কোন কোন রোগের জন্যে কোন কোন টেস্ট – গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন (Science GK)
জেনারেল সাইন্সের জন্যে দরকারি বিভিন্ন প্রশ্নের মধ্যে এই প্রশ্ন গুলি কিন্তু চাকরির পরীক্ষায় থেকে থাকে। তাই এই ধরনের প্রশ্নগুলি অবশ্যই জেনে রাখা ভালো।
আজকের জিকে প্রশ্নের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আলোচনা করবো বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা করা হয় কি কি টেস্ট করানো হয় সেই সব তথ্য গুলি সম্মন্ধে (Science GK Questions in Bangla)। এটি কিন্তু তোমাদের সাইন্স এর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জেনারেল সাইন্সের জন্যে দরকারি বিভিন্ন প্রশ্নের মধ্যে এই প্রশ্ন গুলি কিন্তু চাকরির পরীক্ষায় থেকে থাকে। তাই এই ধরনের প্রশ্নগুলি অবশ্যই জেনে রাখা ভালো।
তাহলে চলো জেনে নেওয়া যাক কোন কোন রোগের জন্যে কোন কোন টেস্ট বা পরীক্ষা করতে হয় সে বিষয়ে MCQ অথবা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Science GK in Bangla)
(Science GK) বিভিন্ন রোগের জন্যে রয়েছে বিভিন্ন টেস্ট – GS Important Questions & Answer
i) কোভিড 19 রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- RTPCR টেস্ট
- RTPSIER টেস্ট
- RTPCIR টেস্ট
- none
উত্তর:- A. RTPCR টেস্ট
ii) ডেঙ্গ রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- NSA1 টেস্ট
- NS1 টেস্ট
- NSG টেস্ট
- RDTS
উত্তর:- B. NS1 টেস্ট
iii) কিডনি সংক্রান্ত রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- TSH
- RDTS
- GFR
- বায়োপসি
উত্তর:- C. GFR
iv) থাইরয়েড রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- NSA1 টেস্ট
- NS1 টেস্ট
- NSG টেস্ট
- TSH টেস্ট
উত্তর:- D. TSH টেস্ট
v) ক্যান্সার নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- বায়োপসি, মাইলে পরীক্ষা
- কচের টেস্ট
- বিলিরুবিন টেস্ট
- এলিসা টেস্ট
উত্তর:- A. বায়োপসি, মাইলে পরীক্ষা
vi) এইডস রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- NSA1 টেস্ট
- এলিস টেস্ট
- NSG টেস্ট
- RDTs
উত্তর:- B. এলিস টেস্ট
vii) টাইফয়েড রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- টাইফাই
- টাইফা
- টাইফিডট
- কোনোটিই নয়
উত্তর:- C. টাইফিডট
অন্যান্য বিষয়:- ৩০ টি গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন | 30 Most Important Bangla GK Questions | SSC, WBP, KP, Railway
viii) যক্ষা রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- ম্যানটক্স টেস্ট
- স্পাইরোমেট্রি
- হিনটনের পরীক্ষা
- কোনোটিই নয়
উত্তর:- A. ম্যানটক্স টেস্ট
ix) নিউমোনিয়া রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- কুম্বস টেস্ট
- জেনোমিক সিকোয়েন্সিক
- এলিসা টেস্ট
- হেমাগ্লুটিনেশন টেস্ট
উত্তর:- D. হেমাগ্লুটিনেশন টেস্ট
x) কলেরা রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- কুম্বস টেস্ট
- কাচের টেস্ট
- এলিসা টেস্ট
- হেমাগ্লুটিনেশন টেস্ট
উত্তর:- B. কাচের টেস্ট
