পশ্চিমবঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন কর্মী নিয়োগ | WBBSK New Recruitment Apply Online 2022

Banglasuggestion

WBBSK New Recruitment:- নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন কর্মী নিয়োগের ফরম ফিলাপ নিয়ে। আপনারা কিভাবে অনলাইনে এই ফরমটি ফিলাপ করবেন সেটি আমরা বলে দেবো আমাদের আজকের এই আর্টিকেলে। বন্ধুরা বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু নতুন ফরম ফিলাপ করা শুরু হয়ে গেছে তো আপনারা চাইলে সেখানে ফরম ফিলাপ করতে পারেন তাও একদম বিনামূল্যে।

বাংলা সহায়তা কেন্দ্রে ফরম ফিলাপ অনলাইনে ফর্ম ফিলাপ করার জন্য আপনাদের ওয়েবেল টেকনোলজি লিমিটেড বলে এই অফিসিয়াল সাইটে যেতে হবে। আমি নিচে এই অফিশিয়াল সাইটে লিংক দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকেও ওই অফিসিয়াল সাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে পারেন। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের ২৩ টা জেলার ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে।
এক্ষেত্রে আমি জানিয়ে রাখি যে এখানে কিন্তু প্রচুর শূন্য পদের নিয়োগ করা হচ্ছে।

আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবে অনেকগুলি সেকশন তার মধ্যে জব ভ্যাকেন্সি বলে একটা সেকশন পেয়ে যাবে তো আপনারা সে জব ভেকেন্সি সেকশনে ক্লিক করবেন। আপনারা ওই জব ভেকেন্সি সেকশনটা ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের সামনে কে পপ আপ খুলে গেছে তো আপনারা সেটিকে ক্রস করে কেটে দেবেন তারপর দেখতে পাবেন প্লিজ ক্লিক অন দ্য বিলো লিংক টু এপ্লাই ফর দা পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর এই লেখাটি। তো তারপর আপনারা ক্লিক হেয়ার বলে দুটো অপশন পাবে তো দুটোর মধ্যে যেকোন একটিতে আপনারা ক্লিক করবেন। সার্ভার খারাপ থাকার কারণে হয়তো এই লিংকটি না খুলতে পারে কিন্তু আপনাদের বারবার এই ক্লিয়ার এ ক্লিক করতে হবে। ক্লিপেয়ার এ ক্লিক করার পর এটি খুললে আপনারা আবেদন করতে পারবেন।

আমি আপনাদের জানিয়ে রাখি যে এইখানে কিন্তু আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়েছে ৮ই জুলাই থেকে এবং আবেদন শেষ হবে ১৭ই জুলাই।

আপনারা ক্লিক হেয়ার এ ক্লিক করার পর সাইটে ভিজিট করলে দেখতে পাবেন সেখানে ডাটা কন্ট্যাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিস ইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলে একটি লেখা থাকবে। বন্ধুরা সারা পশ্চিমবঙ্গের জুড়ে কিন্তু এই রিক্রুট টি করানো হচ্ছে।

তো বন্ধুরা তারপর আপনারা ওখানে দুটো অপশন দেখতে পাবেন অ্যাপ্লিকান লগইন এবং অ্যাপ্লিকান রেজিস্ট্রেশন তো আপনারা প্রথম অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশনে গিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে তারপর আপনার এপ্লিক্যান্ট লগইনে গিয়ে লগইন করলে আপনার এখানে আবেদন করতে পারবেন।

আপনারা একটু নিচের স্ক্রল করলে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন। আপনারা সেখানে eligibility criteria কি রয়েছে সেটি দেখতে পাবেন। তো ওখানে টার্মস এন্ড কন্ডিশন অপশন থাকবে এবং নোটিশ অপশন থাকবে এবং একটু নিচে সোমর বলে অপশন থাকবে তো সৌমার অপশনে গেলেই আপনারা পুরো নোটিসটি দেখতে পাবেন।

ওই নোটিশটি খোলার পর আপনার দেখতে পাবেন যে সেখানে recruitment for data entry operators on contractual and temporary basis in all over West Bengal অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই রিক্রুটমেন্ট টি করানো হচ্ছে ডেটা এন্ট্রির পোস্টে এবং কোন কাজের ক্ষেত্রে রিক্রুট করানো হচ্ছে সেটাও কিন্তু ওই নোটিসে লেখা থাকবে।

ডিউরেশন:- এখানে কিন্তু ডিউরেশন এক বছর চুক্তিভিত্তিক কোর্সে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। পরবর্তীকালে যে আপনাদের কার্য কালের সময়সীমা বাড়ানো হবে এটা ওখানে লেখা রয়েছে। আপনাদের ওখানে কি কি কাজ করতে হবে তা কিন্তু নোটিসে লেখা রয়েছে আপনার ওই নোটিশে গিয়ে একটু দেখে নেবেন।

কোয়ালিফিকেশন:- আপনাদের এখানে কিন্তু কোয়ালিফিকেশন চেয়েছে যে কোন স্বীকৃত কেন্দ্র থেকে যদি আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন। এখানে কাজের ধরন কি রকম রয়েছে তা কিন্তু এখানে লেখা রয়েছে এবং জেনারেল কন্ডিশনও কিন্তু ওখানে অর্থাৎ নোটিশে আপনারা দেখতে পাবেন।

