পোস্ট অফিসে GDS এ নতুন ৩ টি আপডেট | Post Office GDS Result 2022

Post office news update

তোমাদের সবাইকে বাংলা সাজেশন ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি পোস্ট অফিসে GDS এ নতুন ৩ টি আপডেট নিয়ে যেখানে তোমাদের তিনটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যা আমি ব্যাখ্যা সহকারে আজকের এই পোস্টে জানিয়ে দেবো। সুতরাং আজকের পোস্টটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই জন্য কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই পড়বে।

অন্ধ্র প্রদেশ, বিহার, দিল্লি, গুজরাট, জম্মু-কাশ্মীর, ঝাড়খন্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চলের ক্যান্ডিডেট দের জন্যে যে লাস্ট ডেট দেয়া হয়েছিল অর্থাৎ ৫/১০/২০২২ তারিখে যারা ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্যে কোনো কারণ বশত উপস্থিত হতে পারো নি তোমাদের কিন্তু এটা ফাইনাল রিমাইন্ডার দেয়া হচ্ছে অর্থাৎ শেষ সুযোগ দেয়া হচ্ছে ২০/০৭/২০২২ তারিখের আগে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এর যে প্রসেস রয়েছে সেটা করে নিতে হবে।

যদি তোমরা তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশন এর শেষ তারিখ ২০/০৭/২০২২ – এই তারিখটি কেউ মিস করে ফেলো তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হওয়া সত্বেও তোমাদের কিন্তু কাউন্ট করা হবে না।

ছত্রিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব, নর্থ ইস্ট, ইত্যাদি এলাকার ক্যান্ডিডেট দের জন্যে ডকুমেন্টস ভেরিফিকেশন এর যে লাস্ট ডেট দেয়া হয়েছিল ০২/০৭/২০২২। তাদের জন্যে বলা হয়েছে যে তোমাদের ১৭/০৭/২০২২ তারিখের মধ্যে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এর যে প্রসেস রয়েছে তা কমপ্লিট করতে হবে। নয়তো তোমাদের সিলেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু তোমাদের কাউন্ট করা হবে না।

আসাম এবং উত্তরাখণ্ড অঞ্চলের ক্যান্ডিডেটদের শেষ তারিখ দেওয়া হয়েছিল ৩০/০৬/২০২২ তারিখ, সেই তারিখে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারোনি তাদের জন্য নতুন তারিখ দেওয়া হয়েছে যা হলো ১৫/০৬/২০২২ এবং এই তারিখের মধ্যে তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না করো তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হওয়া সত্বেও কোনরকম কাউন্ট করা হবে না। এবং এর পরবর্তীকালে কিন্তু তোমাদের কোন নতুন তারিখ দেওয়া হবে না। এটা কিন্তু তোমাদের শেষ সুযোগ ডকুমেন্ট ভেরিফিকেশন করার।

অন্যান্য:- 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় – Top 5 Banking Jobs

উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন

যারা যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে যাচ্ছে তাদের মধ্যে অনেকেরই কিন্তু ভেরিফিকেশন ক্যানসেল করে দেয়া হচ্ছে। কারণ তাদের মধ্যে অনেকেরই কিন্তু ফর্মে বিভিন্ন ভুলভ্রান্তি থাকায় সেই ফর্ম অথবা ডকুমেন্টস রিজেক্ট করা দেওয়া হচ্ছে।

এর কারণে কিন্তু অনেক ক্যান্ডিডেট কে বাতিল করে দেয়া হচ্ছে। সুতরাং তোমাদের যাদের সিলেকশন হয়নি তোমরা তোমাদের মোবাইল তা কিন্তু অবশ্যই চেক করবে। কেননা তোমাদের কিন্তু সেখান থেকে নতুন এসএমএস অথবা মেইল আস্তে পারে।

ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে যদি প্রচুর ক্যান্ডিডেট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন করে আবার লিস্ট বের হতে পারে কেননা ভ্যাকেন্সি যদি পুরোপুরি কমপ্লিট না হয় তাহলে কিন্তু তোমাদের নতুন করে আবার শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেই শর্ট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের মোবাইল নম্বর অথবা ইমেইল আইডিতে তোমাদের এসএমএস করে অথবা মেইল করে জানিয়ে দেওয়া হবে।

এই জন্যই কিন্তু তোমাদের এসএমএস এবং মেইল অবশ্যই চেক করে রাখতে হবে। অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লক এর সাথে যুক্ত থাকবেন কেননা যখনই এই সেকেন্ড লিস্ট দেওয়া হবে তখনই কিন্তু সবার প্রথমে আমরা আপনাদের আপডেটটি জানিয়ে দেবো এবং সেই লিস্ট কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব।

এবার তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু এটা কনফিউশন রয়েছে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন টা কোথায় গিয়ে করাতে হবে তোমাদের এড্রেস টা কি। তোমরা যে যে সার্কেল থেকে এপ্লাই করেছিলে সে সেই সার্কেলের অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করলেই তোমাদের নামের পাশে কিন্তু তোমাদের এড্রেসটি দেওয়া থাকবে যেখানে গিয়ে তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশন এর প্রসেস কমপ্লিট করতে হবে।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এই ধরনের চাকরি সংক্রান্ত সরাসরি নতুন আপডেট পেতে আমাদের বাংলা সাজেশন ব্লগটিকে অবশ্যই ফলো করবেন।[/su_note]

Back to top button