রামকৃষ্ণ মিশনে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদে নিয়োগ – ছটি বিষয়ের উপর টিচার রিক্রুট
Ramkrishna mission Teacher Recruitment 2022 | New Job Update
নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের বাংলা সাজেশন সাইটে স্বাগতম জানায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের একটি বাংলা মাধ্যম স্কুল থেকে প্রকাশিত নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। যেখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন চাকরি প্রার্থী আবেদন জানাতে পারবে। এখানে বিভিন্ন বিষয়ের উপর অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হচ্ছে।
এখানে আবেদন জানাতে কোন রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। সুতরাং কি কি বিষয়ের উপর রিক্রুট করা হচ্ছে, কি করে আপনারা এখানে আবেদন জানাবেন, কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে ইত্যাদি সমস্ত কিছু তথ্য অবশ্যই জানিয়ে দেবো আজকের এই পোস্টে। সুতরাং আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা এখানে আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই এই পোস্টটি সম্পূর্ণ পড়বে।
চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের বাংলা সাজেশন সাইটের নোটিফিকেশন অবশ্যই অন করে নেবে।
নতুন আপডেট:- রাজ্যে বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগ | GRSE সরকারি সংস্থায় মাধ্যমিক পাশে চাকরি
তোমরা সবাই নিচে দেওয়া টেবিলটি ভালো করে লক্ষ্য করো। সেখানে আমি তোমাদের কোন বিষয়ের জন্য টিচার রিক্রুট করা হচ্ছে এবং তার ভ্যাকেন্সি কোড, ক্যাটেগারি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি সমস্ত কিছু দিয়ে দিয়েছি।
অন্যান্য→ জুলাই মাসে প্রকাশিত সেরা চাকরির খবর ; July Month New Job Updates 2022
→ রাজ্যের কৃষি দপ্তরের 7 হাজার শূন্য পদে কর্মী নিয়োগ | New Job Vacancy 2022
এখানে কিন্তু ছ-ছটি বিষয়ের ওপর অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হচ্ছে। যেখানে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার যে কোন চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবে।
এবার তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের সিলেকশন প্রসেস কেমন হবে। Written Test, Viva-Voce এবং Classroom Demonstration এই তিনটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হবে।
এখানে তোমাদের সম্পূর্ণ বাংলা মাধ্যম স্কুলে রিক্রুট করা হচ্ছে যেখানে একজন প্রার্থী শুধুমাত্র একটি পোষ্টের জন্যেই আবেদন করতে পারবে। এবার তোমাদের বলে দিই যে এই অফিসিয়াল নোটিফিকেশন কথা থেকে প্রকাশ করা হয়েছে। তো এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে রাম হরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে।
নতুন আপডেট:- রাজ্যে মিলিটারি সার্ভিসে 6600+ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | MES JOB Update
এখানে কিন্তু পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে আবেদন জানাতে পারবে। এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে 26 জুলাই 2022 তারিখে। এখানে কিন্তু ভারতবর্ষের নাগরিক শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন জানাতে পারবে।
এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অফলাইনের মাধ্যমে বলতে তোমাদের কিন্তু এই স্কুলের এড্রেসে সরাসরি গিয়ে by hand এর মাধ্যমে অর্থাৎ হাতে হাতে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। স্কুলের এড্রেসটি কিন্তু আমাদের এই পোষ্টের নিচে পেয়ে যাবেন অথবা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করলেই সেখানে কিন্তু সবার উপরে আপনারা স্কুলের অ্যাড্রেস দেখতে পাবেন।
অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটের ভিজিট করতে হবে। তারপরে কিন্তু আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি অথবা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। অথবা আমাদের এই পোস্টের নিচে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটির লিংক পেয়ে যাবেন যেটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা ভালোভাবে ফিলাপ করতে পারবেন।
তোমাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য 27 জুলাই 2022 থেকে 4 আগস্ট 2022 তারিখ পর্যন্ত সময় রয়েছে। 4 আগস্ট তারিখের পরে কিন্তু তোমরা আর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেনা।
এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 5 আগস্ট 2022 তারিখ। আগস্টের ৫ তারিখের পরে কিন্তু আপনারা আর এখানে আবেদন জানাতে পারবেননা।
এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে তারপরে সেটাকে ভালোভাবে ফিলাপ করে তার সাথে যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচ করে আপনাদের একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে এই অফিশিয়াল স্কুল এর এড্রেসে গিয়ে হাতে হাতে ফর্মটি জমা করতে হবে।
এখানে আবেদন জানাতে আপনাদের আবেদন ফিস কিন্তু বাই ক্যাশে দিতে হবে। আপনারা যদি আন রিসার্চ ক্যাটেগরির হয়ে থাকেন তাহলে আপনাদের ৫০০ টাকা এপ্লিকেশন ফর্ম এর সাথে জমা করতে হবে আবেদন ফিস হিসেবে। আপনারা যদি এসসি, এসটি, ওবিসি candidate হয়ে থাকেন তাহলে আপনাদের আবেদন ফিস লাগবে ৪০০ টাকা। এছাড়াও আপনারা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের আবেদন ফিস লাগবে ৩০০ টাকা। এই আবেদন কিন্তু আপনাদের হ্যান্ড ক্যাশ এর মাধ্যমে করতে হবে।
এই অফিসিয়াল নোটিফিকেশনটির লিংক কিন্তু আপনারা এই পোস্টের নিচে পেয়ে যাবেন। এখানে আবেদন জানানোর আগে অবশ্যই সেই নোটিফিকেশনটি অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন।
পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যেকোনো চাকরিপ্রার্থী ছেলে এখানে আবেদন জানাতে পারবে। তোমরা যারা যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন জানাবে কেননা এখানে কিন্তু খুবই ভালো একটি চাকরি রয়েছে তোমাদের জন্য।
জরুরী লিংক
অ্যাপ্লিকেশন ফর্ম :- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট:- https://school.rkmissionramharipur.in/
অফিসিয়াল নোটিফিকেশন :- Click Here
[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এই ধরনের চাকরির আপডেট সরাসরি পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লগের সাথে যুক্ত থাকবে।[/su_note]