্মী নিয়োগ করা হচ্ছে।

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো ভাবে পরে নেবেন। তারপরে যত শীঘ্রই সম্ভব আবেদন করে নেবেন।  কারণ এখানে আবেদনের লাস্ট ডেট রয়েছে ৩০ সে আগস্ট ২০২২। যারা যারা এখানে আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই বিশদে জানুন নিম্মে।

নতুন চাকরি: Indian Coast Guard Recruitment 2022: ভারতীয় উপকূলরক্ষা বাহিনীতে নতুন নিয়োগ, জেনে নিন আবেদন প্রক্রিয়া

অন্যান্য চাকরি: জু অথরিটিতে কর্মী নিয়োগ | ২২৪০০ টাকা বেতন | M.Sc পাশে চাকরি | ২০ আগস্ট পর্যন্ত আবেদন | জেনে নিন বিস্তারিত

SSC JE Job 2022: একনজরে

পদ: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)
পদ: জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদ: জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
পদ: জুনিয়র ইঞ্জিনিয়ার (পরিমাণ জরিপ এবং চুক্তি)

SSC JE Job 2022: বেতন

বেতন রয়েছে 35400 টাকা  – 112400 টাকা প্রতি মাস (level 6)

SSC JE Job 2022: বয়সসীমা

আগ্রহী প্রার্থীদের বয়স যদি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হয় তাহলেই এখানে আবেদন যোগ্য।

SSC JE Job 2022: আবেদন ফি

ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন।

জেনারেল/ওবিসি/EWS -এর জন্য: ১০০ টাকা
SC/ST এর জন্য: কোনো ফি নেই

অন্যান্য চাকরি: WB Job News: বিশ্বভারতীতে নতুন শিক্ষক নিয়োগ, বেতন রয়েছে ১ লক্ষ টাকা

SSC JE Job 2022: কীভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। বিস্তারিত অবশ্যই জেনে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনে।

SSC JE Job 2022: গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদন জমা দেওয়ার শুরুর তারিখ: 12 আগস্ট, 2022
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: সেপ্টেম্বর 02, 2022
অনলাইনের মাধ্যমে ফি প্রদানের শেষ তারিখ: সেপ্টেম্বর 03, 2022
অনলাইন আবেদন সংশোধনের শেষ তারিখ: সেপ্টেম্বর 04, 2022

SSC JE Job 2022: নির্বাচন প্রক্রিয়া

নির্বাচন হবে পেপার-১ (কম্পিউটার ভিত্তিক পরীক্ষা) এবং পেপার-২ (বর্ণনামূলক) এর উপর ভিত্তি করে।

→ জরুরি লিংক ←

 

Right Arrow অফিসিয়াল নোটিশ

Right Arrowঅফিসিয়াল সাইট

Right Arrowরেজিস্টার করুন

→অন্যান্য চাকরির খবর ←

Back to top button