জু অথরিটিতে কর্মী নিয়োগ | ২২৪০০ টাকা বেতন | M.Sc পাশে চাকরি | ২০ আগস্ট পর্যন্ত আবেদন | জেনে নিন বিস্তারিত
ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি এর আওতায় থাকা নর্থ বেঙ্গল জু অথরিটি (শিলিগুড়ি) তে M.Sc পাশে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে চুক্তিভিত্তিক ভাবে কর্মী রিক্রুট করা হচ্ছে। Zoology/Life Science/Wildlife এর যেকোনো বিষয়ের উপরে M.Sc সম্পন্ন করলেই এখানে আবেদন যোগ্য। আগ্রহী প্রার্থীদের জানানো হচ্ছে ই-মেইলের মাধ্যমে এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে 20 আগস্ট 2022 পর্যন্ত। 30 বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন জানাতে পারবেন।
চাকরীর আপডেট:- BSF Recruitment 2022: HS পাশে BSF এ 323 টি শূন্যপদে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গের যেকোনো ছেলে মেয়ে এখানে আবেদন যোগ্য। এখানে চাকরির হয়েগেলে বেতন রয়েছে 22400 প্রতি মাস। তিনটি পোষ্টের জন্যে কর্মী নিয়োগ করা হচ্ছে। এক বছর ও দুই বছরের জন্যে চুক্তিভিত্তিক ভাবে এই চাকরি। আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদনের আগে নোটিশটি বিস্তারিতভাবে পরে নেবেন।
#১ পোষ্টের নাম: Project Research Fellow
উদ্দেশ্য:- Research Proposal for the Study on dung/scat analysis of herbivore animals to analyse presence of gut parasites
স্থিতিকাল:- এক বছর
অন্যান্য চাকরি: WB Job News: বিশ্বভারতীতে নতুন শিক্ষক নিয়োগ, বেতন রয়েছে ১ লক্ষ টাকা
#২ পোষ্টের নাম: Project Research Assistant
উদ্দেশ্য:- Captive Breeding And Management Of Bengal Tiger (Panthera tigris tigris) At North Bengal Wild Animals Park, Siliguri
স্থিতিকাল:- দু বছর
#৩ পোষ্টের নাম: Project Research Assistant
উদ্দেশ্য:- Haematological and Biochemical Value of Captive Asiatic Elephant
স্থিতিকাল:- দু বছর
অন্যান্য জরুরী তথ্য
বয়সসীমা:- 18 থেকে 30 বছর
বেতন:- 22400 প্রতি মাস
শিক্ষাগত যোগ্যতা:- M.Sc কমপ্লিট থাকতে হবে Zoology/Life Science/Wildlife বিষয়ের উপরে
অন্যান্য যোগ্যতা:- প্রাণীদের বন্দী থাকা অবস্থায় কেমন কি ব্যবস্থাপনা নেওয়া দরকার সে বিষয়ে জ্ঞান থাকতে হবে। এছাড়াও নতুন প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
এখানে আবেদন করতে গেলে প্রথমে অফিসিয়াল নোটিশটি ভালো ভাবে পড়তে হবে। তারপর সেই অফিসিয়াল নোটিশে থাকা অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে ফিলাপ করে ই-মেইল করে পাঠালেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ।
20/08/2022 এর আগে মেইল করা অ্যাপলিকেশন গুলোই সিলেক্ট করা হবে।
📨 E-mail ID :- dirnbwap@gmail.com
📍📍📍 সিলেক্ট হওয়া প্রার্থীদের Walk-in-Interview এর জন্যে 26/08/2022 তারিখে যেতে হবে।
→ জরুরী লিঙ্ক 🔗 ←