প্রাইমারি টেট বাংলা পেডাগগী | Primary TET 2022 Bengali Pedagogy Question

Primary TET Bengali Pedagogy:

যে সমস্ত প্রার্থীরা প্রাইমারি টেট দিতে চায় তাদের সুবিধার্থে আমরা প্রাইমারির টেট বাংলা পেডাগজির একটি সেট নিয়ে এসেছি। যেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং আপনাদের সুবিধার্থে প্রশ্নগুলির উত্তর নিচে দেওয়া রয়েছে। তো আমরা আশাবাদী যা আপনাদের আমাদের আজকের এই গণিতের পেডাগজি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন।

Bengali Pedagogy

অন্তদৃষ্টির গেস্টাল্ট তত্ত্ব

Gestalt শব্দের অর্থ হল (Pattern বা অবয়ব) তিন জার্মান মনোবিদ ওয়ার্দিমার (Wertheimer), কফকা (koffka) ও কোহলার) (Koller)-এর মনোবিজ্ঞান বিষয়ক পরীক্ষার ফলে এই মতবাদটি গড়ে ওঠে। তাদের মতবাদের মূলে ছিল গেস্টাল্টের প্যাটার্ন বা অবয়ব তত্ত্ব। এই গেস্টাল্টবাদীদের।শিখন সম্পর্কে মূল বক্তব্য হল – প্রত্যেক ক্ষেত্রে প্রাণীরা প্রচেষ্টা-ভুলের (Trial error) মাধ্যমে শেখে না। শিখন বিচার বিবেচনাহীন (Reasonless) যান্ত্রিক ক্রিয়ার ফল নয়। সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি হওয়ার ফলেই প্রাণীরা সমস্যাসমাধান করতে পারে। এই উপলব্ধি হঠাৎ শিক্ষার্থীদের মধ্যে আসে। সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিকতায় হঠাৎ এই প্রত্যক্ষণকে গেস্টাল্টবাদীগণ বলেছেন অন্তদৃষ্টি (Insight)। এই অন্তদৃষ্টিকে এক ধরনের প্রত্যক্ষ অভিজ্ঞতা গ্রহণের প্রক্রিয়া বলে মনে করা যায়। যখন কোনো সমস্যার পূর্ণ রূপ আমাদের মনে প্রতিভাত হয় এবং খণ্ডাংশের সঙ্গে সম্পূর্ণ সমস্যার তাৎপর্য উপলব্ধি করা যায়, তখন সেটিকে অন্তর্দৃষ্টি বলি। এই অন্তর্দৃষ্টিকে এক প্রকারের প্রত্যক্ষ অভিজ্ঞতার প্রক্রিয়া বলে মনে করা যেতে পারে।

মনোবৈজ্ঞানিক উপায়ে শিক্ষাদান:

শিক্ষণীয় বিষয়গুলি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলার জন্য শিক্ষার ক্ষেত্রে কতকগুলি মূলনীতি গ্রহণ করা হয়। ভাষা শিক্ষার ক্ষেত্রেও সেগুলি সমানভাবে প্রযোজ্য। শিক্ষাদানের বিষয়কে –

(ক) জানা থেকে অজানা (From Known to Unknown )
(খ) মূর্ত থেকে বিমূর্ত (From Concrete to Abstract)
(গ) সমগ্র থেকে অংশ (From Whole to Parts )
(ঘ) বিশেষ থেকে সাধারণ (From Particular to General)
(ঙ) সরল থেকে জটিল (From Simple to Complex)
(চ) বিশ্লেষণ থেকে সংশ্লেষণ (From Analysis to Synthesis)

কর্মসম্পাদনের মাধ্যমে শিক্ষাদান :

কর্মসম্পাদনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ হয়। এই অভিজ্ঞতাই যথার্থ শিখনে সাহায্য করে কর্মসম্পাদনের মাধ্যমে অভিজ্ঞ লাভ হলে শিখন প্রক্রিয়া সহজতর হয়ে আসে। অজানাকে জানা, অচেনাকে চেনা ও অদেখাকে দেখার মধ্য দিয়ে শিক্ষার্থী নব নব অভিজ্ঞতার আলোকে হয়। তাই ভাষা শিক্ষা ক্ষেত্রে এই পদতির উপযোগিতা যথেষ্ট।