xi) অ্যাজমা রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- স্পাইরোমেটি
- কুম্বস টেস্ট
- স্নেলেলেন
- কোনোটিই নয়
উত্তর:- A. স্পাইরোমেটি
xii) জন্ডিস নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- স্পাইরোমেট্রি
- ভিসেরা পরীক্ষা
- বিলিরুবিন টেস্ট
- RDTS
উত্তর:- C. বিলিরুবিন টেস্ট
xiii) প্লেগ রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- মাইলে পরীক্ষা
- ম্যানটক্স টেস্ট
- ওয়েসন স্টেন টেস্ট
- কোনোটিই নয়
উত্তর:- C. ওয়েসন স্টেন টেস্ট
xiv) ম্যালেরিয়া নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- RDTs টেস্ট
- NS1 টেস্ট
- TSH টেস্ট
- কোনোটিই নয়
উত্তর:- A. RDTs টেস্ট
xv) দৃষ্টি শক্তি নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- স্পাইরোমেট্রি
- ভিসেরা পরীক্ষা
- বিলিরুবিন টেস্ট
- স্নেলেলেন টেস্ট
উত্তর:- D. স্নেলেলেন টেস্ট
অন্যান্য বিষয়:- গুরুত্বপূর্ণ ২৭ টি বাংলা জিকে প্রশ্ন (Bangla Interesting GK) | বাংলা জিকে প্রশ্ন পার্ট ১ | বাংলা সাজেশন
xvi) সিফিলিস রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- হিনটনের পরীক্ষা
- কুম্বস টেস্ট
- এলিসা টেস্ট
- কোনোটিই নয়
উত্তর:- A. হিনটনের পরীক্ষা
xvii) ব্রুসেলোসিস রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- হিনটনের পরীক্ষা
- কুম্বস টেস্ট
- এলিসা টেস্ট
- কোনোটিই নয়
উত্তর:- B. কুম্বস টেস্ট
xviii) ময়নাতদন্ত নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- RDTs টেস্ট
- NS1 টেস্ট
- TSH টেস্ট
- ভিসেরা টেস্ট
উত্তর:- D. ভিসেরা টেস্ট
xix) কুষ্ঠ রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- হিনটনের পরীক্ষা
- কুম্বস টেস্ট
- এলিসা টেস্ট
- লেপ্ৰমিন টেস্ট
উত্তর:- D. লেপ্ৰমিন টেস্ট
xx) পোলিও রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- হিনটনের পরীক্ষা
- জেনোমিক সিকয়েন্সিং
- এলিসা টেস্ট
- লেপ্রমিন টেস্ট
উত্তর:- B. জেনোমিক সিকয়েন্সিং
অন্যান্য বিষয়:- ৩০টি অ্যাসিড সংক্রান্ত জিকে প্রশ্ন – সাইন্স জিকে প্রশ্ন (Science GK Questions in Bangla)
xxi) ডিপথেরিয়া রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- সিক টেস্ট, এলেক্স টেস্ট
- জেনোমিক সিকয়েন্সিং
- এলিসা টেস্ট
- লেপ্রমিন টেস্ট
উত্তর:- A. সিক টেস্ট, এলেক্স টেস্ট
xxii) থ্যালাসেমিয়া নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- হিমোগ্লোবিন টেস্ট
- থাইরয়েড টেস্ট
- বায়োপসি
- কোনোটিই নয়
উত্তর:- A. হিমোগ্লোবিন টেস্ট
xxiii) বাত/রিউম্যাটিজম রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়?
- রোজ টেস্ট
- রোজ ওয়াটার টেস্ট
- কুম্বস টেস্ট
- কোনোটিই নয়
উত্তর:- B. রোজ ওয়াটার টেস্ট
xxiv) ডায়াবেটিস রোগ নির্ণয়ের পরীক্ষার নাম কি?
- NS1
- TSH
- A1C
- none
উত্তর:- C. A1C
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এই ধরনের আরও বিভিন্ন কারেন্ট এফেয়ার্স জেনারেল নলেজ জেনারেল সাইন্স এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন সরাসরি পেতে আমাদের বাংলা সাজেশন ব্লগের নোটিফিকেশনটিকে অ্যালাও করে নিন।[/su_note]