বিনামূল্যে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, বেতন রয়েছে ১৯৯০০ টাকা
এখানে তোমাদের 16 টি শূন্য পদে কর্মী Recruit করা হচ্ছে। Staff Car Driver (Ordinary Grade) পোস্টের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে।
ভারতীয় ডাক বিভাগ থেকে প্রকাশিত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো। একদম নতুন পোস্ট অফিস চাকরি ২০২২। এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে।
তোমরা অবশ্যই এই পোস্টটি শেষ পর্যন্ত পড়বে কেননা আমি তোমাদের এখানে জানিয়ে দেবো যে এখানে আবেদন জানাতে হলে বয়স সীমা কত প্রয়োজন, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন প্রক্রিয়া কেমন, সিলেকশন প্রসেস কেমন ইত্যাদি সমস্ত তথ্য তোমাদের জানিয়ে দেবো।
তো অবশ্যই এই পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন এবং যদি আপনাদের এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট সরাসরি পেতে হলে আমাদের বাংলা সাজেশন ব্লগের নোটিফিকেশন করে নেবেন।
তো বন্ধুরা এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে Ministry of Communication & IT Department of Posts থেকে। তো তোমরা সবাই হয়তো বুঝতে পারছো যে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের 16 টি শূন্য পদে কর্মী Recruit করা হচ্ছে। Staff Car Driver (Ordinary Grade) পোস্টের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে।
চাকরির আপডেট:- ITBP Recruitment 2022: বর্ডার পুলিশ ফোর্সের এর তরফ থেকে জারি হলো নতুন চাকরীর বিজ্ঞপ্তি, বেতন রয়েছে 1 লক্ষ টাকা প্রতি মাসে
এখানে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার যেকোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। বেতনের ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে ১৯৯০০ টাকা থেকে তোমাদের বেতন শুরু হবে।
এবার জেনে নেবে যে এখানে আবেদন করতে তোমাদের Eligibility Criteria কি রয়েছে। তো সবার প্রথমে বলে রাখি চাকরি প্রার্থীর অবশ্যই Driving Licence থাকতে হবে Light এবং Heavy Vehicles এর উপরে।
Knowledge of Motor Mechanism, অর্থাৎ তোমাদের Motor Mechanism এর ওপরে কিন্তু নলেজ থাকতে হবে। Light এবং Heavy Vehicles এর Driving এর উপরে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন জানতে পারবে। তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং তোমাদের যদি যেকোনো বোর্ড এর মাধ্যমিক পাশ সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন জানতে পারবে।
স্যালারীর ক্ষেত্রে আগেই বলে দিয়েছি প্রত্যেক মাসে 19900 টাকা করে কিন্তু তোমাদের স্যালারী রয়েছে।
এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো তোমাদের বয়সসীমা। এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে যে তোমাদের বয়স যদি 18 বছর থেকে 56 বছরের মধ্যে হয় তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন জানতে পারবে।
নতুন বিজ্ঞপ্তি:- পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে অষ্টম শ্রেণী পাশে চাকরি | বেতন ১২০০০ টাকা | অষ্টম শ্রেণী পাশে চাকরি
আবেদন করার শেষ তারিখ কত রয়েছে। তো বন্ধুরা আবেদন করার শেষ তারিখ রয়েছে 12 আগস্ট 2022 পর্যন্ত। অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে। এই ডেট এর পরে কিন্তু তোমরা আর আবেদন করতে পারবে না।
আবেদন করতে হলে কি করতে হবে। আবেদন করতে হলে সবার প্রথমে আমাদের এই পোস্টটির শেষ জরুরী লিঙ্ক সেকশনে এই অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে তোমরা এই নোটিশটি ডাউনলোড করে নেবেন। তারপর সেই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পরে নেবে। তারপর সেই বিজ্ঞপ্তির শেষে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে যেটাকে ফিল আপ করে তার সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে। তারপর সেই অ্যাপ্লিকেশনটি একটি মুখবন্ধ খামের মধ্যে ঢুকিয়ে সেই খামের ওপরে পোস্ট অফিসের স্ট্যাম্প এবং ‘Application for The ……..’ (আপনারা যে পোস্টের জন্য এপ্লাই করতে চান তার নাম) লিখে অ্যাপ্লিকেশনটি নির্ধারিত অ্যাড্রেসে স্পীড পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
নতুন বিজ্ঞপ্তি:- জুলাই মাসে প্রকাশিত সেরা চাকরির খবর | July Month New Job Updates 2022
নিচে দেওয়া এড্রেসটিতে কিন্তু আপনাদের আগস্টের ১২ তারিখের আগে এই অ্যাপ্লিকেশনটি যাবতীয় ডকুমেন্ট এর সাথে পাঠিয়ে দিতে হবে।
-: একনজরে :-
Post Name | Staff Car Driver (Ordinary Grade) |
Vacancy | 16 টি |
Salary | 19900 টাকা / প্রতি মাস |
Age Limit | 18 থেকে 56 |
Qualification | মাধ্যমিক পাশ |
Last Date | 12 আগস্ট 2022 |
Experience | 3 বছর |
Extra Qualification | Driving Licence of Light and Heavy Vehicles |
Apply Process | অফলাইন (স্পীড পোষ্টের মাধ্যমে) |
[su_heading size=”18″ align=”left” margin=”10″]জরুরী লিঙ্ক[/su_heading]
Official Website:- Click Here
Notification Link:- Click Here
Speed Post Address:- O/o the Senior Manager (JAG), Mail Motor Service, No. 37, Greams Road, Chennai- 600 006
নতুন আপডেট:- রাজ্যে বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগ | GRSE সরকারি সংস্থায় মাধ্যমিক পাশে চাকরি
[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লগের সাথে যুক্ত থাকবেন।[/su_note]