মিশ্রধাতু সম্মন্ধিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Science GK About Alloy | WBP Main, Railway Group D, SSC, PSC

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা মিশ্রধাতু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব যা আপনাদের WBP Main, SSC, PSC, Railway Group D প্রভৃতি চাকরির পরীক্ষা তে সাহায্য করবে। 

তো নিচে আমরা মিশ্র ধাতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ 16 টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করছি আমাদের এই প্রশ্ন এবং উত্তর আপনাদের চাকরি পরীক্ষাতে অনেক সাহায্য করবে এবং তার সাথে আপনাদের Knowledge কেউ অনেক বাড়িয়ে তুলবে।

Science gk in Bengali

16 Science GK Questions in Bengali | মিশ্র ধাতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ 16 টি প্রশ্ন ও উত্তর 

1. পিতলের মিশ্ৰধাতু কি?

  1. তামা ও দস্তা
  2. তামা ও নিকেল
  3. টিন ও তামা
  4. কোনােটিই নয়

উঃ পিতলের মিশ্ৰধাতু হল তামা ও দস্তা।

2. কনস্টান্টেন কিসের মিশ্র ধাতু?

  1. সীসা ও টিন
  2. তামা ও টিন
  3. তামা ও নিকেল
  4. সীসা ও নিকেল

উঃ কনস্টান্টেন তামা ও নিকেল এর মিশ্র ধাতু।

3. ডুরেলুমিন (Duralumin) কিসের মিশ্ৰধাতু?

  1. টিন ও সীসা
  2. অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ
  3. নিকেল, ক্রোমিয়াম ও লােহা
  4. অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম

উঃ ডুরেলুমিন (Duralumin) অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ এর মিশ্ৰধাতু।

4. Delta Metal (ডেল্টা মেটাল) কিসের মিশ্র ধাতু?

  1. তামা, লােহা ও দস্তা
  2. তামা ও দস্তা
  3. নিকেল, ক্রোমিয়াম ও লােহা
  4. কোনােটিই নয়

উঃ Delta Metal (ডেল্টা মেটাল) তামা, লােহা ও দস্তা এর মিশ্র ধাতু।

5. জার্মান সিলভার কিসের মিশ্ৰধাতু?

  1. তামা, নিকেল ও দস্তা
  2. নিকেল, ক্রোমিয়াম ও লােহা
  3. টিন ও সীসা
  4. কোনােটিই নয়

উঃ জার্মান সিলভার তামা, নিকেল ও দস্তা এর মিশ্ৰধাতু।

6. ম্যাগনেলিয়াম কিসের মিশ্ৰধাতু?

  1. তামা, নিকেল ও অ্যালুমিনিয়াম
  2. তামা ও নিকেল
  3. অ্যালুমিনিয়াম নিকেল ও কোবাল্ট
  4. অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম

উঃ ম্যাগনেলিয়াম অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম এর মিশ্ৰধাতু।

7. নাইক্রোম কিসের মিশ্র ধাতু?

  1. তামা ও টিন
  2. তামা, টিন ও ক্রোমিয়াম
  3. নিকেল, ক্রোমিয়াম ও লােহা
  4. টিন ও লেড

উঃ নাইক্রোম নিকেল, ক্রোমিয়াম ও লােহা এর মিশ্র ধাতু।

8. রােল্ড গােল্ড কিসের মিশ্র ধাতু?

  1. তামা ও অ্যালুমিনিয়াম
  2. তামা ও টিন
  3. অ্যালুমিনিয়া, নিকেল, কোবাল্ট
  4. কোনােটিই নয়

উঃ রােল্ড গােল্ড তামা ও অ্যালুমিনিয়াম এর মিশ্র ধাতু।

9. ইস্পাত (Steel) কিসের মিশ্ৰধাতু?

  1. নিকেল, ক্রোমিয়াম ও লােহা
  2. লােহা, ক্রোমিয়াম ও কার্বন
  3. টিন ও সীসা
  4. কোনােটিই নয়

উঃ ইস্পাত (Steel) লােহা, ক্রোমিয়াম ও কার্বন এর মিশ্ৰধাতু।

10. নিকেল ইস্পাত কিসের মিশ্র ধাতু?

  1. লােহা ও নিকেল
  2. অ্যালুমিনিয়াম, নিকেল ও কোবাল্ট
  3. তামা ও টিন
  4. কোনােটিই নয়

উঃ নিকেল ইস্পাত লােহা ও নিকেল এর মিশ্র ধাতু।

11. আলনিকো কিসের মিশ্র ধাতু?

  1. অ্যালুমিনিয়াম, নিকেল ও কোবাল্ট
  2. সীসা ও টিন
  3. নিকেল ও কোবাল্ট
  4. নিকেল ও ক্রোমিয়াম

উঃ আলনিকো অ্যালুমিনিয়াম, নিকেল ও কোবাল্ট এর  মিশ্র ধাতু।

12. কাঁসা (Bronze) কিসের মিশ্ৰধাতু?

  1. নিকেল ও টিন
  2. তামা ও টিন
  3. লােহা, নিকেল, কোবাল্ট
  4. কোনােটিই নয়

উঃ কাঁসা (Bronze) তামা ও টিন এর মিশ্ৰধাতু।

13. Bell Metal কিসের মিশ্র ধাতু?

  1. তামা, অ্যালুমিনিয়াম ও নিকেল
  2. সীসা ও টিন
  3. তামা ও টিন
  4. কোনােটিই নয়

উঃ Bell Metal তামা ও টিন এর মিশ্র ধাতু।

14.  মুদ্রা ধাতু কিসের মিশ্র ধাতু?

  1. তামা ও টিন
  2. নিকেল, ক্রোমিয়াম ও লােহা
  3. সীসাটিন ও নিকেল
  4. তামা, টিন ও প্যালাডিয়াম

উঃ মুদ্রা ধাতু  তামা, টিন ও প্যালাডিয়াম এর মিশ্র ধাতু।

15. Dutch Metal কিসের মিশ্র ধাতু?

  1. তামা ও দস্তা
  2. তামা ও টিন
  3. সীসা ও টিন
  4. টিন, ক্রোমিয়াম ও তামা

উঃ Dutch Metal তামা ও দস্তা এর মিশ্র ধাতু।

16. ‘গান ধাতু’ (Gun Metal) কিসের মিশ্র ধাতু?

  1. সীসা, টিন ও দস্তা
  2. অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম
  3. তামা, টিন ও দস্তা
  4. কোনােটিই নয়

উঃ গান ধাতু’ (Gun Metal) তামা, টিন ও দস্তা মিশ্র ধাতু।

[su_note note_color=”#ddd8d7″ radius=”0″]যদি আজকের এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পোস্টটিকে নিজেদের বন্ধুদের সাথে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে। আর যদি কোন প্রশ্নের উত্তরে আপনাদের সংশয় থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে আমাদের জানাবে।[/su_note]

Back to top button