পাঠ পরিকল্পনা ভিত্তিক পাঠদান :

শ্রেণি শিক্ষণকে সার্থক করে তুলতে হলে পাঠ-পরিকল্পনা একান্ত আবশ্যক। এই পরিকল্পনাকে সফল করতে হলে কয়েকটি ব্যাপার শিক্ষককে মনে রাখতে হবে—

(ক) শ্রেণিকক্ষের পরিবেশ হবে অনুকূল।
(খ) পাঠক্রম হবে শিক্ষার্থীদের উপযোগী।
(গ) পাঠ্যপুস্তক হবে উন্নতমানের ও নির্ভুল।
(ঘ) শিক্ষকের ভূমিকা হবে বন্ধুর মতো।
(ঙ) পাঠ পরিকল্পনা রচিত হবে যথেষ্ট মনন ও চিন্তনের ভিত্তিতে।
(চ) শিক্ষার্থীদের ভূমিকাকে গুরুত্ব দিতে হবে।
(ছ) সহপাঠক্রমিক কার্যাবলির ভূমিকা থাকবে।
(জ) নিয়মিত পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা রাখতে হবে।
(ঝ) শিক্ষকের পঠনপাঠনে গভীরতা থাকবে।
(ঞ) গৃহকাজের উপর গুরুত্ব দিতে হবে।
(ট) শিক্ষা সহায়ক উপকরণের সাহায্য নিতে হবে।
(ঠ) প্রশ্নোত্তর পদ্ধতিতে পঠনপাঠন চলবে।

অন্যান্য → প্রাইমারি টেট ২০২২ এর পরিবেশ বিদ্যার 20 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১. ভাষাশিক্ষায় অন্ধদের বর্ণমালা কে আবিষ্কার করেন ?

ক) হেনরি লুই
(খ) লুই ব্রেইল
(গ) হেলেন কেলার
(ঘ) গুটেনবার্গ

উ: লুই ব্রেইল।

২. কোনো নতুন বিষয় পড়ানোর সময় শিক্ষক যা করবেন –

ক) নতুন বিষয়গুলো সম্পর্কে আলোচনা
খ) পূর্ববর্তী বিষয়গুলো সম্পর্কে আলোচনা
গ) ছাত্রদের মনোযোগ এসেছে কিনা দেখা
ঘ) সবগুলো

উ: সবগুলো।

৩. দ্বিতীয় ভাষা শেখানোর সময় শিক্ষার্থীর

ক) আগ্রহ বাড়ে
খ) আগ্রহ কমে
গ) বুদ্ধি বাড়ে
ঘ) লেখার ক্ষমতা বাড়ে

উ: আগ্রহ কমে।

৪. ফিল্ড থিয়োরির প্রবক্তা কে?

ক) স্কিনার
খ) স্কিনার ও থর্নডাইক
গ) ওয়ার্দিমার
ঘ) কাট লিউইন

উ: কাট লিউইন।

৫. শিক্ষার্থীর ভুল শুধরে দেওয়ার ক্ষেত্রে শিক্ষক কেমন হবেন?

ক) কঠোর
খ) সংবেদনশীল
গ) ভুলের কারণ বলে দেওয়া
ঘ) বারবার ভুল করলে শাস্তি দেওয়া

উ: সংবেদনশীল।

৬. আইভন প্যাভলভ কোন্ দেশের বিজ্ঞানী ছিলেন?

ক) জাপান
খ) ইংল্যান্ড
গ) রাশিয়া
ঘ) জার্মানি

উ: রাশিয়া।

৭. অনুবর্তন নিয়ে প্রথম পরীক্ষা করেন –

ক) প্যাভলভ
খ) স্কিনার
গ) থর্নডাইক
ঘ) পিয়াজেঁ

উ: প্যাভলভ।

অন্যান্য → প্রাইমারি টেট গণিত পেডাগগী সাজেশন | Primary TET Exam 2022 | Math Pedagogy Suggestion | SET – 16

→ প্রাইমারি টেট বাংলা পেডাগগী সাজেশন | Primary TET Exam 2022 | Bengali Pedagogy Suggestion | SET – 37

৮. চিন্তন হল –

ক) সামাজিক প্রক্রিয়া
খ) দৈহিক প্রক্রিয়া
গ) মানসিক প্রক্রিয়া
ঘ) ভাব প্রক্রিয়া

উ: মানসিক প্রক্রিয়া।

৯. কোনটি বাংলা ভাষা শেখানোর উদ্দেশ্য নয়?

