একনজরে দেখেনিন ইসরো ইউআরএসসি উত্তরপত্র ২০২২ (ISRO URSC ANSWER KEY 2022)

ISRO URSC ANSWER KEY 2022

ISRO URSC ANSWER KEY 2022:-Technician B/ Draughtsman-B/ Technical Assistant/ Scientific Assistant/ Library Assistant/ Hindi Typist/ Catering Attendant-“A” ইত্যাদি পদগুলোর জন্যে ISRO URSC এর শূন্যপদে নতুন রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছিল। পরীক্ষা হওয়ার কথা ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে (ISRO URSC ANSWER KEY 2022)। কিন্তু কোনো কারণে সেই পরীক্ষা স্থগিত হয়ে যায় ও নতুন তারিখ দেওয়া হয়। পরবর্তী পরীক্ষা রাখা হয় এই সালের নভেম্বর মাসের 3 তারিখে। ইতিমধ্যেই সম্পূর্ণ দেশের সমস্ত জায়গায় এই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে। এখন পরীক্ষাপ্রার্থিরা অবশ্যই অপেক্ষা করছে তাদের পরীক্ষার ISRO URSC ANSWER KEY 2022 দেখতে। ইতিমধ্যেই ISRO URSC এর তরফ থেকে ISRO URSC ANSWER KEY 2022 উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। পরীক্ষার পর ISRO URSC প্রতিষ্ঠান উত্তরপত্র জারি করেছে। সেই কারণে, প্রার্থীরা ISRO-তে যাওয়ার সম্ভাবনা পরীক্ষা করার জন্য URSC অফিসিয়াল উত্তরপত্র খুঁজছেন।

উচ্চমাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন আপনিও!

রাজ্যে মাধ্যমিক এবং ক্লাস ৮ পাশে রয়েছে হাইকোর্টে চাকরির সুযোগ , আবেদন করতে পারবেন আপনিও!

সবাই হয়তো জানেন যে যারা এই সিবিটি পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করেছে শুধুমাত্র তাদেরকেই নির্বাচন করা হবে। প্রশ্নপত্র এবং উত্তরপত্র (ISRO URSC ANSWER KEY 2022) এর সাহায্যে প্রার্থীরা নিজেদের পরীক্ষায় স্কোর সহজেই অনুমান করতে পারবে।

একনজরে দেখেনিন ইসরো ইউআরএসসি উত্তরপত্র ২০২২ (ISRO URSC ANSWER KEY 2022)

সংস্থার নামভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)
নিয়োগ পদU R Rao Satellite Centre (URSC)
শূন্যপদের নামTechnician B, Draughtsman-B, Technical Assistant, Scientific Assistant, Library Assistant, Hindi Typist,
নির্বাচন প্রক্রিয়াWritten Test, Skill Test
উত্তরপত্র প্রকাশনভেম্বর, 2022
অফিসিয়াল সাইটwww.isro.gov.in
অবজেকশন জমানভেম্বর, 2022

প্রার্থীদের মধ্যে কারোর যদি এই উত্তরপত্রের প্রতি আপত্তি থেকে থাকে তাহলে তারা তাদের আপত্তিপত্র জমা দিতে পারবে। আপত্তি পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর দ্বারা হবে। এই ধরনের প্রার্থীদের ISRO URSC পরীক্ষার পত্র পরীক্ষা করার জন্য বৈধ প্রমাণ প্রদান করতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা U R Rao Satellite Center (URSC) Answer Key 2022 অবশ্যই দেখতে হবে যদি তারা পরীক্ষার উপযুক্ত উত্তর জানতে আগ্রহী হন।

ISRO URSC ANSWER KEY 2022: উত্তরপত্র দেখুন 👁️‍🗨️

Back to top button