রাজ্যে মাধ্যমিক পাশে ইস্টার্ন রেলওয়েতে চাকরির সুযোগ

ইস্টার্ন রেলওয়ে মাধ্যমে শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে মাধ্যমিক পাশের সমস্ত ছেলেমেয়েদের এখানে গ্রুপ ডি ক্লার্কের পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যেকোনো ছেলে ও মেয়ে এখানে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করতে গেলে কোন ITI এর যোগ্যতা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করা যাবে।

Job update

আবেদন প্রক্রিয়া এবং শেষ তারিখ:

এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনে হবে এবং এই আবেদনটি শুরু হয়েছে 14.10.2022 তারিখে এবং শেষ তারিখ 13.11.2022 ।

বেতন কাঠামো: Group ‘C’ :- Level 2 এবং GP Rs.1900 এবং Group ‘D’ :- Level 1 এবং GP Rs. 1800 টাকা

যোগ্যতা: Group ‘D’ :- মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে Scouting বা Guiding এর কোয়ালিফিকেশন থাকতে হবে।

Group ‘C’ :- উচ্চমাধ্যমিকে 50% নাম্বারের সঙ্গে পাশ করতে হবে। এবং যদি আপনি SC অথবা ST হয়ে থাকেন তাহলে 50% নাম্বার না থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সঙ্গে Scouting বা Guiding এর কোয়ালিফিকেশন থাকতে হবে।

অন্যান্য→ কলকাতা পুলিশে নতুন কর্মী নিয়োগ, HS পাশে আবেদন করুন, Kolkata Police New Recruitment

বয়স সীমা : Group ‘C’ :- গ্রুপ সি এর ক্ষেত্রে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

Group ‘D’ :- গ্রুপ ডি এর ক্ষেত্রে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

SC এবং ST এর ক্ষেত্রে বয়সের ছাড় অবশ্যই এখানে রয়েছে।

পরীক্ষা :- আবেদনকারী এখানে একটি পরীক্ষা দিতে হবে এবং তার সমস্ত সিলেবাস অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে।

এখানে আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি বিস্তারিতভাবে পড়ে নেবেন।

Website link :- Link Here

Notice :- Link Here

Back to top button