প্রাইমারি টেট গণিত পেডাগগী সাজেশন | Primary TET Exam 2022 | Math Pedagogy Suggestion | SET – 17
Primary TET Exam 2022 Math Pedagogy Suggestion:
Primary TET Exam 2022: প্রাইমারি টেট পরীক্ষায় পেডাগগীর প্রশ্ন এসে থাকে। যে সকল চাকরিপ্রার্থীরা Primary TET Exam দিচ্ছেন তাদের যাতে পরীক্ষায় ভালো ফল হয় এই কামনা করে আমরা প্রাইমারি টেটের গণিতের একটি পেডাগগীর সাজেশন নিয়ে হাজির হয়েছি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আলোচনা করা হয়েছে । এই প্রশ্নগুলি আপনাদের সহায়তা করবে টেট পরীক্ষায় (TET Exam) ভালো ফল আনতে। আপনাদের যাতে প্রশ্নগুলি তে কোন অসুবিধা না হয় সে কারণেই প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকটি প্রশ্নের নিচেই দেওয়া রয়েছে। আমরা আশাবাদী আপনাদের আমাদের এই গণিত পেডাগগী র প্রশ্ন উত্তর সাজেশন টি ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে।
1) NCF (2005) অনুযায়ী গণিত একটি নির্দিষ্ট পথে চিন্তা করা এবং কালো নির্ণয় করা নিচের কোন বক্তব্যটি এই নীতির সঙ্গে মেলেনা
A) যে পদ্ধতিতে শেখানো হয়
B) সংখ্যাবাচক প্রশ্নের উত্তর করার জন্য শিক্ষার্থীদের সূত্র দেওয়া
C) পাঠ্য বইয়ে যেভাবে বিষয়বস্তু উপস্থাপন করা আছে
D) শ্রেণির জন্য কার্যাবলী এবং অনুশীলন ঠিক করা
উ: A) যে পদ্ধতিতে শেখানো হয়।
2) কোন পদ্ধতিটি শিক্ষার্থী কেন্দ্রিক
A) বক্তৃতা
B) প্রতিপাদন
C) আবিষ্কার
D) সবগুলি
উ: C) আবিষ্কার।
3) একজন ভালো গণিতজ্ঞ হতে হলে অবশ্যই দরকার
A) ধারণার সাথে বোঝা এবং প্রয়োগের মেলবন্ধন করা
B) প্রশ্নের উত্তর দিতে পারদর্শী হওয়া
C) বেশিরভাগ সূত্র মনে রাখা
D) কোন সময় সমস্যার সমাধান না করা
উ: A) ধারণার সাথে বোঝা এবং প্রয়োগের মেলবন্ধন করা।
4) প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞানই হল গণিত উক্তিটি কার ?
A) পিয়ার্স
B) প্যাভলভ
C) কলবার্গ
D) কোনটি নয়
উ: A) পিয়ার্স।
5) প্রাথমিক স্তরে গণিতের সমর্থ অর্জনে যে উপকরণ ব্যবহার করা যেতে পারে তা হল
A) মুর্ত উপকরণ
B) অর্ধমুর্ত উপকরণ
C) বিমূর্ত উপকর
D) সবগুলো
উ: A) মুর্ত উপকরণ।
6) গণিতের অর্থবহ শিখনের জন্য
A) T.L.M প্রয়োজন
B) উপযুক্ত শিক্ষণ পদ্ধতি প্রয়োজন
C) A ও B উভয়
D) none
উ: C) A ও B উভয়।
7) গণিত পাঠ্যক্রম হওয়া উচিত
A) অবাস্তব
B) কাল্পনিক
C) বাস্তবের সাথে মিল রেখে
D) বিমূর্ত বিষয়ের সাথে মিলবে কে
উ: C) বাস্তবের সাথে মিল রেখে।
8) স্মৃতির সঙ্গে কোন স্বতন্ত্র মানসিক প্রক্রিয়াটি সংযুক্ত নয়
A) সংরক্ষণ
B) স্মরণ
C) উন্নয়ন
D) শিখন
উ: C) উন্নয়ন।
9) সঞ্চালন ধৰ্মী শিক্ষণ একটি উদাহরণ হল
A) বই পড়া
B) পরীক্ষা
C) পাঠক্রম
D) কোনোটিই নয়
উ: B) পরীক্ষা।
NOTE: প্রকল্প পদ্ধতির স্তর গুলি হল
উদ্দেশ্য স্থাপন
পরিকল্পনা
কর্ম সম্পাদন
বিচার করণ
10) অংকের সঙ্গে কোন বিষয়টি সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত
A) বাংলা
B) রসায়ন
C) পদার্থবিদ্যা
D) প্রাণিবিদ্যা
উ: C) পদার্থবিদ্যা।
11) “Project is a whole hearted purposeful activity. Proceeding in a social environment ” উক্তিটি কার?
A) প্যাভলপ
B) প্লেটো
C) ব্যালট
D) কিল প্যাট্রিক
উ: D) কিল প্যাট্রিক।
12) সাক্ষাৎকারের ফলে কোন শিশুর কি ঘটে
A) ব্যবহারে উন্নতি
B) চিন্তাভাবনার বিকাশ
C) শারীরিক বিকাশ
D) ভাষার বিকাশ
উ: B) চিন্তাভাবনার বিকাশ।
13) কোন গাণিতিক সূত্রকে মনে করতে পারা কি ধরনের উদ্দেশ্য ?
A) জ্ঞানমূলক
B) প্রয়োগমূলক
C) দক্ষতামূলক
D) বোধমূলক
উ: A) জ্ঞানমূলক।
14) ক্যালকুলাসের জনক কাকে বলা হয়?
A) নিউটন
B) আইনস্টাইন
C) গ্যালিলিও
D)লিবনিজ
উ: A) নিউটন।
15) Steen’ এর গনিত সংক্রান্ত লক্ষ্যটি গণিতের কোন লক্ষ্য সঙ্গে সম্পর্কিত?
A) ব্যবহারিক লক্ষ্য
B) শৃঙ্খলাগত লক্ষ
C) সামাজিক লক্ষ্য
D) সাংস্কৃতিক লক্ষ্য
উ: B) শৃঙ্খলাগত লক্ষ।
অন্যান্য → প্রাইমারি টেট গণিত পেডাগগী সাজেশন | Primary TET Exam 2022 | Math Pedagogy Suggestion | SET – 16
→ প্রাইমারি টেট ২০২২ এর পরিবেশ বিদ্যার (ভারত পরিচিতি, পশ্চিমবঙ্গ পরিচিতি) সেট – 28