কৃষি প্রযুক্তি সহায়ক দপ্তরে নিয়োগ – উচ্চমাধ্যমিক পাশেই সরকারি চাকরি (KPS Recruitment 2022)

Recruitment in Agricultural Technology Support Department

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি রাজ্যের নতুন KPS অর্থাৎ কৃষি প্রযুক্তি সহায়ক দপ্তরে নিয়োগ এর একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি। যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যেকোনো ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু সম্পূর্ণ স্থায়ী পোস্টে KPS রিক্রুট করা হবে।

এর আগে কিন্তু KPS অর্থাৎ কৃষি প্রযুক্তি সহায়কে লোক নিয়োগ হয়েছিল 2016 সালে। এবার কিন্তু আবারো এই KPS এর রিক্রুটমেন্ট বেরিয়েছে যেখানে 4759 টি পোস্টে লোক নিয়োগ করা হবে। তার মানে কিন্তু 4759 টি ভ্যাকান্সি রয়েছে এই পোষ্টের জন্যে। রাজ্যের কৃষি দপ্তর থেকে এই নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে 4000 হাজারেরও বেশি লোক নিয়োগ করা হবে।

যদি আজকের এই চাকরির বিজ্ঞপ্তিটি আপনাদের ভালো লেগে থেকে তাহলে অবশ্যই এই তথ্য টিকে নিজেদের বন্ধুদের সাথে ও নিজেদের ক্লাসমেটদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক।

একটি দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে কিন্তু এই তথ্যটি সামনে উঠে এসেছে। যেখানে লেখা রয়েছে “কৃষির স্বার্থে ছাড় হাজার সহায়ক নিয়োগ করতে চায় রাজ্য সরকার”।

কি বলা হয়েছে একটু সংক্ষেপে বলে দিই। কৃষিদপ্তর KPS অর্থাৎ কৃষি প্রযুক্তি সহায়ক হিসেবে লোক নিয়োগ করতে চাই। বিভিন্ন গ্রামের ফিল্ড লেভেলের কাজের জন্য এই লোক নিয়োগ করা হবে এবং প্রায় চার হাজার লোক কিন্তু নিয়োগ করা হবে।

তাদের কাজ হবে কৃষি দপ্তরের বিভিন্ন তথ্য, সুপারিশ এবং নোটিশ কৃষকদের কাছে পৌঁছে দেবেন। তাদেরকে চাষের জমিতে নজরদারি করতে হবে। নবান্নে কিন্তু অলরেডী এবিষয়ে প্রস্তাব পাঠানো হয়ে গেছে বিভাগীয় ডিরেক্টরি থেকে। এরপরে বাকি রয়েছে শুধু অর্থ দপ্তরের সম্মতির যার পরে কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

কৃষি দপ্তর কিন্তু সমস্ত শূন্যপদের জন্যেই লোক নিয়োগ করতে চায় কিন্তু শেষে কতজনকে নেওয়া হবে তা জানাবে নবান্ন। কৃষি দপ্তরের কর্মচারীর তথ্যানুযায়ী যত বেশি কেপিএস কর্মচারী পাওয়া যাবে ততই তাদের ভালো।

অন্যান্য:- কলকাতা পুলিশ কনস্টেবল কিভাবে হবে – শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কত, সিলেকশন প্রসেস কেমন

উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন

• কেন্দ্রীয় হাসপাতালে কর্মী নিয়োগ | মাধ্যমিক পাশে চাকরি | বেতন 18000 থেকে শুরু

এই চাকরিতে আবেদনের জন্যে নূন্যতম যোগ্যতা রাখা হয়েছে উচ্চমাধ্যমিক। এর আগে যে সমস্ত KPS অর্থাৎ কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ করা হয়েছিল তাদের রিক্রুট করার পরেই কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছিল। তারপরে তারা কাজ করতে করতে অন্যান্য উচুঁ দরের চাকরি পেয়ে গেলেই তারা এই KPS এর চাকরি ছেড়ে দেয়। কেননা উচুঁ তরের চাকরি পেলে তাদেরকে আটকে রাখা যায়না।

এই সমস্ত কথা মাথায় এবার কৃষি দপ্তর জানিয়েছে উচ্চমাধ্যমিকে কৃষি বিষয়ে অর্থাৎ এগ্রিকালচার নিয়ে পড়াশোনা ছাত্র-ছাত্রীদের জন্য এই কেপিএসের রিক্রুটমেন্ট রাখবেন। এই সমস্ত ছাত্র-ছাত্রীদের মনে এই চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা অনেক কম থাকবে বলে জানিয়েছে কৃষি দপ্তরের আধিকারিকরা।

তো এই ছিল আজকের আপডেট আপনারা যদি এই কৃষি দপ্তর সহায়কে আবেদন করতে চান তাহলে অবশ্যই বলবো আমাদের বাংলা সাজেশন ব্লগটিকে ফলো করুন। যখনই এই কৃষি দপ্তর সহায়ক আবেদনের নোটিশ জারি করা হবে তখনই কিন্তু আমরা সবার প্রথমে আপনাদের সামনে সেই আপডেট নিয়ে আসব।

আপনাদের বলে দেবো পুরো প্রসেস যে কিভাবে আপনারা সেখানে আবেদন করতে পারবে এবং কি কি ডকুমেন্টস লাগবে কারা কারা আবেদন জানাতে পারবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো আছে।

Back to top button