পশ্চিমবঙ্গে রাজা রামমোহন রায় লাইব্রেরীতে নতুন কর্মী নিয়োগ, আবেদন করতে পারবেন আপনিও
পশ্চিমবঙ্গের লাইব্রেরীতে নতুন কর্মী নিয়োগের জন্য নতুন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সমস্ত ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে। এখানে সম্পূর্ণ স্থায়ী পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে। এই চাকরিতে আপনাদের পোস্টিং পশ্চিমবঙ্গের মধ্যে করা হবে। কিভাবে আবেদন করবেন এবং কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এই সব কিছু নিচে বিস্তারিতভাবে দেওয়া হল।
এই অফিশিয়াল নোটিফিকেশনটি রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন থেকে প্রকাশ করা হয়েছে।
কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে: এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (Field Assistant)পোস্টের নিয়োগ করানো হচ্ছে।
বেতন : এই চাকরিতে আপনাদের Pay Level-6 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে অর্থাৎ আপনাদের মাসিক বেতন হবে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা এর মধ্যে।
শূন্যপদ (Vacancy) : এই পোষ্টের জন্য কিন্তু শূন্য পদ রয়েছে মাত্র একটি। তো যত তাড়াতাড়ি পারবেন আপনি এখানে আবেদন করে নেবেন।
শিক্ষাগত যোগ্যতা : আপনারা যদি যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ডিগ্রী কমপ্লিট করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি গভারমেন্ট অর্গানাইজেশন অথবা আপনাদের প্রাইভেট অর্গানিজেশন থেকে দু বছরের এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন রয়েছে আপনার অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিতভাবে দেখে নেবেন। আপনাদের যদি এই ডিজারেবল কোয়ালিফিকেশন না থাকে তাহলেও আপনার এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা : এ চাকরির জন্য সর্বোচ্চ বয়সসীমা 30 বছর চাওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি 30 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে।
চাকরির খবর → WBPSC এর তরফ থেকে প্রকাশিত হলো ৩ টি নতুন চাকরির বিজ্ঞপ্তি
আবেদন প্রক্রিয়া : এখানে আবেদন সম্পন্ন অফলাইনে করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রথম অফিশিয়াল নোটিফিকেশনে যেতে হবে। সেখানে গিয়ে নিচে একটি ফরম পাবেন সেই ফরমটিকে প্রথমে প্রিন্ট আউট করে এরপর A4 পেজে বের করে হাতে-কলমে ফিলাপ করতে হবে। ফিলাপ করার পর সাথে আপনার যাবতীয় ডকুমেন্ট এর জেরক্স অ্যাটাচ করে একটি খামের মধ্যে নোটিফিকেশনে দেওয়া এড্রেসের জমা দিতে হবে। এভাবে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আবেদনের তারিখ : এখানে আবেদনের শেষ তারিখ 11 ই ডিসেম্বর পর্যন্ত রয়েছে। অর্থাৎ 11/12/2022 তারিখে বিকেল পাঁচটার মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনারা গিয়ে বিস্তারিত ভাবে পড়ে নেবেন।
Selection Process : এখানে কিন্তু আপনাদের সিলেকশন মেরিট লিস্টের ভিত্তিতে হবে। ইমিট লিস্ট টা যাদের নাম থাকবে তাদের কিন্তু একটি কম্পিউটারের উপর টেস্ট দিতে পারবেন।
অফিসিয়াল নোটিফিকেশ কিভাবে ডাউনলোড করবেন : এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের সবার প্রথমে রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে নিচে একটু স্ক্রল ডাউন করলে আপনারা একটি অ্যাডভারটাইসমেন্ট পেয়ে যাবে। সেখানে গিয়ে আপনার অফিসিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে নিতে পারবেন।
Official website: Link Here
Official notification: Link Here