২৪০০০ টাকার স্কলারশিপ পেয়ে যাবে মাধ্যমিক পাশ করলেই – জেনে নিন বিস্তারিত
দশম শ্রেণীর স্কুল অথবা মাদ্রাসা বোর্ডের রেজাল্ট তো তোমরা সবাই পেয়ে গেছো। যারা এই রেজাল্টে ৬০% নম্বর পেয়েছো অর্থাৎ 420 বা তার উপরে নম্বর পেয়েছো তোমরা ২৪, ০০০ টাকা স্কলারশিপ পাবে। এসসি, এসটি,ওবিসি, সংখ্যালঘু অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়েই যারা ৬০% এর উপরে নাম্বার পেয়েছে এই মাধ্যমিক পরীক্ষায় তারা কিন্তু এই স্কলারশিপের যোগ্য।
কিন্তু তার আগে কিছু টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে সেগুলি জেনে নেব। সরকারি স্কলারশিপের আওতায় এই টাকা তোমরা পাবে।
সবার প্রথমে জেনে নেব এই স্কলারশিপের নাম যার নাম হল স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। এই স্কলার শিপ নিয়ে তথ্য জানাবো। যারা মাধ্যমিকে ৪২০ বা তার বেশি পেয়েছে। শুধু মাধ্যমিক নয় মাধ্যমিকের সমতুল্য পরীক্ষা অর্থাৎ যারা মাদ্রাসা বোর্ড থেকে আলিম বা হাই মাদ্রাসার পরীক্ষাতে কিংবা ফাজিল পরীক্ষাতে ৬০% এর উপরে নম্বর পেয়েছে প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করার যোগ্য।
স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানাবো। সুতরাং এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ সহকারে তথ্যটিকে শেষ পর্যন্ত পড়বেন।
সবার প্রথমে জানিয়ে দিন রেজাল্টের যদি তুমি ৬০ পার্সেন্ট এর উপরে অর্থাৎ ৪২০ বা তার উপরে পেয়ে থাকো তবেই কিন্তু তুমি এই স্কলারশিপের আবেদন করতে পারবে। ৪২০ থেকে এক নম্বর অথবা হাফ নম্বর পেলেও কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদন জানাতে পারবে না।
সমস্ত ধরনের সমস্ত ক্যাটেগরির ছাত্রছাত্রীরা এখানে হবে তখন করতে পারবে। তোমরা হয়তো অনেকেই জানতে চাইবে যে এই স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে?
প্রতিবছর সেপ্টেম্বর মাস নাগাদ এই স্কলারশিপের আবেদন শুরু হয়। এবং এই স্কলারশিপের আবেদন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন করার জন্য তোমরা প্রায় আড়াই মাস মত সময় পেয়ে যাবে।
অন্যান্য:- উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন
আমাদের এই ব্লগের সাথে যুক্ত থাকবে কারণ যখন এই স্কলারশিপের আবেদন শুরু হবে অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু হবে তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে। এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি প্রক্রিয়া রয়েছে, কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এবং এই স্কলারশিপের আবেদন করার পরে সেই অ্যাপ্লিকেশন কোথায় জমা করবে ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু আমি সেখানে জানিয়ে দেবো।
শুধু মাধ্যমিক ছাত্রছাত্রীর নয় যারা আগামী উচ্চ মাধ্যমিক রেজাল্টে ৬০% এর উপরে পাবে তারাও কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন জানাতে পারবে।
ধরো তুমি মাধ্যমিক অর্থাৎ এখন এই স্কলারশিপে আবেদন জনালে। তাহলে যখন তুমি একাদশ শ্রেণীতে উঠবে তখন তুমি ১২, ০০০ টাকা পাবে তারপর যখন তুমি দ্বাদশ শ্রেণিতে উঠবে তখন কিন্তু তুমি আরও ১২, ০০০ টাকা পাবে। সুতরাং সব মিলিয়ে ২৪, ০০০ টাকা তোমাকে দেওয়া হবে। যার জন্যে অবশ্যই তোমার রেজাল্টে ৬০% এর উপরে নম্বর থাকতে হবে।
মাধ্যমিকের পরে তুমি যেকোনো স্ট্রিম নাও না কেন অর্থাৎ আর্টস হোক কমার্স হোক অথবা সায়েন্স এছাড়াও যারা মাধ্যমিকের পরে ভোকেশনাল কোর্স নিয়ে ভর্তি হবে তারাও কিন্তু এই স্কলারশিপ পেয়ে যাবে।
যদি এছাড়াও অন্য কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবে। তাছাড়া আমি তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপারে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি যেখানে ভিজিট করে এর সমন্ধে আরও বিস্তারিত তোমরা জানতে পারবে। এছাড়াও আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর দফতরের অফিশিয়াল টোল ফ্রি নম্বর নিচে দিয়ে দিচ্ছি যেখানে কল করে তুমি বিস্তারিত জিজ্ঞাসা করতে পারবে।
Official Website:- https://svmcm.wbhed.gov.in
Toll Free Helpline Number:- 1800-102-8014
E-mail:- helpdesk.svmcm-wb@gov.in