Job Update: পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনে ইন্সপেক্টর পদে নিয়োগ!
Public Service Commission Recruitment 2022:
সমস্ত চাকরিপ্রার্থী বন্ধু এবং বান্ধবীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা অবশ্যই এখন চাকরির আশায় বসে আছো যে কখনো কি নতুন চাকরির ভ্যাকেন্সি বের হবে। তো তোমাদেরই জন্য একটি বিরাট সুখবর নিয়ে হাজির হলাম। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের ইন্সপেক্টর নিয়োগ এর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তোমাদের কি কি যোগ্যতা লাগবে বয়স সীমা কত শিক্ষাগত যোগ্যতা সবকিছুই নিচে বিস্তারিত ভাবে দেওয়া রইল।
নোটিফিকেশনটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে?
তোমরা হয়তো জানো যে চাকরি নোটিফিকেশন নির্দিষ্ট কোন একটি জায়গা থেকেই প্রকাশ করা হয় তো তেমনি এই নোটিফিকেশনটি পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রকাশ করা হয়েছে যার অ্যাডভার্টাইজ নাম্বার হল – 07/ 2022
কোন পোস্টে নিয়োগ করা হবে?
তোমাদের চাকরির জন্য অবশ্যই একটি নির্দিষ্ট কোন পোস্টে নিয়োগ করা হয়। কারণ এমনটা তো সম্ভব নয় যে অফিসের সমস্ত পোস্টেই একেবারে শূন্য ভেকেন্সি থেকে তোমাদের নিয়োগ করবে। ঠিক তেমনি এখানে তোমাদের ইন্সপেক্টর অফ ফ্যাক্টরি পদে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের সার্ভিস রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরি সার্ভিস এবং ডিপার্টমেন্ট রয়েছে লেবার ডিপার্টমেন্ট, গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল।
এই পোস্টটি তোমাদের প্রথমের টেম্পুরারি পোস্টে নিয়োগ করা হবে এবং পরবর্তীকালে কিন্তু তোমাদের এটা পার্মানেন্ট পোস্ট হয়ে যেতে পারে।
বেতন কাঠামো কত ?
তোমরা তো জানোই যে চাকরিতে মাসে মাসে একটি নির্দিষ্ট নিয়মে বেতন দেওয়া হয়ে থাকে। ঠিক তেমনি এখানেও তোমাদের বেতন পেলে লেভেল সেভেনটিন অনুযায়ী দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে তোমাদের 67,300 টাকা – 1,73,200 টাকা পর্যন্ত দেওয়া হবে।
শূন্যপদ কত ?
তোমাদের এখানে টোটাল শূন্য পদ রয়েছে 9 টি। তার মধ্যে জেনারেল রয়েছে 4 টি পদ, এসসি দের জন্য রয়েছে 1টি পদ , এসটি দের জন্য রয়েছে 1 টি পদ , ওবিসি – এ দের জন্য রয়েছে 2 টি পদ এবং ওবিসি – বি দের জন্য রয়েছে 1 টি শূন্যপদ ।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ?
তোমরা তো জানো যে প্রতিটি চাকরি ক্ষেত্রে একটি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকে কারণ কোন শিক্ষাগত যোগ্যতা ছাড়া কোনো সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। ঠিক তেমনি এই চাকরির ক্ষেত্রে কে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তোমরা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপর ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে সঙ্গে তোমাদের 5 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে ।
বয়স সীমা কত লাগবে ?
প্রত্যেকটি চারির ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়স সীমা থাকে। এক্ষেত্রেও তোমাদের এখানে বয়স সীমা চাওয়া হয়েছে এবং তোমাদের বয়সের এখানে 36 বছর পর্যন্ত যাওয়া হয়েছে এবং অবশ্যই তোমাদের বয়সের হিসাবটি করবে 1.01.2022 এই তারিখ অনুযায়ী।
আবেদন ফিস :
এখানে আবেদনের জন্য তোমাদের অবশ্যই আবেদন ফিস দিতে হবে যদি। তোমরা জেনারেল ক্যাটাগরির হয়ে থাকে তাহলে তোমাদের আবেদন ফিস লাগবে 210 টাকা এবং তোমরা যদি এসসি ক্যাটাগরি অথবা এসটি অথবা ওবিসি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তোমাদের আবেদন ফিস লাগবে মাত্র 20 টাকা।
আবেদনের শেষ তারিখ কত ?
অনেকের মনে প্রশ্ন থাকে যে এর আবেদনের শেষ তারিখ কবে তোর আবেদন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে তো এর আবেদনের শেষ তারিখ হচ্ছে 1st ডিসেম্বর অর্থাৎ 1.12.2022 তারিখ হল এই চাকরিতে আবেদনের শেষ তারিখ।
আবেদনের জন্য এবং যাবতীয় তথ্য জানতে তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে বিস্তারিতভাবে দেখে নিতে পারো। এর অফিসের নোটিফিকেশনে যেতে অবশ্যই তোমাদের প্রথমে এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং তারপরে তোমরা নিচে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাবে। এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করেও তোমরা অফিশিয়াল নোটিফিকেশনে যেতে পারো।
Official website → Click Here
Official notification → Download Now
অন্যান্য → SSC Constable Job 2022 নতুন বিজ্ঞপ্তি প্রকাশ 25 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