SSC MTS এবং হাবিলদার পদে আবেদনকারীদের জন্যে প্রকাশিত হলো নতুন নোটিশ – জেনে নিন কি বলা হয়েছে
তো ইতিমধ্যেই কিন্তু SSC MTS এর তরফ থেকে দুটি নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো আমি তোমাদের সাথে সেই নোটিফিকেশন নিয়েই তথ্য শেয়ার করব।
প্রথমেই আমি এসএসসি এমটিএস (SSC MTS Update 2022) এবং যারা হাবিলদারের প্রার্থী রয়েছে যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছ তাদের জন্যই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশন ছাড়াও কিন্তু দিল্লি পুলিশের থেকেও কিন্তু নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে।
তো তোমাদের জানিয়ে রাখি যে আজকেই কিন্তু এই নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এসএসসির যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে। এই নোটিফিকেশনের বলা রয়েছে যে তুমি যদি সাব-ইন্সপেক্টর দিল্লি পুলিশএ অনলাইনে এপ্লিকেশন করে থাকো এবং তার যদি পরীক্ষা দিয়ে থাকো। CAPF এর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ হয়ে থেকে। তার রেজাল্ট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে।
পরবর্তী যে ধাপ রয়েছে যেমন মেডিক্যাল এক্সামিনেশন এবং যাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে তাদের জন্যে কিন্তু শর্টলিস্ট তৈরি করা হয়েছে। এই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য প্রস্তুতি নিতে পারবে।
এই তথ্য ছাড়াও কিন্তু আরো একটি তথ্য নোটিফিকেশন হিসেবে প্রকাশ করা হয়েছে। হাবিলদার পদের জন্য যে ভ্যাকেন্সি বের হয়েছিল সেই ভ্যাকেন্সি নিয়েই কিন্তু এই নোটিফিকেশন।
যারা PWD ক্যান্ডিডেট রয়েছো তাদের কিন্তু PET এবং PST পরীক্ষায় ছাড় দেওয়া হবে। এই হাবিলদারে তোমাদের কিন্তু সাইকেলিং এবং ওয়াকিং করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ছাড় দেওয়া হবে।
জেনে নিন:- কলেজে ভর্তির নতুন নিয়ম জানেন কি – কলেজে ভর্তির নয়া পদ্ধতি জেনে নিন
যদি PWD ক্যান্ডিডেটরা সরকারি সার্টিফিকেট দেখাতে পারে তাহলেই কিন্তু তাদের ছাড় দেওয়া হবে।
PWD যারা প্রার্থী রয়েছে তাদের অবশ্যই বলবো নিজেদের মেডিক্যাল সার্টিফিকেট রেডী করতে রাখতে। তাহলে যে সাইকেলিং বা ওয়াকিং অর্থাৎ PET বা PST এক্সামিনেশনটি নেওয়া হবে সেক্ষেত্রে ছাড় পেয়ে যাবে।
PWD এর মধ্যে যারা HH, OL, OA, OAL, LC, AAC ইত্যাদি যারা PWD রয়েছ তারা কিন্তু ছাড় পেয়ে যাবে।
তো এটাই ছিল SSC MTS 2022 এবং হাবিলদারের প্রার্থীদের জন্যে প্রকাশিত নতুন আপডেট।