(ক) লিখে মনের ভাব প্রকাশ করা
(খ) ভাষার দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা
(গ) পড়ার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা
(ঘ) ভাষা শুনে তার অর্থ বুঝতে পারা

উ: পড়ার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা।

১০. বর্তমানে শিক্ষাপদ্ধতি কীসের ওপর নির্ভর করে গড়ে উঠেছে?

ক) মনোবিজ্ঞান
খ) ভাষাবিজ্ঞান
গ) ভাবপ্রকাশ
ঘ) চাহিদা পুরণ

উ: মনোবিজ্ঞান।

১১. মাতৃভাষা শিক্ষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কোনটি ?

ক) বই পড়ে অর্থ বোঝা
খ) মনের ভাব মাতৃভাষায় প্রকাশ করা
গ) মাতৃভাষা শুনে বুঝতে পারা
ঘ) ওপরের সবগুলো

উ: ওপরের সবগুলো।

১২. কোটি মাতৃভাষা শিক্ষাদানের নীতি নয়?

ক) সহজ থেকে জটিল, জানা থেকে অজানা প্রভৃতি নীতির সাহায্যে শিক্ষাদান
খ) কর্ম ও অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে
গ) ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা
ঘ) শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন নীতির সাহায্যে শিক্ষাদান

উ: ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা।

১৩. শিখনের সময় দু-প্রকার শক্তি কাজ করে। সদর্থক ও নঞর্থক—এই তত্ত্বটির নাম কী ?

(ক) ফিল্ড থিয়োরি
খ) অনুবর্তন
গ) অন্তদৃষ্টি
ঘ) চেষ্টা ও ভ্রান্তি

উ: ফিল্ড থিয়োরি।

১৪. অনুবর্তনবাদের সঙ্গে যুক্ত

(ক) কফকা
(খ) চমস্তি,
(গ) থর্নডাইক
(ঘ) প্যাভলভ

উ: প্যাভলভ।

১৫. ‘ভাষা শিক্ষার নীতি’ আসলে কী ?

ক) শেখার পদ্ধতি
খ) শেখানোর পদ্ধতি
গ) শিক্ষণের সামগ্রিক চিন্তা
ঘ) শিক্ষার নৈতিকতা

উ: শিক্ষণের সামগ্রিক চিন্তা।

১৬. খাদ্যবস্তুর উপস্থিতিতে স্বাভাবিক আচরণ হল –

ক) ক্ষুধাবৃদ্ধি
খ) লালাক্ষরণ
গ) পর্যবেক্ষণ
ঘ) সিদ্ধান্ত গ্রহণ

উ: লালাক্ষরণ।

১৭. শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রোতা বলতে বোঝানো হয়—

ক) শিক্ষক
খ) শিক্ষার্থী
গ) শিক্ষক ও শিক্ষার্থী
ঘ) অভিভাবক

উ: শিক্ষক ও শিক্ষার্থী।

১৮. কোনটি ভাষা শিক্ষার নীতি নয় ?

ক) অন্তদৃষ্টি
খ) কর্ম ও অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা
গ) শিক্ষা সহায়ক উপাদানের সাহায্যে শিক্ষাদান
ঘ) বক্তৃতার মাধ্যমে শিক্ষাদান

উ: বক্তৃতার মাধ্যমে শিক্ষাদান।

১৯. প্রাক্-প্রাথমিক পর্বে মাতৃভাষায় শিশুর ক্ষেত্রে নীচের কোনগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন ?

ক) শিশুদের ভাষা ও শব্দ ব্যবহারে দক্ষতা বৃদ্ধি
খ) বর্ণমালার সঙ্গে পরিচয় ঘটানো
গ) পাঠের বিষয়কে মূর্ত করে তোলা
ঘ) ওপরের সবগুলো

উ: ওপরের সবগুলো।

অন্যান্য → প্রাইমারি টেট গণিত পেডাগজি | Primary TET 2022 math question

→ প্রাইমারি টেট 2022 এর বাংলা প্রশ্ন | Primary TET 2022 Bengali Suggestion | SET- 36

Back to top button