Job Update: ১৭০০০ টাকা প্রতি মাসে বেতনের নতুন চাকরির সুযোগ SAIL সংস্থায়

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড প্রকাশিত করল একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের যে কোন জেলার যেকোনো চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন।

SAIL Recruitments 2022

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড প্রকাশিত করল একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের যে কোন জেলার যেকোনো চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন। ছেলে মেয়ে যেকেউ এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা এই বিজ্ঞপ্তি সম্বন্ধে খুঁটিনাটি তথ্য জেনে নিয়ে যা যা ডকুমেন্টস প্রয়োজন সমস্ত কিছু জোগাড় করে এবং রিকোয়ারমেন্ট গুলো পূরণ করে লাস্ট ডেটের আগে এখানে আবেদন করতে পারবেন।

আমাদের দেশ তথা আমাদের রাজ্যে এত পরিমাণে বেকারত্ব বেড়ে গেছে যে যে কোন ছোটখাটো চাকরির খবর বড় সুখবর হয়ে দাঁড়ায়। সে যে কোন কোম্পানির চাকরি হোক বা যেকোনো সরকারি সংস্থা অথবা যে কোন সরকারি অফিসের চাকরি হোক। উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন পাস ইত্যাদি সমস্ত ধরনের চাকরিপ্রার্থী নানান দিকে ঘুরে বেড়ায় একটি চাকরির সন্ধানে। তাদের জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড প্রকাশ করল এই জব নোটিফিকেশন। যার বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হলো।

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পশ্চিমবঙ্গের একটি টিল প্রোভাইডার কোম্পানি। যারা এই শূন্যপদ প্রকাশ করেছে। এখানে যারা যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন জানাতে পারবে। সমস্ত রকম যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পরে যারা যোগ্য রয়েছে তারা আবেদন করুন এবং শেষ তারিখের আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন।

চাকরির খবর:- 6432টি শূন্যপদে বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগ শুরু | IBPS New Bank Jobs 2022

চাকরির খবর:- পশ্চিমবঙ্গে মৎস্য দপ্তরে কর্মচারী নিয়োগ 2022 | West Bengal job New Vacancy | West Bengal Fisheries Department Job

কেননা অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করার লাস্ট ডেটের পরে আর কোনভাবেই এখানে আবেদন করা সম্ভব নয়।

অনলাইনে আবেদনকারী বিভিন্ন চাকরি প্রার্থীদের মধ্যে যারা যারা এখানে সিলেক্ট হয়ে যাবে তাদের জন্যে কিন্তু মোটা টাকার বেতন রয়েছে প্রতি মাসে।

যারা যারা এই SAIL অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কোম্পানিতে চাকরি করতে অনেকদিন ধরে আগ্রহী তাদের জন্যে এটা একটি ভালো সুযোগ।

[su_heading size=”18″ align=”left” margin=”10″]আবেদন কিভাবে করবেন[/su_heading]

• সবার প্রথমে নিম্নে দেওয়া “আবেদন করুন” লিঙ্কে ক্লিক করুন
• দুটি অপশন দেখতে পাবেন। সবার প্রথমে থাকবে অনলাইন এপ্লিকেশন ফর্ম। সেখানে ক্লিক করবেন
• তারপর অনলাইন এপ্লিকেশন ফর্মটি সুরক্ষিতভাবে ও নির্ভুলভাবে ফিলাপ করুন ও তারপর সাবমিট করে দেবেন

অন্যান্য তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা সিলেকশন প্রসেস ইত্যাদির জন্য নিম্নে নজর দিন –

SAIL Recruitment 2022 (Steel Authority of India Limited)

প্রতিষ্ঠানের নাম :- Steel Authority of India Limited (SAIL)

পোষ্টের নাম :- Trainee

বিজ্ঞাপন নম্বর :- Ref. No. PL-M&HS/1635, Date:01/08/2022

শূন্যপদ :- 200 টি

তারিখ :- আবেদন শুরু 5 আগস্ট 2022 এবং আবেদন শেষ 20 আগস্ট 2022

বেতন :- প্রতি মাসে 7000/- টাকা থেকে 17000/- টাকা পর্যন্ত

বয়সসীমা :- 18 থেকে 35 বছর

শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, GNM, B.Sc Nursing, Degree, Diploma

আবেদন ফিস :- বিনামূল্য

সিলেকশন প্রসেস :- অনলাইন/অফলাইন ইন্টারভিউ

আবেদন প্রক্রিয়া :- অনলাইন

চাকরির স্থান :- রুরকেলা, ওড়িশা

(বি:দ্র: অন্যান্য যাবতীয় জরুরী তথ্য বিস্তারিত ভাবে জানতে অফিসিয়াল নোটিশটি ভালোভাবে লক্ষ্য করবেন।)

[su_heading size=”18″ align=”left” margin=”10″]>> জরুরী লিঙ্ক <<[/su_heading]

অফিসিয়াল নোটিশ

আবেদন করুন

অফিসিয়াল ওয়েবসাইট

অফিসিয়াল ওয়েবসাইট ২

[su_button target=”blank” style=”bubbles” background=”#e9ef2d” color=”#1341fc” size=”4″]সমস্ত চাকরির খবর পেয়ে যান বাংলা সাজেশন অফিসিয়ালে[/su_button]

Back to top button