প্রাইমারি টেট গণিত পেডাগগী সাজেশন | Primary TET Exam 2022 | Math Pedagogy Suggestion | SET – 16
Primary TET Exam 2022 Math Pedagogy Suggestion
Primary TET Exam 2022: প্রাইমারি টেট পরীক্ষায় পেডাগগীর প্রশ্ন এসে থাকে। যে সকল চাকরিপ্রার্থীরা Primary TET Exam দিচ্ছেন তাদের যাতে পরীক্ষায় ভালো ফল হয় এই কামনা করে আমরা প্রাইমারি টেটের গণিতের একটি পেডাগগীর সাজেশন নিয়ে হাজির হয়েছি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আলোচনা করা হয়েছে । এই প্রশ্নগুলি আপনাদের সহায়তা করবে টেট পরীক্ষায় (TET Exam) ভালো ফল আনতে। আপনাদের যাতে প্রশ্নগুলি তে কোন অসুবিধা না হয় সে কারণেই প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকটি প্রশ্নের নিচেই দেওয়া রয়েছে। আমরা আশাবাদী আপনাদের আমাদের এই গণিত পেডাগগী র প্রশ্ন উত্তর সাজেশন টি ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে।
1) “গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর গোটা মহাবিশ্ব লিখেছেন” উক্তিটি কার –
A) গ্যালিলিও
B) অ্যারিস্টোটল
C) রাজার বেকন
ড) গাউস
উ: A) গ্যালিলিও।
২) শিশুর শিখন কে সর্বাধিক স্তরে উন্নত করা যায় –
A) ব্যবহারিক শিক্ষার দ্বারা
B) প্রতিবেদন শিক্ষার দ্বারা
C) বক্তৃতা পদ্ধতির দ্বারা
D) সবগুলি
উ: A) ব্যবহারিক শিক্ষার দ্বারা।
3) গণিত সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার এই কথাটি কার –
A) রজার বেকন
B) বেঞ্জামিন
C) আর্যভট্ট
D) গ্যালিলিও
উ: A) রজার বেকন।
4) আবিষ্কার ”পদ্ধতির জনক কে –
A) স্টিভেনশন
B) রবাট কান্ট
C) আমস্ট্রং
D) কেউ না
উ: C) আমস্ট্রং।
5) “গণিত হলো মানব সভ্যতার আয়না” এই উক্তিটি কার –
1) নিউটন
2) আইনস্টাইন
3) অ্যারিস্টটল
4) L. Hogben
উ: 4) L. Hogben.
6) গাণিতিক ভাষা হল –
A) a, b, c, d
B) ক, খ, গ, ঘ
C) =< > ~
D) কোনোটিই নয়
উ: C) =< > ~
7) নিম্বের কোন ব্যক্তি গণিতকে পরিমাপের বিজ্ঞান বলে উল্লেখ করেছেন –
A) গ্যালিলিও
B) অ্যারিস্টোটল
C) দা ভিঞ্চি
D) আর্কিমিডিস
উ: B) অ্যারিস্টোটল।
8) গাণিতিক ভাষা নিম্নের কোনগুলি দ্বারা গঠিত –
A) তথ্য
B) নীতি
C) সূত্র
D) সবগুলি
উ: D) সবগুলি।
9) নিচের কোনটির বিকাশে গাণিতিক ভাষা সাহায্য করে থাকে –
A) আত্মবিশ্বাস
B) উপলব্ধি
C) বৈজ্ঞানিক মনোভাব
D) সবগুলি
উ: C) বৈজ্ঞানিক মনোভাব।
10) সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তা –
A) আমস্ট্রং
B) জন ডিউই
C) stevenson
D) গাউস
উ: B) জন ডিউই।
11) ‘প্রজেক্ট পদ্ধতিকে’বাস্তব রূপ দেন কে –
A) আমস্ট্রং
৪) জন ডিউই
c) stevenson
D) কিলপ্যাট্রিক
উ: D) কিলপ্যাট্রিক।
12) কোনটি ‘প্রকল্প পদ্ধতির’ স্তর –
A) উদ্দেশ্য স্থাপন
B) সমস্যা উপস্থাপন
C) সমস্যা বিশ্লেষণ
D) তথ্য সংগ্ৰহ
উ: A) উদ্দেশ্য স্থাপন।
NOTE: প্রকল্প পদ্ধতির স্তর গুলি হল –
উদ্দেশ্য স্থাপন
পরিকল্পনা
কর্ম সম্পাদন
বিচার করণ
অন্যান্য → প্রাইমারি টেট বাংলা পেডাগগী সাজেশন | Primary TET Exam 2022 | Bengali Pedagogy Suggestion |
13) কোনটি ‘প্রকল্প পদ্ধতির স্তর নয় –
A) উদ্দেশ্য স্থাপন
B) পরিকল্পনা
C) কর্ম সম্পাদন
D) তথ্য সংগ্ৰহ
উ: D) তথ্য সংগ্ৰহ।
14) বিদ্যালয়ের ভিতরে গণিত শিক্ষা দেওয়া হয় কোন পদ্ধতিতে –
A) আবিষ্কার
B) সমস্যা সমাধান
C) উভয় পদ্ধতি
D) কোনোটিই নয়
উ: C) উভয় পদ্ধতি।
15) কোনটি সমস্যা সমাধান পদ্ধতির স্তর –
A) সমস্যা সমাধান
B) সমস্যা বিশ্লেষণ
C) তথ্য সংগ্ৰহ
D) সবগুলি
উ: D) সবগুলি।
16) ‘পরিকল্পনা কোন পদ্ধতির স্তর –
A) প্রজেক্ট
B) সমস্যার সমাধান
C) আবিষ্কার
D) কোনোটিই নয়
উ: A) প্রজেক্ট।
অন্যান্য → প্রাইমারি টেট বাংলা পেডাগগী সাজেশন | Primary TET Exam 2022 | Bengali Pedagogy Suggestion | SET – 37