বয়সসীমা:- এখানে আবেদন করতে গেলে কিন্তু আপনার বয়স অবশ্য ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাব করবেন ১/১/২০২২ এই হিসাব অনুসারে।

এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে যেখানে আবেদন করতে গেলে আপনাদের অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রী প্রকল্পের যে বেকার ভাতা প্রকল্পে আপনাদের নাম রেজিস্টার করা থাকতে হবে। অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের কিন্তু যুবশ্রী প্রকল্পের আইডি আপনাদের থাকতে হবে তাহলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন। এতে অনলাইনে ফরম ফিলাপের জন্য কিন্তু অবশ্যই এই যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর যুবশ্রী প্রকল্পের আইডি আপনার কাছে চাওয়া হচ্ছে।

লোকেশন:- এখানে লোকেশন বলা আছে যে আপনাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন। এবং সিলেকশন প্রসেস কিভাবে হবে তা কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে একটু দেখে নেবেন।

অন্যান্য→ পশ্চিমবঙ্গে ১১ হাজার টাকার বেতনের রূপশ্রী প্রকল্প দেখাশোনা করার জন্য নতুন কর্মী নিয়োগ। New Vacancy of WB BDO

→ ভারতীয় নেভি থেকে প্রকাশিত হলো নতুন চাকরীর বিজ্ঞপ্তি; Indian Navy SSR Vacancy 2022 (Indian Navy Recruitment 2022)

বেতন:- এখানে কাজ করলে আপনারা কিন্তু প্রত্যেক মাসে ১৩ হাজার টাকা করে বেতন পাবেন। সেটি এখানে স্পষ্ট করে লেখা রয়েছে।

এরপর আপনারা টার্মস এন্ড কন্ডিশনে যাবেন এবং সেখানে show more অপশন রয়েছে সেখানে ক্লিক আপনারা অফিসের নোটিফিকেশন পেতে গিয়ে একটু দেখে নেবেন।

কিভাবে এখানে আপনারা আবেদন করবেন:- এবার আমি আপনাদের বলব যে আপনার এখানে কিভাবে আবেদন করবেন। তো আপনার আবেদন করার জন্য তিনটি সেকশন পেয়ে যাবেন এপ্লিকেন্ট লগইন এপ্লিকেন্ট রেজিস্ট্রেশন এবং এডমিন লগইন। বন্ধুরা আপনাদের কিন্তু এখানে আমায় এপ্লিকেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো এপ্লিকেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। এখানে কিন্তু সবার প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য কিন্তু প্রথমে আপনাদের আধার নাম্বার দিতে হবে তারপর আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে এবং তারপর কিন্তু আপনাদের যে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে যে যুবশ্রী প্রকল্পের ইউজার আইডি সেই ইউজার আইডি টা এখানে দিতে হবে। তারপর আপনারা আপনাদের একটি বৈধ ফোন নাম্বার দিয়ে দেবেন। এবং তারপর আপনাদের ইমেইল আইডি দিয়ে দেবেন এবং তারপর অপশনে ক্লিক করবেন। নিচের দিকে ক্লিক করলে আপনারা নিচের দিকে একটি ক্যাপচার পেয়ে যাবেন। এই ক্যাপচারটি আপনাদের সুন্দর করে বক্সের মধ্যে ফিলাপ করতে হবে। ফিলাপ করার পর আপনাদের নিচে একটি রেজিস্ট্রেট বলে অপশন থাকবে সে অপশনে ক্লিক করবেন। এইভাবে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন টি কমপ্লিট করবেন।

রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনারা সেখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করার পর কিন্তু আপনার সামনে আবার আসে আগের পেজটি খুলে যাবে। এরপর আপনাদের যে এডলিকেট লগইন বলে সেকশনটি আছে সেই সেকশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন লগনে ক্লিক করার পর আপনারা সামনে আবারো একটি নতুন ইন্টারফেস খুলে যাবে।

আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন রেজিস্ট্রেশনের সময় সে রেজিস্ট্রেশন নাম্বার টা এখানে আপনার ইউজার আইডি হয়ে যাবে এবং সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। তারপর একটি ক্যাপচা থাকবে এবং সেই ক্যাপচাটি আপনাদের বক্সের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর জেনারেল ওটিপি বলে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে এরপর আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপি টি এখানে দিয়ে আপনারা এখানে নতুন করে আবেদন করতে পারবেন। এইতো এইভাবে আপনার আবেদনটি পুরোভাবে সম্পন্ন হবে।

আমি আবারও বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে এবং মেয়ে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। অনলাইনে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি আমি নিচে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে ১৭ জুলাই ২০২২ এ কিন্তু আবেদনের লাস্ট ডেট অর্থাৎ ২০১৭ জুলাই এর আগে আপনাদের আবেদনটি করে ফেলতে হবে।

Online Apply:- https://bit.ly/3NXxtaa

আপনাদের যদি আমাদের আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে আপনার সাথে সাথে তারাও এই ফর্মটিতে আবেদন করতে পারেন।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম আরো নতুন নতুন চাকরির আপডেট পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটিকে।[/su_note]

Back to top button